কাবুল, 5 জুন: আফগানিস্তানের স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটল ৷ প্রায় 80 জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এক আফগান শিক্ষা কর্মকর্তা ৷ ফক্স নিউজ এই খবর জানিয়েছে । মেয়েদের শিক্ষায় আঘাত হানতেই এই তালিবানি হামলা বলে মনে করা হচ্ছে ৷
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, উত্তরের সার-ই-পুল প্রদেশে শনিবার ও রবিবার এই ঘটনা ঘটেছে । শিক্ষার প্রাদেশিক বিভাগের পরিচালক মহম্মদ রহমানি বলেছেন, সংচারক জেলায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের বিষ খাওয়ানো হয়েছে ।
তিনি বলেন যে, নাসওয়ান-ই-কাবোদ আব স্কুলের 60 জন এবং নাসওয়ান-ই-ফৈজাবাদ স্কুলের আরও 17 জন শিশুকে বিষ খাওয়ানো হয়েছে । উভয় প্রাথমিক বিদ্যালয় একে অপরের খুব কাছাকাছি এবং একে একে সেগুলিকে টার্গেট করা হয়েছে বলে জানান তিনি ৷ ওই শিক্ষা আধিকারিকের কথায়, "আমরা শিক্ষার্থীদের হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এখন তারা সবাই ভালো আছে ।"
গোটা ঘটনার তদন্ত করছে আফগান শিক্ষা দফতর ৷ প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ক্ষোভের কারণে কেউ হামলা চালানোর জন্য তৃতীয় পক্ষকে অর্থ দিয়ে এই ঘটনা ঘটিয়েছে ৷ রহমানি এর থেকে আর বেশি কিছু জানাতে চাননি ৷ ফক্স নিউজের খবর অনুসারে, কীভাবে মেয়েদের বিষ দেওয়া হয়েছিল বা তাদের অসুস্থতার প্রকৃতি সম্পর্কে ওই শিক্ষা আধিকারিক কোনও তথ্য দেননি ।
আরও পড়ুন: মহিলাদের দমনের মানসিকতা ছাড়তে হবে, তালিবানকে বার্তা রাষ্ট্রসংঘের
2021 সালের অগস্ট মাসে তালিবান ক্ষমতায় আসার পর আফগান নারীদের অধিকার ও স্বাধীনতার উপর তাদের দমন-পীড়ন শুরু হয় ৷ তার পর থেকে এই ধরনের হামলা এই প্রথম বলে মনে করা হচ্ছে । সে দেশে মেয়েদের বিশ্ববিদ্যালয়-সহ ষষ্ঠ শ্রেণির পরের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে এবং মহিলাদের বেশিরভাগ চাকরি ও পাবলিক স্পেস থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে ফক্স নিউজ জানিয়েছে ।
প্রতিবেশী ইরানে স্কুলের মেয়েদের উপর বিষ প্রয়োগের একই ধরনের ঘটনা ঘটেছিল নভেম্বর মাসে ৷ হাজার হাজার শিক্ষার্থী জানান, বিষাক্ত ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে । তবে এই ঘটনার পিছনে কী বা কারা জড়িত, কোনও রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে ফক্স নিউজ ।