ETV Bharat / international

Mary Millben Supports Narendra Modi: মণিপুর নিয়ে মোদিতে আস্থা মার্কিন গায়িকা মেরি মিলবেনের - মণিপুরের মহিলাদের সুবিচার

Mary Millben Expresses Faith in Narendra Modi: মণিপুর নিয়ে নরেন্দ্র মোদির উপর আস্থা দেখালেন মার্কিন গায়িকা মেরি মিলবেন ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদি মণিপুরের মহিলাদের সুবিচার পেতে সাহায্য করবেন ৷

Mary Millben Supports Narendra Modi ETV BHARAT
Mary Millben Supports Narendra Modi
author img

By

Published : Aug 11, 2023, 2:28 PM IST

ওয়াশিংটন ডিসি, 11 অগস্ট: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা প্রকাশ মার্কিন অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেনের ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি সর্বদা উত্তর-পূর্ব রাজ্যের মানুষের জন্য লড়াই করে এসেছেন ৷ লোকসভায় বিরোধীদের অনাস্থা প্রস্তাবে মোদির জবাবি ভাষণের পরেই মিলবেন একথা বলেন ৷ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মেরি মিলবেন লিখেছেন, ‘‘ভারতবাসীর তাদের নেতার উপর বিশ্বাস রয়েছে ৷’’ তিনি দাবি করেছেন, বিরোধীরা কোনও তথ্য ছাড়াই চিৎকার করে যাচ্ছেন ৷ তবে, হঠাৎই মেরি মিলবেনের এই মোদিস্তুতি সকলকে অবাক করেছে ৷ বিশেষত, যে কোনও ইস্যুতে কেন্দ্রের তরফে ‘ভারতের অভ্যন্তরীণ’ বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপের বিরোধিতা করা হয় ৷ সেখানে মিলবেনের পোস্ট নিয়েও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রের তরফে ৷

মার্কিন এই গায়িকা সোশাল মিডিয়ায় দাবি করেছেন, তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর জন্য প্রার্থনা করবেন ৷ এই ইস্যুতে ‘আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনে’র প্রয়াত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্য তুলে ধরেন ৷ মেরি মিলবেন উল্লেখ করেন, ‘‘লেট ফ্রিডম রিং ৷’’ মার্কিন গায়িকা টুইটে লেখেন, ‘‘ভারতের তার নেতার প্রতি বিশ্বাস রয়েছে ৷ ভারতের মণিপুরের, মা, বোন এবং সকল মহিলা সুবিচার পাবেন ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা আপনাদের স্বাধীনতার পক্ষে লড়াই করবেন ৷’’

এর পরেই তিনি লেখেন, ‘‘আমার প্রিয় ভারত ৷ সত্যকে কথা বলতে দাও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আপনার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে ৷ আমি আপনার জন্য প্রার্থনা করছি ৷’’ উল্লেখ্য, গত জুন মাসে মোদির প্রথম স্টেট ভিজিটে ওয়াশিংটন ডিসি-তে ভারতীয়র জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গেয়েছিলেন মিলবেন ৷ সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল ৷ সেই সূত্রেই ভারতের প্রধানমন্ত্রীর উপর নিজের বিশ্বাসের কথা সোশাল মিডিয়ায় উল্লেখ করেছেন অ্যাফ্রো-মার্কিন অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেন ৷

  • The truth: India has confidence in its leader. The mothers, daughters, and women of #Manipur, India will receive justice. And #PMModi will always fight for your freedom.

    The truth: to associate with a party that dishonors cultural legacy, denies children the right to sing the… pic.twitter.com/KzI7oSO1QL

    — Mary Millben (@MaryMillben) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশের মানুষ আগেই কংগ্রেসের উপর অনাস্থা দেখিয়েছেন, আক্রমণ মোদির

কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত যে কোনও অভ্যন্তরীণ ইস্যুতে বৈদেশিক হস্তক্ষেপ বা মন্তব্যে আগাগোড়া আপত্তি জানিয়ে এসেছে ৷ সেখানে প্রশ্ন উঠছে, মেরি মিলবেনের মণিপুর নিয়ে এই পোস্টে চুপ কেন কেন্দ্রীয় সরকার ? তবে, কি শুধু ‘অভ্যন্তরীণ’ নীতি শুধুই সমালোচকদের জন্য ?

ওয়াশিংটন ডিসি, 11 অগস্ট: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা প্রকাশ মার্কিন অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেনের ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি সর্বদা উত্তর-পূর্ব রাজ্যের মানুষের জন্য লড়াই করে এসেছেন ৷ লোকসভায় বিরোধীদের অনাস্থা প্রস্তাবে মোদির জবাবি ভাষণের পরেই মিলবেন একথা বলেন ৷ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মেরি মিলবেন লিখেছেন, ‘‘ভারতবাসীর তাদের নেতার উপর বিশ্বাস রয়েছে ৷’’ তিনি দাবি করেছেন, বিরোধীরা কোনও তথ্য ছাড়াই চিৎকার করে যাচ্ছেন ৷ তবে, হঠাৎই মেরি মিলবেনের এই মোদিস্তুতি সকলকে অবাক করেছে ৷ বিশেষত, যে কোনও ইস্যুতে কেন্দ্রের তরফে ‘ভারতের অভ্যন্তরীণ’ বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপের বিরোধিতা করা হয় ৷ সেখানে মিলবেনের পোস্ট নিয়েও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রের তরফে ৷

মার্কিন এই গায়িকা সোশাল মিডিয়ায় দাবি করেছেন, তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর জন্য প্রার্থনা করবেন ৷ এই ইস্যুতে ‘আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনে’র প্রয়াত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্য তুলে ধরেন ৷ মেরি মিলবেন উল্লেখ করেন, ‘‘লেট ফ্রিডম রিং ৷’’ মার্কিন গায়িকা টুইটে লেখেন, ‘‘ভারতের তার নেতার প্রতি বিশ্বাস রয়েছে ৷ ভারতের মণিপুরের, মা, বোন এবং সকল মহিলা সুবিচার পাবেন ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা আপনাদের স্বাধীনতার পক্ষে লড়াই করবেন ৷’’

এর পরেই তিনি লেখেন, ‘‘আমার প্রিয় ভারত ৷ সত্যকে কথা বলতে দাও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আপনার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে ৷ আমি আপনার জন্য প্রার্থনা করছি ৷’’ উল্লেখ্য, গত জুন মাসে মোদির প্রথম স্টেট ভিজিটে ওয়াশিংটন ডিসি-তে ভারতীয়র জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গেয়েছিলেন মিলবেন ৷ সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল ৷ সেই সূত্রেই ভারতের প্রধানমন্ত্রীর উপর নিজের বিশ্বাসের কথা সোশাল মিডিয়ায় উল্লেখ করেছেন অ্যাফ্রো-মার্কিন অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেন ৷

  • The truth: India has confidence in its leader. The mothers, daughters, and women of #Manipur, India will receive justice. And #PMModi will always fight for your freedom.

    The truth: to associate with a party that dishonors cultural legacy, denies children the right to sing the… pic.twitter.com/KzI7oSO1QL

    — Mary Millben (@MaryMillben) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশের মানুষ আগেই কংগ্রেসের উপর অনাস্থা দেখিয়েছেন, আক্রমণ মোদির

কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত যে কোনও অভ্যন্তরীণ ইস্যুতে বৈদেশিক হস্তক্ষেপ বা মন্তব্যে আগাগোড়া আপত্তি জানিয়ে এসেছে ৷ সেখানে প্রশ্ন উঠছে, মেরি মিলবেনের মণিপুর নিয়ে এই পোস্টে চুপ কেন কেন্দ্রীয় সরকার ? তবে, কি শুধু ‘অভ্যন্তরীণ’ নীতি শুধুই সমালোচকদের জন্য ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.