ETV Bharat / international

Israel-Hamas Conflict: সংকটে মধ্যপ্রাচ্য, বিধ্বস্ত ইজরায়েলে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন - Benjamin Netanyahu

হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে মধ্যপ্রাচ্যের ইজরায়েল ছাড়া সৌদি আরব, কাতার-সহ একাধিক দেশে গিয়েছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷ এর মধ্যেই তিনি জানালেন, ইজরায়েলের পরিস্থিতি নিজের চোখে দেখতে সেখানে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ETV Bharat
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:36 AM IST

তেল আভিভ ও ওয়াশিংটন, 17 অক্টোবর: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল পরিদর্শনে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ 7 অক্টোবর, শনিবার ভোরে ইজরায়েলের উপর আচমকা আক্রমণ হানে হামাস ৷ সেদিনই বাইডেন জানিয়েছিলেন, ইহুদি অধ্যুষিত দেশটির পাশে আছে আমেরিকা ৷ এদিকে হামাসের বিরুদ্ধে ইজরায়েলও পালটা যুদ্ধ ঘোষণা করেছে ৷

শনিবারের ওই হামলায় ইজরায়েলের কমপক্ষে 1 হাজার 400 জনের মৃত্যু হয়েছে ৷ আর আমেরিকার অন্ততপক্ষে 30 জন নাগরিক প্রাণ হারিয়েছেন ৷ অন্যদিকে প্যালেস্তাইনের প্রায় 3 হাজার নাগরিকের মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায় ৷ সব মিলিয়ে ইজরায়েল-হামাস দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে ৷

এই যুদ্ধে ইরান-সহ বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশে গিয়েছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷ মঙ্গলবার তাঁর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় ধরে কথা হয় ৷ তারপরই তিনি ঘোষণা করেন, বুধবার, 18 অক্টোবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল যাবেন ৷

  • #WATCH | Israel: US Secretary of State, Antony Blinken says "US President Joe Biden will visit Israel on Wednesday. He is coming here at a critical moment for Israel, for the region, and for the world. President Biden will reaffirm the United States' solidarity with Israel.… pic.twitter.com/fdWaEhma3K

    — ANI (@ANI) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধের জের, মুসলিম শিশুকে কুপিয়ে খুন মার্কিনি বৃদ্ধের!

এর কিছুক্ষণ পরেই হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ঘোষণা করেন, প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডনেও যাবেন ৷ সেখানে রাজা আবদুল্লা, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল-সিসি এবং ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷

7 অক্টোবরের পরে ইজরায়েলও গাজায় পালটা আক্রমণ চালিয়েছে ৷ মাত্র 41 কিমি দীর্ঘ এই ছোট্ট দেশটির উত্তর থেকে প্রায় 11 লক্ষ মানুষকে দক্ষিণদিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজারায়েলের প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ ৷ মনে করা হচ্ছে, গাজায় হামাসদের নিকেশ করতে একটি বড়সড়ো হামলার ছক কষেছে আইডিএফ ৷ 141 বর্গমাইল (365 বর্গ কিলোমিটার) জুড়ে এই আক্রমণ চালাবে ইজরায়েল ৷

এদিকে মিশর-গাজার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত রাফার দরজা বন্ধ রেখেছে মিশর ৷ এই সীমান্ত দিয়ে ঘরে ফেরার জন্য কয়েক হাজার বিদেশি অপেক্ষা করে রয়েছে ৷ গাজাতেও হাসপাতালে মৃত মানুষের দেহ উপচে পড়ছে ৷ হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে এখানেই আশ্রয় নিয়েছে ৷ অনেকেই দক্ষিণ গাজার রাস্তাঘাটেই দিন কাটাচ্ছে ৷ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলি তাদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেও তা মিশর সীমান্তের রাফায় দাঁড়িয়ে রয়েছে ৷

এই যুদ্ধে আমেরিকা ইজরায়েলকে দু'টি যুদ্ধজাহাজও পাঠিয়েছে ৷ ইউক্রেনের পাশাপাশি যুদ্ধদীর্ণ এই দেশটিকে বিপুল পরিমাণ মার্কিন ডলার আর্থিক সাহায্য দেওয়ার কথাও ভাবছে বাইডেন প্রশাসন ৷

আরও পড়ুন: জীবিতদের ঘর, মৃতদের কবর নেই যেখানে; গাজার পরিস্থিতি 'মানবতার কলঙ্ক'!

তেল আভিভ ও ওয়াশিংটন, 17 অক্টোবর: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল পরিদর্শনে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ 7 অক্টোবর, শনিবার ভোরে ইজরায়েলের উপর আচমকা আক্রমণ হানে হামাস ৷ সেদিনই বাইডেন জানিয়েছিলেন, ইহুদি অধ্যুষিত দেশটির পাশে আছে আমেরিকা ৷ এদিকে হামাসের বিরুদ্ধে ইজরায়েলও পালটা যুদ্ধ ঘোষণা করেছে ৷

শনিবারের ওই হামলায় ইজরায়েলের কমপক্ষে 1 হাজার 400 জনের মৃত্যু হয়েছে ৷ আর আমেরিকার অন্ততপক্ষে 30 জন নাগরিক প্রাণ হারিয়েছেন ৷ অন্যদিকে প্যালেস্তাইনের প্রায় 3 হাজার নাগরিকের মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায় ৷ সব মিলিয়ে ইজরায়েল-হামাস দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে ৷

এই যুদ্ধে ইরান-সহ বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশে গিয়েছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷ মঙ্গলবার তাঁর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় ধরে কথা হয় ৷ তারপরই তিনি ঘোষণা করেন, বুধবার, 18 অক্টোবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল যাবেন ৷

  • #WATCH | Israel: US Secretary of State, Antony Blinken says "US President Joe Biden will visit Israel on Wednesday. He is coming here at a critical moment for Israel, for the region, and for the world. President Biden will reaffirm the United States' solidarity with Israel.… pic.twitter.com/fdWaEhma3K

    — ANI (@ANI) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধের জের, মুসলিম শিশুকে কুপিয়ে খুন মার্কিনি বৃদ্ধের!

এর কিছুক্ষণ পরেই হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ঘোষণা করেন, প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডনেও যাবেন ৷ সেখানে রাজা আবদুল্লা, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল-সিসি এবং ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷

7 অক্টোবরের পরে ইজরায়েলও গাজায় পালটা আক্রমণ চালিয়েছে ৷ মাত্র 41 কিমি দীর্ঘ এই ছোট্ট দেশটির উত্তর থেকে প্রায় 11 লক্ষ মানুষকে দক্ষিণদিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজারায়েলের প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ ৷ মনে করা হচ্ছে, গাজায় হামাসদের নিকেশ করতে একটি বড়সড়ো হামলার ছক কষেছে আইডিএফ ৷ 141 বর্গমাইল (365 বর্গ কিলোমিটার) জুড়ে এই আক্রমণ চালাবে ইজরায়েল ৷

এদিকে মিশর-গাজার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত রাফার দরজা বন্ধ রেখেছে মিশর ৷ এই সীমান্ত দিয়ে ঘরে ফেরার জন্য কয়েক হাজার বিদেশি অপেক্ষা করে রয়েছে ৷ গাজাতেও হাসপাতালে মৃত মানুষের দেহ উপচে পড়ছে ৷ হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে এখানেই আশ্রয় নিয়েছে ৷ অনেকেই দক্ষিণ গাজার রাস্তাঘাটেই দিন কাটাচ্ছে ৷ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলি তাদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেও তা মিশর সীমান্তের রাফায় দাঁড়িয়ে রয়েছে ৷

এই যুদ্ধে আমেরিকা ইজরায়েলকে দু'টি যুদ্ধজাহাজও পাঠিয়েছে ৷ ইউক্রেনের পাশাপাশি যুদ্ধদীর্ণ এই দেশটিকে বিপুল পরিমাণ মার্কিন ডলার আর্থিক সাহায্য দেওয়ার কথাও ভাবছে বাইডেন প্রশাসন ৷

আরও পড়ুন: জীবিতদের ঘর, মৃতদের কবর নেই যেখানে; গাজার পরিস্থিতি 'মানবতার কলঙ্ক'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.