পোর্টল্যান্ড, 6 জানুয়ারি: আলাস্কা এয়ারলাইন্স শুক্রবার গভীর রাতে তার সমস্ত বোয়িং 737-9 বিমান গ্রাউন্ড করে দেয় ৷ এই ধরনের একটি বোয়িং বিমানের একটি জানালা ও ফুসেলেজের টুকরো মাঝ আকাশে উড়ে যায় ৷ তার কয়েক ঘণ্টা পরে ওরেগনের পোর্টল্যান্ড জরুরি অবতরণ করানো হয় ৷ তার জেরেই সমস্ত এই ধরনের সমস্ত বোয়িং বিমানকে গ্রাউন্ড করে দেওয়া হয় ৷
টেকঅফের কিছুক্ষণ পরেই জানালা ও ফুসেলেজের টুকরো মাঝ আকাশে উড়ে যাওয়ার ঘটনাটি ঘটে ৷ তখন বিমানটি 16 হাজার ফুট উপরে ছিল ৷ সেখান থেকেই জরুরি অবতরণের জন্য পোর্টল্যান্ড বিমানবন্দরে যোগাযোগ করা হয় ৷ তার পর 174 জন যাত্রী ও ছ’জন ক্রুকে নিয়ে সুরক্ষিতভাবে অবতরণ করে বিমানবন্দরে ৷ আলাস্কা এয়ারলাইন্সের সিইও বেন মিনিকুচি জানিয়েছেন, এর পর নামিয়ে নেওয়া হয় সমস্ত বিমান৷ যাত্রী সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আপাতত এই ধরনের 65টি বোয়িং বিমান পরীক্ষা করে দেখা হবে ৷
এই ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে যে মাঝ আকাশে জানলা খুলে গিয়েছে বিমানের ৷ ভিতরে যাত্রীরা অক্সিজেন মাস্ক পরতে শুরু করেন ৷ তাই এই ঘটনায় যাত্রীদের মধ্য়ে কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন কি না, সেই বিষয়টি স্পষ্ট হয়নি ৷ সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফেও এই নিয়ে কিছু জানানো হয়নি ৷ তবে পুরো ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ৷
যে বিমানে এই দুর্ঘটনা ঘটে, সেটি গত 11 নভেম্বর উড়ান শুরু করে ৷ এখনও পর্যন্ত 145 বার আকাশে উড়েছে ৷ শুক্রবার এই বিমানের তৃতীয় উড়ানের সময় এই দুর্ঘটনা ঘটে ৷ তাই কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সবদিক খতিয়ে দেখতে তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জোগাড় করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: