ETV Bharat / international

Pakistan Caretaker PM: নয়া প্রধানমন্ত্রীর অধীনে পাকিস্তান, ভোটের আগে নিয়ম মেনে পদক্ষেপ - পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

আগামী 3 মাসের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে নিয়ম মেনে বেছে নেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ৷ এই পদে দায়িত্ব নিচ্ছেন আনওয়ার উল হক কাকর ৷

ETV Bharat
আনওয়ার উল হক কক্কর
author img

By

Published : Aug 12, 2023, 5:57 PM IST

Updated : Aug 12, 2023, 6:28 PM IST

ইসলামাবাদ, 12 অগস্ট: পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন আনওয়ার উল হক কাকর ৷ নিয়ম মেনেই এই পদক্ষেপ করেছেন সে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ আগামী 90 দিনের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা, ভোটের মাধ্যমে যতদিন না নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, ততদিন পাকিস্তান সরকারের দায়িত্ব সামলাবেন আনওয়ার উল হক কাকর ৷ বর্তমানে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান, এই পরিস্থিতিতে এই তিন মাস সরকার চালানো চ্যালেঞ্জ হতে পারে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কাছে ৷ পাকিস্তানের কেয়ার টেকার সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন আনওয়ার উল হক কাকর ৷

জানা গিয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে আনওয়ার উল হক কাকরকে বেছে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ ৷ উল্লেখ্য, শনিবারই প্রধানমন্ত্রী পদে মেয়ার শেষ হয়েছে শেহবাজ শরিফের ৷ তার আগে 9 অগস্টই পাক ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোটের ঘোষণা করেছেন শেহবাজ ৷ তবে কবে ভোট হবে সেই নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি, নিয়ম অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷

আরও পড়ুন: আগামী মাসেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ, জানালেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

আনওয়ার উল হক কাকর পাক আইনসভার সদস্য ৷ তাঁর দলের নাম বালুচিস্তান আওয়ামি পার্টি ৷ বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ দু'দফায় নিজেদের মধ্যে বৈঠক করে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম বেছে নেন ৷ পাকিস্তানের সাধারণ নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে ৷ কারণ নতুন জনগণনা রিপোর্টের ভিত্তিতে আগে আসন পূণর্বিন্যাস হওয়ার কথা ৷ সেই প্রক্রিয়া শেষ হলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে ৷ ততদিন কেয়ার টেকার সরকারকেই দেশ সামলাতে হবে ৷ বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ৷ কদিন আগেই তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷

ইসলামাবাদ, 12 অগস্ট: পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন আনওয়ার উল হক কাকর ৷ নিয়ম মেনেই এই পদক্ষেপ করেছেন সে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ আগামী 90 দিনের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা, ভোটের মাধ্যমে যতদিন না নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, ততদিন পাকিস্তান সরকারের দায়িত্ব সামলাবেন আনওয়ার উল হক কাকর ৷ বর্তমানে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান, এই পরিস্থিতিতে এই তিন মাস সরকার চালানো চ্যালেঞ্জ হতে পারে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কাছে ৷ পাকিস্তানের কেয়ার টেকার সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন আনওয়ার উল হক কাকর ৷

জানা গিয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে আনওয়ার উল হক কাকরকে বেছে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ ৷ উল্লেখ্য, শনিবারই প্রধানমন্ত্রী পদে মেয়ার শেষ হয়েছে শেহবাজ শরিফের ৷ তার আগে 9 অগস্টই পাক ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোটের ঘোষণা করেছেন শেহবাজ ৷ তবে কবে ভোট হবে সেই নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি, নিয়ম অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷

আরও পড়ুন: আগামী মাসেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ, জানালেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

আনওয়ার উল হক কাকর পাক আইনসভার সদস্য ৷ তাঁর দলের নাম বালুচিস্তান আওয়ামি পার্টি ৷ বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ দু'দফায় নিজেদের মধ্যে বৈঠক করে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম বেছে নেন ৷ পাকিস্তানের সাধারণ নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে ৷ কারণ নতুন জনগণনা রিপোর্টের ভিত্তিতে আগে আসন পূণর্বিন্যাস হওয়ার কথা ৷ সেই প্রক্রিয়া শেষ হলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে ৷ ততদিন কেয়ার টেকার সরকারকেই দেশ সামলাতে হবে ৷ বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ৷ কদিন আগেই তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷

Last Updated : Aug 12, 2023, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.