উত্তরকাশী, 29 নভেম্বর: নির্মীয়মান সিল্কিয়ারা টানেল থেকে 41 জন শ্রমিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে ৷ এরপর দিন বুধবার সকালেও টানেলের মুখে বহুকনাগের ছোট্ট মন্দিরে প্রার্থনা করলেন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স ৷ এরপর তিনি সাংবাদিকদের বলেন, "একটা স্বচ্ছ মন আর উষ্ণ হৃদয় নিয়ে কাজ করলে অসম্ভব সম্ভব হতে পারে ৷ আর আমরা সেটাই করেছি ৷"
উত্তরকাশীর সিল্কিয়ারায় এই সাফল্যে ভারতকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ৷ তিনি অধ্যাপক আর্নল্ড ডিক্সের জন্য গর্বিত ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "এই দারুণ সাফল্যের জন্য ভারতকে শুভেচ্ছা ৷ আমি গর্বিত যে, অধ্যাপক আর্নল্ড ডিক্স সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷"
12 নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে ধস নামে ৷ টানেলের একটি অংশ ভেঙে ভিতরেই আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ সেই থেকে 17 দিন ধরে উদ্ধারকার্য চলতে থাকে ৷ ডাক পড়ে আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞদের ৷ শ্রমিকদের বের করে আনতে ভারতে আসেন অস্ট্রেলিয়ার অধ্যাপক আর্নল্ড ডিক্স ৷
বুধবার সকালে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন কীভাবে এই অসম্ভবকে সম্ভব করা গেল ? এর উত্তরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্স বলেন, "41 জন শ্রমিককে উদ্ধার করতে সবাই একসঙ্গে কাজ করেছেন ৷ অসম্ভবকে সম্ভব করেছেন ৷ সবার এই মিলিত প্রচেষ্টাতেই সব চ্যালেঞ্জ তুচ্ছ হয়ে গিয়েছে ৷"
নির্মীয়মান শ্রমিকদের এই টানেল থেকে বের করতে গিয়ে নানাবিধ বাধা-বিঘ্ন ঘটেছে ৷ দিল্লি থেকে আমেরিকার 25 টন ওজনের অগার মেশিন উত্তরকাশীতে এসেছে ৷ পরে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে আরও একটি অগার মেশিন এসেছে ৷ আমেরিকার অগার মেশিন তিন-তিন বার ভেঙে গিয়েছে ৷ অগার মেশিনের কাঁপুনিতে কাজ বন্ধ করতে হয়েছে ৷ শেষে 10-12 মিটার বাকি থাকতে মেশিনের যন্ত্রাংশ ভেঙে টানেলে আটকে গিয়েছে ৷ যত কাছে এসেছে লক্ষ্য পূরণ, ততই দুরূহ হয়ে উঠেছে উদ্ধারকার্য ৷
এই অবস্থায় উদ্ধারকারী দলকে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ? এর উত্তরে অধ্যাপক আর্নল্ড ডিক্স বলেন, "বরং এই প্রশ্নটা করা ভালো, আমরা কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হইনি ? তবে আমরা যে চ্যালেঞ্জটা পাইনি, সেটা হল, 41 জন শ্রমিকের উদ্ধারে সবাই একসঙ্গে একমনে কাজ করেছে ৷ যেটা আমরা অনেক জায়গায় পাই না ৷ প্রত্যেকে জানে, তাঁদের ব্যক্তিগত চেষ্টার ফলে 41 জন শ্রমিক ঘরে ফিরতে পারবে ৷" সব মিলিয়ে তাঁর এই সাফল্যের মন্ত্র, "আমরা একটা দারুণ দল হিসেবে কাজ করেছি ৷ এর মানে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়াররা ভারতে আছে, সেনা, ইঞ্জিনিয়াররাও ৷ এত ভালো দলের সঙ্গে আগে কখনও কাজ করিনি ৷ সহকারী এজেন্সিগুলি, সরকারি কর্তৃপক্ষ, রাজ্য, মানুষ ৷ আমি এদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত ৷"
আরও পড়ুন: