ETV Bharat / international

জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের সম্ভাবনা - জাপানে তীব্র ভূমিকম্প

7.6 Magnitude Earthquake Hits in Japan: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-মধ্য জাপান ৷ এর পরেই পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া বিভাগ ৷ উপকূল অঞ্চল থেকে মানুষজনকে সরানোর নির্দেশ দিল প্রশাসন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 1:46 PM IST

Updated : Jan 1, 2024, 6:05 PM IST

টোকিয়ো, 1 জানুয়ারি: 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ আর তার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে, পশ্চিম উপকূলীয় অঞ্চলে ৷ সেই সঙ্গে উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভিকে উল্লেখ করে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, সুনামিতে জলস্তর প্রায় 5 মিটার অর্থাৎ, 16.5 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে ৷ ইতিমধ্যে, কয়েকটি অঞ্চলে ছোট সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে খবর ৷

জাপানের আবহাওয়া বিভাগ ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা প্রিফেকচারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সুনামির সতর্কতা জারি করেছে ৷ এ দিন জাপানের স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয় ৷ তার জেরেই এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে ৷ ইতিমধ্যে, উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে এবং বহুতলগুলিতে আশ্রয় নিতে বলা হয়েছে ৷ ইতিমধ্যে প্রশাসনের তরফে সমুদ্র উপকূল এলাকা খালি করে দেওয়া হচ্ছে ৷

জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, "ওই এলাকার পারমাণবিক কেন্দ্রগুলি থেকে কোনওরকম অনিয়মের অভিযোগ আসেনি ৷ তবে, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আসন্ন সুনামির কারণে সৈকত থেকে দূরে থাকা প্রয়োজন ৷" তিনি জানিয়েছে, "প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দামী ৷ তাই মানুষের কাছে আমার অনুরোধ সরকারি নির্দেশ পালন করুন এবং উপকূল অঞ্চল খালি করে দিন ৷

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, "সুনামি, উদ্ধার কাজ ইত্যাদির বিষয়ে জনসাধারণকে সময়মত এবং সঠিক তথ্য প্রদান করা হোক এবং ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা গ্রহণ করুক আধিকারিকরা ৷ যেমন বাসিন্দাদের উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া ৷" এমনকি সুনামির পর যাতে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও পূরণ করা যায়, তা দেখার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ৷

নিগাটা এবং সেই সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে সুনামির কারণে, জলচ্ছ্বাস 3 মিটার অর্থাৎ, 10 ফুট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ৷ জাপান ছাড়াও উত্তর কোরিয়া এবং রাশিয়ার কিছু কিছু এলাকায় সুুনামির আশঙ্কা করা হচ্ছে ৷ তবে, সেখানে জলচ্ছ্বাস 1 মিটার বা 3 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে ৷ রাশিয়া সরকার ইতিমধ্যে তাদের সাখালিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে ৷ সেখান বলা হয়েছে, দ্বীপের পশ্চিম প্রান্তের উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে ৷ এর জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও ব্যক্ত করেছে রুশ প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. 'উষ্ণ'শীতে বর্ষবরণ, নতুন বছরেও ঠান্ডার প্রত্যাবর্তন দেরিতেই
  2. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  3. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো

টোকিয়ো, 1 জানুয়ারি: 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ আর তার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে, পশ্চিম উপকূলীয় অঞ্চলে ৷ সেই সঙ্গে উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভিকে উল্লেখ করে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, সুনামিতে জলস্তর প্রায় 5 মিটার অর্থাৎ, 16.5 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে ৷ ইতিমধ্যে, কয়েকটি অঞ্চলে ছোট সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে খবর ৷

জাপানের আবহাওয়া বিভাগ ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা প্রিফেকচারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সুনামির সতর্কতা জারি করেছে ৷ এ দিন জাপানের স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয় ৷ তার জেরেই এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে ৷ ইতিমধ্যে, উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে এবং বহুতলগুলিতে আশ্রয় নিতে বলা হয়েছে ৷ ইতিমধ্যে প্রশাসনের তরফে সমুদ্র উপকূল এলাকা খালি করে দেওয়া হচ্ছে ৷

জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, "ওই এলাকার পারমাণবিক কেন্দ্রগুলি থেকে কোনওরকম অনিয়মের অভিযোগ আসেনি ৷ তবে, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আসন্ন সুনামির কারণে সৈকত থেকে দূরে থাকা প্রয়োজন ৷" তিনি জানিয়েছে, "প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দামী ৷ তাই মানুষের কাছে আমার অনুরোধ সরকারি নির্দেশ পালন করুন এবং উপকূল অঞ্চল খালি করে দিন ৷

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, "সুনামি, উদ্ধার কাজ ইত্যাদির বিষয়ে জনসাধারণকে সময়মত এবং সঠিক তথ্য প্রদান করা হোক এবং ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা গ্রহণ করুক আধিকারিকরা ৷ যেমন বাসিন্দাদের উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া ৷" এমনকি সুনামির পর যাতে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও পূরণ করা যায়, তা দেখার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ৷

নিগাটা এবং সেই সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে সুনামির কারণে, জলচ্ছ্বাস 3 মিটার অর্থাৎ, 10 ফুট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ৷ জাপান ছাড়াও উত্তর কোরিয়া এবং রাশিয়ার কিছু কিছু এলাকায় সুুনামির আশঙ্কা করা হচ্ছে ৷ তবে, সেখানে জলচ্ছ্বাস 1 মিটার বা 3 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে ৷ রাশিয়া সরকার ইতিমধ্যে তাদের সাখালিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে ৷ সেখান বলা হয়েছে, দ্বীপের পশ্চিম প্রান্তের উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে ৷ এর জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও ব্যক্ত করেছে রুশ প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. 'উষ্ণ'শীতে বর্ষবরণ, নতুন বছরেও ঠান্ডার প্রত্যাবর্তন দেরিতেই
  2. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  3. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো
Last Updated : Jan 1, 2024, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.