দুবাই, 16 এপ্রিল: দুবাইয়ের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর 12টা 35 মিনিট নাগাদ দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুম আগুন লাগার বিষয়টি জানতে পারে। জানার পরপরই আশপাশের বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশন থেকে আধিকারিকদের পাঠানো হয় দুর্ঘটনাস্থলে ৷ দুপুর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর শুরু হয় কুলিং অপারেশন।
দুবাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যে শনিবার দুপুরে হঠাৎই ওই আবাসিক ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তৈরি হয় আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে, দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। সেই সঙ্গে চলে আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজও। প্রায় তিন ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ভবনটিতে অবস্থিত একটি দোকানের এক শ্রমিক জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, "আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু এর পরপরই আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখি।"
এক দম্পতি-সহ মৃত চার ভারতীয় ওই আবাসনের বাসিন্দা ছিলেন ৷ জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে মৃত রিজেশ (38) ও তাঁর স্ত্রী জিশি (32) কেরালার মালাপ্পুরমের বাসিন্দা। অন্যদিকে, অগ্নিকাণ্ডে মৃত তামিলনাড়ুর দুই বাসিন্দার নাম আব্দুল খাদের এবং সালিয়াকুন্ড। তামিলনাড়ুর এই দুই বাসিন্দা বহতলে রক্ষণাবেক্ষণের কাজ করতেন। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
আরও পড়ুন: গায়ে পেট্রল ঢেলে আগুন, পাথর ছুড়ে মারধর; জমি বিবাদে নৃশংস খুন ভাইকে !
জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আর বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে ওই মুখপাত্র বলেন, "আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত পরিচালনা করা হচ্ছে।"