ETV Bharat / international

মায়ানমারে আকাশপথে হামলায় 9 শিশু-সহ 17 জনের মৃত্যু, দায় এড়াল বায়ুসেনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 1:56 PM IST

Air Strike in North-Western Myanmar: ফের একবার অশান্ত হয়ে উঠল মায়ানমার ৷ 2021 সালে মায়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে, সেখানকার দখল নেয় সেনা ৷ এবার গত রবিবার সকালে মায়ানমার বায়ুসেনার বিরুদ্ধে খামপাত শহরের কাছে অবস্থিত কানন গ্রামে আকাশপথে হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় এখনও পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে ৷

Image Courtesy: AP
Image Courtesy: AP

ব্যাংকক, 8 জানুয়ারি: মায়ানমারে উত্তর-পশ্চিমাঞ্চলে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে আকাশপথে সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ৷ যে ঘটনায় কমপক্ষে 17 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে 9 জন শিশু রয়েছে বলেও খবর ৷ স্থানীয় এবং মানবাধিকার সংগঠনগুলিকে উদ্ধৃত করে এমনটা জানিয়েছে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস ৷

এপি-র খবর অনুযায়ী, রবিবার সকালে আচমকাই মায়ানমার সেনার বোমারু বিমান সাগাইং অঞ্চলের খামপাত শহরের কাছে অবস্থিত গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের অধ্যুষিত কানন গ্রামে গোলাবর্ষণ শুরু করে ৷ এই গ্রামটি ভারতীয় সামীন্তের দক্ষিণ প্রান্তে অবস্থিত ৷ এই হামলায় আরও 20 জন আহত বলেও জানা গিয়েছে ৷ উল্লেখ্য, 2021 সালের 1 ফেব্রুয়ারি মায়ানমারে সেনা অভ্যুত্থান হয় ৷ আন সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা ৷ তার পরেই গণআন্দোলনে উত্তাল হয়ে ওঠে মায়ানমারের রাজধানী ৷

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকে বলপূর্বক তোলার চেষ্টা করা হয় ৷ যার ফলে শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎই, হিংসাত্মক চেহারা নেয় ৷ মায়ানমারের বহু মানুষ গণতান্ত্রিক সরকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অস্ত্র তুলে নেয় পরবর্তী সময়ে ৷ সেই থেকে দেশের একটা বড় অংশ সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে রয়েছে ৷ আর তারই ফল, রবিবার সকালে কানন গ্রামে গোলাবর্ষণ করে সেনার বোমারু বিমান ৷ ওই দেশের স্বাধীন অনলাইন সংবাদমাধ্যমগুলি এবং বিসিসি’র মায়ানমারকে উল্লেখ করে এমনটা জানিয়েছে এপি ৷

তবে, সেনা পরিচালিত মায়ানমার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, সেখানকার সংবাদমাধ্যমগুলি মিথ্যে খবর সম্প্রচার করছে ৷ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সমর্থনকারী হিসেবে ওই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেছে মায়ানমার সেনা ৷ সেখানকার সরকারি সংবাদ চ্যানেল এমআরটিভি-তে পরিচয় প্রকাশ না করে এক সেনা আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে সাগাইং অঞ্চলের খামপাত শহর বা তার আশেপাশের অঞ্চলে সেনার কোনও বিমান ওড়েনি ৷ পালটা সেখানে গণতন্ত্রের নামে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ করেছে মায়ানমার প্রশাসন ৷

তবে, রাষ্ট্রসংঘ এবং বেসরকারি বিভিন্ন সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মায়ানমার সেনা সেখানে প্রতিনিয়ত মানবাধিকারকে খর্ব করে চলেছে ৷ যার প্রমাণও পেশ করেছে রাষ্ট্রসংঘ ৷ এমনকি সাম্প্রতিক সময় বেশ কয়েকটি গ্রামকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ গ্রামগুলিকে বসবাসকারী 20 লক্ষের বেশি মানুষের কোনও হদিশ মেলেনি ৷ যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সেনার শাসনে থাকা মায়ানমার ৷

আরও পড়ুন:

  1. 29 জওয়ানকে মায়ানমারে ফেরত পাঠাল মিজোরাম প্রশাসন
  2. মায়ানমারে হিংসা বন্ধের আহ্বান দিল্লির, গঠনমূলক আলোচনায় সমাধানের পরামর্শ বিদেশমন্ত্রকের
  3. মোরেহতে 32 মায়ানমার অভিবাসীকে গ্রেফতার মণিপুর পুলিশের

ব্যাংকক, 8 জানুয়ারি: মায়ানমারে উত্তর-পশ্চিমাঞ্চলে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে আকাশপথে সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ৷ যে ঘটনায় কমপক্ষে 17 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে 9 জন শিশু রয়েছে বলেও খবর ৷ স্থানীয় এবং মানবাধিকার সংগঠনগুলিকে উদ্ধৃত করে এমনটা জানিয়েছে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস ৷

এপি-র খবর অনুযায়ী, রবিবার সকালে আচমকাই মায়ানমার সেনার বোমারু বিমান সাগাইং অঞ্চলের খামপাত শহরের কাছে অবস্থিত গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের অধ্যুষিত কানন গ্রামে গোলাবর্ষণ শুরু করে ৷ এই গ্রামটি ভারতীয় সামীন্তের দক্ষিণ প্রান্তে অবস্থিত ৷ এই হামলায় আরও 20 জন আহত বলেও জানা গিয়েছে ৷ উল্লেখ্য, 2021 সালের 1 ফেব্রুয়ারি মায়ানমারে সেনা অভ্যুত্থান হয় ৷ আন সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা ৷ তার পরেই গণআন্দোলনে উত্তাল হয়ে ওঠে মায়ানমারের রাজধানী ৷

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকে বলপূর্বক তোলার চেষ্টা করা হয় ৷ যার ফলে শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎই, হিংসাত্মক চেহারা নেয় ৷ মায়ানমারের বহু মানুষ গণতান্ত্রিক সরকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অস্ত্র তুলে নেয় পরবর্তী সময়ে ৷ সেই থেকে দেশের একটা বড় অংশ সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে রয়েছে ৷ আর তারই ফল, রবিবার সকালে কানন গ্রামে গোলাবর্ষণ করে সেনার বোমারু বিমান ৷ ওই দেশের স্বাধীন অনলাইন সংবাদমাধ্যমগুলি এবং বিসিসি’র মায়ানমারকে উল্লেখ করে এমনটা জানিয়েছে এপি ৷

তবে, সেনা পরিচালিত মায়ানমার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, সেখানকার সংবাদমাধ্যমগুলি মিথ্যে খবর সম্প্রচার করছে ৷ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সমর্থনকারী হিসেবে ওই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেছে মায়ানমার সেনা ৷ সেখানকার সরকারি সংবাদ চ্যানেল এমআরটিভি-তে পরিচয় প্রকাশ না করে এক সেনা আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে সাগাইং অঞ্চলের খামপাত শহর বা তার আশেপাশের অঞ্চলে সেনার কোনও বিমান ওড়েনি ৷ পালটা সেখানে গণতন্ত্রের নামে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ করেছে মায়ানমার প্রশাসন ৷

তবে, রাষ্ট্রসংঘ এবং বেসরকারি বিভিন্ন সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মায়ানমার সেনা সেখানে প্রতিনিয়ত মানবাধিকারকে খর্ব করে চলেছে ৷ যার প্রমাণও পেশ করেছে রাষ্ট্রসংঘ ৷ এমনকি সাম্প্রতিক সময় বেশ কয়েকটি গ্রামকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ গ্রামগুলিকে বসবাসকারী 20 লক্ষের বেশি মানুষের কোনও হদিশ মেলেনি ৷ যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সেনার শাসনে থাকা মায়ানমার ৷

আরও পড়ুন:

  1. 29 জওয়ানকে মায়ানমারে ফেরত পাঠাল মিজোরাম প্রশাসন
  2. মায়ানমারে হিংসা বন্ধের আহ্বান দিল্লির, গঠনমূলক আলোচনায় সমাধানের পরামর্শ বিদেশমন্ত্রকের
  3. মোরেহতে 32 মায়ানমার অভিবাসীকে গ্রেফতার মণিপুর পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.