ETV Bharat / international

Akshata Murty on Sudha Murty: মায়ের পদ্মভূষণ প্রাপ্তিতে উচ্ছ্বসিত ব্রিটেনের 'ফার্স্ট লেডি', গর্বের কথা জানালেন সুনাকপত্নী - মায়ের প্রশংসার অক্ষতা মূর্তি

পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন দেশের বিশিষ্ট সমাজসেবী সুধা মূর্তি ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের 'ফার্স্ট লেডি' তথা সুধা কন্যা অক্ষতা ৷ মায়ের এই সম্মান প্রাপ্তিতে তাঁকে নিজের অনুপ্রেরণা বলে জানিয়েছেন অক্ষতা ৷

ETV Bharat
অক্ষতা মূর্তি ও সুধা মূর্তি
author img

By

Published : Apr 7, 2023, 9:57 PM IST

লন্ডন, 7 এপ্রিল: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্প্রতি পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে সুধা মূর্তিকে ৷ লেখক ও সমাজসেবী ছাড়াও তাঁর আরও বেশকিছু পরিচয় রয়েছেন ৷ 72 বছর বয়সি সুধা মর্তি হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী ও ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতার মা ৷ বুধবার পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষতাও ৷ মায়ের এই পদ্মভূষণ প্রাপ্তিতে উচ্ছ্বসিত তিনি ৷ এই দিনটিকে গর্বের বলে উল্লেখ করেছেন তিনি ৷

সামাজিক মাধ্যমে ব্রিটেনের 'ফার্স্ট লেডি' অক্ষতা লিখেছেন,"গতকাল আমি যে গর্বের মুহূর্তের সাক্ষী থেকেছি তা ভাষায় প্রকাশ করার নয় ৷ আমার মা ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেছেন ৷" তাঁর মা যে তাঁর কাছে বিপুল প্রেরণা স্রোতের মতো কাজ করেন সে কথাও বলেছেন অক্ষতা মূর্তি ৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উন্নতি সাধনে তিনি সুধা মূর্তি বছরের পর বছর ধরে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন তাও স্মরণ করেছেন ব্র্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রী ৷

25 বছর ধরে তাঁর সামাজিক সংস্থার একাধিক সমাজসেবামূলক কাজের জন্য যেভাবে এক জায়গা থেকে অন্যত্র ছুটে বেরিয়েছেন, অর্থ জোগাড় করেছেন সুধা মূর্তি তারও প্রশংসা করেছেন অক্ষতা ৷ প্রাকৃতিক বিরপর্য হোক বা নিরক্ষরতা দূরিকরণ, দেশের দূরদূরান্তের প্রান্তিক মানুষের কাছে তাঁর মা তাঁর সংস্থার মাধ্যমে যেভাবে সাহায্য পৌঁছে দিয়েছেন তা অনুপ্রেরণার যোগ্য বলে মনে করেন ব্রিটেনের ফার্স্ট লেডি ৷ জানিয়েছেন, মায়ের থেকে তিনি অনেক কিছু শিখেছেন ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বঙ্গের দুই কৃতি মঙ্গলাকান্ত ও ধনীরাম

ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হলেও তাঁর মা যে কোনও পুরস্কার পাওয়ার আশায় কাজ করেন না তা মনে করিয়ে দিয়েছেন অক্ষতা মূর্তি ৷ তিনি বলেছেন, "আমার মা পরিচিতি পাওয়ার জন্য বাঁচেন না ৷ আমার মা-বাবার শেখানো মূল্যবোধ, কঠিন পরিশ্রমের শিক্ষা, মানবিকতা ও অন্যদের জন্য কাজ করার চেষ্টা আজও আমায় ও আমার ভাইকে পথ দেখায় ৷ তাঁর এই সম্মানপ্রাপ্তির সাক্ষী থাকা আজীবন মনে রাখার মতো মুহূর্ত ৷"

লন্ডন, 7 এপ্রিল: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্প্রতি পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে সুধা মূর্তিকে ৷ লেখক ও সমাজসেবী ছাড়াও তাঁর আরও বেশকিছু পরিচয় রয়েছেন ৷ 72 বছর বয়সি সুধা মর্তি হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী ও ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতার মা ৷ বুধবার পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষতাও ৷ মায়ের এই পদ্মভূষণ প্রাপ্তিতে উচ্ছ্বসিত তিনি ৷ এই দিনটিকে গর্বের বলে উল্লেখ করেছেন তিনি ৷

সামাজিক মাধ্যমে ব্রিটেনের 'ফার্স্ট লেডি' অক্ষতা লিখেছেন,"গতকাল আমি যে গর্বের মুহূর্তের সাক্ষী থেকেছি তা ভাষায় প্রকাশ করার নয় ৷ আমার মা ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেছেন ৷" তাঁর মা যে তাঁর কাছে বিপুল প্রেরণা স্রোতের মতো কাজ করেন সে কথাও বলেছেন অক্ষতা মূর্তি ৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উন্নতি সাধনে তিনি সুধা মূর্তি বছরের পর বছর ধরে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন তাও স্মরণ করেছেন ব্র্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রী ৷

25 বছর ধরে তাঁর সামাজিক সংস্থার একাধিক সমাজসেবামূলক কাজের জন্য যেভাবে এক জায়গা থেকে অন্যত্র ছুটে বেরিয়েছেন, অর্থ জোগাড় করেছেন সুধা মূর্তি তারও প্রশংসা করেছেন অক্ষতা ৷ প্রাকৃতিক বিরপর্য হোক বা নিরক্ষরতা দূরিকরণ, দেশের দূরদূরান্তের প্রান্তিক মানুষের কাছে তাঁর মা তাঁর সংস্থার মাধ্যমে যেভাবে সাহায্য পৌঁছে দিয়েছেন তা অনুপ্রেরণার যোগ্য বলে মনে করেন ব্রিটেনের ফার্স্ট লেডি ৷ জানিয়েছেন, মায়ের থেকে তিনি অনেক কিছু শিখেছেন ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বঙ্গের দুই কৃতি মঙ্গলাকান্ত ও ধনীরাম

ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হলেও তাঁর মা যে কোনও পুরস্কার পাওয়ার আশায় কাজ করেন না তা মনে করিয়ে দিয়েছেন অক্ষতা মূর্তি ৷ তিনি বলেছেন, "আমার মা পরিচিতি পাওয়ার জন্য বাঁচেন না ৷ আমার মা-বাবার শেখানো মূল্যবোধ, কঠিন পরিশ্রমের শিক্ষা, মানবিকতা ও অন্যদের জন্য কাজ করার চেষ্টা আজও আমায় ও আমার ভাইকে পথ দেখায় ৷ তাঁর এই সম্মানপ্রাপ্তির সাক্ষী থাকা আজীবন মনে রাখার মতো মুহূর্ত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.