ETV Bharat / international

Nepal Plane Missing : নেপালের পাহাড়ে নিখোঁজ বিমানে 4 জন ভারতীয়

বিমানটিতে মাত্র 22 জন যাত্রী ৷ আয়তনে ছোট এয়ারক্রাফ্টটি ওড়ার কিছুক্ষণ পরেই উধাও হয়ে যায় ৷ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ এখন তল্লাশি অভিযান চলছে (Nepal Plane Missing) ৷

Aircraft Missing in Nepal
নেপালে বিমান নিখোঁজ
author img

By

Published : May 29, 2022, 12:37 PM IST

Updated : May 29, 2022, 1:23 PM IST

কাঠমাণ্ডু, 29 মে : যাত্রাপথে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল বিমান ৷ নেপালের পাহাড়ি এলাকায় একটি ছোটো বিমান হারিয়ে যায় ৷ বিমানে কর্মী সমেত 22 জন যাত্রী রয়েছেন ৷ যার মধ্যে 4 জন ভারতীয়, 3 জন জাপানি এবং বাকিরা নেপালি (Aircraft with 22 people on board flying missing in Nepal's mountains on Sunday) ৷ রবিবার সকাল 9.55 মিনিট থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

9এনএইটি এয়ারক্রাফ্টটি নেপালের পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল ৷ মাত্র 15 মিনিটে সময়ের যাত্রাপথ ছিল ৷ পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, টোয়াইন ওটার এয়ারক্রাফ্টের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে তল্লাশি অভিযান চলছে ৷ বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল ৷ তার মধ্যেও বিমান পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল ৷ এই রুটে বিমানগুলিকে পাহাড়ের মধ্যে দিয়ে উপত্যকায় নামতে হয় ৷

স্বরাষ্ট্র মন্ত্রক দু'টি বেসরকারি হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ৷ একটি মুসতাংগ এবং অন্যটি পোখারা থেকে তল্লাশি চালাচ্ছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র পোখারেল (Phadindra Mani Pokharel) বলেন, "নেপালের সেনাবাহিনীর চপারও প্রস্তুত ৷ প্রয়োজনে সেটিও ব্যবহার করা হবে ৷"

আরও পড়ুন : Tibet Airlines Plane Fire : চিনে রানওয়েতে পিছলে গেল বিমানে, দাউ দাউ করে জ্বলল আগুন

এই রুট বিদেশি ট্রেকারদের কাছে খুবই জনপ্রিয় ৷ এছাড়া ভারত ও নেপালি তীর্থযাত্রীরা মুক্তিনাথ মন্দিরে ঘুরতে যান ৷ তাঁরাও বিমানে এই রুট দিয়েই যান ৷ প্রধান জেলা আধিকারিক নেত্র প্রসাদ শর্মা জানিয়েছেন, শেষবার বিমানটিকে মুসতাংগ জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল ৷ সেখান থেকে ধৌলাগিরির দিকে যাচ্ছিল ৷ এরপরই কোনও যোগাযোগ করা যায়নি ৷

কাঠমাণ্ডু, 29 মে : যাত্রাপথে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল বিমান ৷ নেপালের পাহাড়ি এলাকায় একটি ছোটো বিমান হারিয়ে যায় ৷ বিমানে কর্মী সমেত 22 জন যাত্রী রয়েছেন ৷ যার মধ্যে 4 জন ভারতীয়, 3 জন জাপানি এবং বাকিরা নেপালি (Aircraft with 22 people on board flying missing in Nepal's mountains on Sunday) ৷ রবিবার সকাল 9.55 মিনিট থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

9এনএইটি এয়ারক্রাফ্টটি নেপালের পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল ৷ মাত্র 15 মিনিটে সময়ের যাত্রাপথ ছিল ৷ পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, টোয়াইন ওটার এয়ারক্রাফ্টের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে তল্লাশি অভিযান চলছে ৷ বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল ৷ তার মধ্যেও বিমান পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল ৷ এই রুটে বিমানগুলিকে পাহাড়ের মধ্যে দিয়ে উপত্যকায় নামতে হয় ৷

স্বরাষ্ট্র মন্ত্রক দু'টি বেসরকারি হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ৷ একটি মুসতাংগ এবং অন্যটি পোখারা থেকে তল্লাশি চালাচ্ছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র পোখারেল (Phadindra Mani Pokharel) বলেন, "নেপালের সেনাবাহিনীর চপারও প্রস্তুত ৷ প্রয়োজনে সেটিও ব্যবহার করা হবে ৷"

আরও পড়ুন : Tibet Airlines Plane Fire : চিনে রানওয়েতে পিছলে গেল বিমানে, দাউ দাউ করে জ্বলল আগুন

এই রুট বিদেশি ট্রেকারদের কাছে খুবই জনপ্রিয় ৷ এছাড়া ভারত ও নেপালি তীর্থযাত্রীরা মুক্তিনাথ মন্দিরে ঘুরতে যান ৷ তাঁরাও বিমানে এই রুট দিয়েই যান ৷ প্রধান জেলা আধিকারিক নেত্র প্রসাদ শর্মা জানিয়েছেন, শেষবার বিমানটিকে মুসতাংগ জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল ৷ সেখান থেকে ধৌলাগিরির দিকে যাচ্ছিল ৷ এরপরই কোনও যোগাযোগ করা যায়নি ৷

Last Updated : May 29, 2022, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.