কাবুল, 30 নভেম্বর: আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan Blast) ৷ বুধবারের ঘটনাটি ঘটেছে উত্তর আফগানিস্তানের আয়বাক (Aybak) শহরে ৷ বিস্ফোরণ ঘটানো হয় স্থানীয় একটি মাদ্রাসায় ৷ তাতে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অন্তত 24 জন ৷ সংবাদমাধ্যমের কাছে এই তথ্য পেশ করেছেন শহরেরই একটি হাসপাতালের এক চিকিৎসক ৷ প্রসঙ্গত, আফগানভূমে তালিবানের শাসন ফেরার পর থেকেই এই ধরনের হামলা বারবার ঘটছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (Islamic State) বা আইএস (IS) এই ধরনের বিস্ফোরণের সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয় প্রশাসনের ৷
এদিন যে আয়বাক শহরে বিস্ফোরণ ঘটানো হয়, রাজধানী কাবুল থেকে তার দূরত্ব প্রায় 200 কিলোমিটার ৷ সংশ্লিষ্ট চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনায় আক্রান্ত প্রায় সকলেই নাবালক ৷ ওই চিকিৎসকের কথায়, "ওরা সকলেই বাচ্চা এবং সাধারণ মানুষ ৷" পরবর্তীতে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকও এই বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, আয়বাকের আল-জিহাদ মাদ্রাসায় বিস্ফোরণ ঘটানো হয়েছে ৷ এটি আদতে একটি ধর্মীয় স্কুল ৷ তবে, এই হামলায় কতজনের মৃত্যু হয়েছে, সেই সম্পর্কে ওই আধিকারিক নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি ৷
আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত রুশ দূতাবাসের দুই কর্মী
অন্যদিকে, তালিবানের তরফে দাবি করা হয়েছে, বুধবারের বিস্ফোরণে মৃতের সংখ্য়া 10 এবং তারা সকলেই সংশ্লিষ্ট মাদ্রাসার ছাত্র ৷ যদিও এই সংখ্যা সঠিক নয় বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ, এই ধরনের যেকোনও ঘটনা ঘটলেই তালিবান শাসক আক্রান্তের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ ৷ তবে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের হামলায় অনেকে আহত হয়েছেন ৷
-
At least 27 students (aged 9-15 years old) were killed and 30 others wounded in a bombing at a religious school in Afghanistan’s Samangan province.
— Shabnam Nasimi (@NasimiShabnam) November 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A new generation is being slaughtered and destroyed once again. Gut-wrenching.pic.twitter.com/aWzi88WFpG
">At least 27 students (aged 9-15 years old) were killed and 30 others wounded in a bombing at a religious school in Afghanistan’s Samangan province.
— Shabnam Nasimi (@NasimiShabnam) November 30, 2022
A new generation is being slaughtered and destroyed once again. Gut-wrenching.pic.twitter.com/aWzi88WFpGAt least 27 students (aged 9-15 years old) were killed and 30 others wounded in a bombing at a religious school in Afghanistan’s Samangan province.
— Shabnam Nasimi (@NasimiShabnam) November 30, 2022
A new generation is being slaughtered and destroyed once again. Gut-wrenching.pic.twitter.com/aWzi88WFpG
তালিবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল নফয় টাকোর একটি টুইটে দাবি করেছেন, "ক্ষমার অযোগ্য এই অপরাধ কারা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করার জন্য আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা তদন্ত শুরু করেছেন ৷ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ৷" এদিকে, ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বিস্ফোরণের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ যদিও সেগুলি আসল না নকল, তা তালিবান সরকারের তরফে নিশ্চিত করে জানানো হয়নি ৷