ETV Bharat / international

Shootout at California: ক্যালিফোর্নিয়ার দু'টি ফার্মে শুটআউটের ঘটনায় 7 জনের মৃত্যু - মাশরুম ফার্ম এবং ট্রাকিং ফার্মে শুটআউট

ক্যালিফোর্নিয়ার দু’টি ফার্মে গুলি চালানোর ঘটনায় (Shootout at California) মোট 7 জনের মৃত্যু হয়েছে ৷ যে ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গত 4 দিনে এনিয়ে শুটআউটের জেরে মোট 18 জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৷

California Shootout ETV BHARAT
California Shootout
author img

By

Published : Jan 24, 2023, 10:26 AM IST

ক্যালিফোর্নিয়া, 24 জানুয়ারি: ক্যালিফোর্নিয়ার দক্ষিণ সান ফ্র্যান্সিসকোর একটি মাশরুম ফার্ম এবং ট্রাকিং ফার্মে শুটআউট (7 Die in Shootout at Two Farms in California ) ৷ এই দু’টি ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দু’টি ঘটনায় একটির সঙ্গে অপরটির যোগ রয়েছে ৷ সোমবারের ঘটনায় সান মাতিয়ো কাউন্টি পুলিশ এক সন্দেহভাজনকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ জানা গিয়েছে, মাশরুম ফার্মে শুটআউটের ঘটনায় 4 জনের এবং ট্রাকিং ফার্মে 3 জনের মৃত্যু হয়েছে ৷

সান মাতিয়ো কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারের প্রেসিডেন্ট ডেভ পাইন জানিয়েছেন, গুলি কোথায় চলেছিল তা খুঁজে পেতে সময় লেগেছিল ৷ তিনি জানিয়েছেন, যে সন্দেহভাজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তিনি ওই ফার্মের কোনও একটিতে কাজ করতেন ৷ তাঁকে কর্তৃপক্ষ বরখাস্ত করেছিল ৷ ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটর জস বেকার জানিয়েছেন, এই দু’টি ঘটনার যোগ রয়েছে এবং পুলিশ এর তদন্ত শুরু করেছে ৷

এনিয়ে সান মাতিয়ো কাউন্টির শেরিফ টুইটে লেখেন, ‘‘এই মুহূর্তে সান মাতিয়ো কাউন্টির নাগরিকদের জীবনের ঝুঁকি নেই ৷ সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করা হয়েছে ৷ স্থানীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, পুলিশ এক ব্যক্তিকে কোনওরকম জবরদস্তি ছাড়াই ধরে নিয়ে যাচ্ছে ৷ এমনকি ড্রোন শুটে দেখা গিয়েছে, ফার্মের ভিতর থেকে পুলিশ আধিকারিকরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন ৷

আরও পড়ুন: শিকাগোর অ্যাপার্টমেন্ট এলোপাথাড়ি গুলি ! গুরুতর জখম দুই ভারতীয় পড়ুয়া

উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বলরুম ডান্স হলে শুটআউটের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছিল ৷ আর তার পরেই এই ঘটনা ৷ যা নিয়ে সান মাতিয়ো কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারের প্রেসিডেন্ট ডেভ পাইন একটি বিবৃতিতে বলেছেন, ‘‘হাফ মুন বে’র এই মর্মান্তিক ঘটনায় আমরা দুঃখিত ৷ আমরা এই ভয়াবহ হামলার ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাইনি ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনা বন্ধ করতে হবে ৷’’

ক্যালিফোর্নিয়া, 24 জানুয়ারি: ক্যালিফোর্নিয়ার দক্ষিণ সান ফ্র্যান্সিসকোর একটি মাশরুম ফার্ম এবং ট্রাকিং ফার্মে শুটআউট (7 Die in Shootout at Two Farms in California ) ৷ এই দু’টি ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দু’টি ঘটনায় একটির সঙ্গে অপরটির যোগ রয়েছে ৷ সোমবারের ঘটনায় সান মাতিয়ো কাউন্টি পুলিশ এক সন্দেহভাজনকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ জানা গিয়েছে, মাশরুম ফার্মে শুটআউটের ঘটনায় 4 জনের এবং ট্রাকিং ফার্মে 3 জনের মৃত্যু হয়েছে ৷

সান মাতিয়ো কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারের প্রেসিডেন্ট ডেভ পাইন জানিয়েছেন, গুলি কোথায় চলেছিল তা খুঁজে পেতে সময় লেগেছিল ৷ তিনি জানিয়েছেন, যে সন্দেহভাজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তিনি ওই ফার্মের কোনও একটিতে কাজ করতেন ৷ তাঁকে কর্তৃপক্ষ বরখাস্ত করেছিল ৷ ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটর জস বেকার জানিয়েছেন, এই দু’টি ঘটনার যোগ রয়েছে এবং পুলিশ এর তদন্ত শুরু করেছে ৷

এনিয়ে সান মাতিয়ো কাউন্টির শেরিফ টুইটে লেখেন, ‘‘এই মুহূর্তে সান মাতিয়ো কাউন্টির নাগরিকদের জীবনের ঝুঁকি নেই ৷ সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করা হয়েছে ৷ স্থানীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, পুলিশ এক ব্যক্তিকে কোনওরকম জবরদস্তি ছাড়াই ধরে নিয়ে যাচ্ছে ৷ এমনকি ড্রোন শুটে দেখা গিয়েছে, ফার্মের ভিতর থেকে পুলিশ আধিকারিকরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন ৷

আরও পড়ুন: শিকাগোর অ্যাপার্টমেন্ট এলোপাথাড়ি গুলি ! গুরুতর জখম দুই ভারতীয় পড়ুয়া

উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বলরুম ডান্স হলে শুটআউটের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছিল ৷ আর তার পরেই এই ঘটনা ৷ যা নিয়ে সান মাতিয়ো কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারের প্রেসিডেন্ট ডেভ পাইন একটি বিবৃতিতে বলেছেন, ‘‘হাফ মুন বে’র এই মর্মান্তিক ঘটনায় আমরা দুঃখিত ৷ আমরা এই ভয়াবহ হামলার ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাইনি ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনা বন্ধ করতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.