ETV Bharat / international

Mass Shooting at Thailand: থাইল্যান্ডে শিশুদের ডে কেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত 34 - Thailand

থাইল্যান্ডে শিশুদের ডে কেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি (Mass Shooting at Children Day Care Centre) ৷ 22টি শিশু-সহ নিহত 34 জন ৷

31 killed in mass shooting at children day care centre in Thailand
Mass Shooting at Thailand: থাইল্যান্ডে শিশুদের ডে কেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত 31
author img

By

Published : Oct 6, 2022, 2:18 PM IST

Updated : Oct 6, 2022, 4:59 PM IST

থাইল্যান্ড, 6 অক্টোবর : থাইল্যান্ডে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টারে চলল এলোপাথাড়ি গুলি (Mass Shooting at Children Day Care Centre) ৷ ঘটনায় এখনও পর্যন্ত 34 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ নিহতের মধ্যে 22টি শিশু রয়েছে ৷ থাইল্যান্ডের উত্তর দিকে নং বুয়া লাম্ফু প্রভিন্সের না ক্লাং জেলায় ঘটনাটি ঘটেছে (Mass Shooting at Thailand) ৷

স্থানীয় সংবাদমাধ্যমের তরফে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে ৷ সেই খবর অনুযায়ী, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, বন্দুকবাজ প্রাক্তন পুলিশ কর্মী ৷ এই থাইল্যান্ডের সেন্ট্রাল ইনভেস্টিগেশন পুলিশের (Thailand CIP) তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ওই বন্দুকবাজের নাম পান্যা খামরাব ৷ বয়স 34 ৷ 2021 সালে তাঁকে পুলিশ থেকে বহিষ্কার করা হয় ৷ ড্রাগ টেস্টে অকৃতকার্য হওয়ায় তাঁর চাকরি চলে যায় ৷

থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি ৷ ঘটনার পরই তিনি সেখান থেকে পালিয়ে যান ৷ তবে তাঁর সন্ধানে তল্লাশি চলছে ৷ কী কারণে এই ঘটনা ঘটাল ওই বন্দুকবাজ, তা জানার চেষ্টা করছে থাইল্যান্ডের পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই হয়তো গুলি চালিয়েছেন পান্যা খামরাব নামে ওই বন্দুবাজ ৷

তবে থাইল্যান্ডে এমন বন্দুকবাজের হামলা নতুন নয় ৷ এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছিল ৷ 2020 সালের 9 ফেব্রুয়ারি এমনই একটি ঘটনা ঘটে থাইল্য়ান্ডের একটি শপিং মলে ৷ সেই সময় এক জওয়ানের গুলি চালানোর ঘটনায় 21 জনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে ছিলেন এক নিরাপত্তাকর্মী । জখম হন আরও দুই নিরাপত্তাকর্মী । হামলাকারী জওয়ানের নাম জাকরাপন্থ থোম্মা । তিনি নাখন রচেসিমার কাছে একটি সেনা শিবিরে কাজ করতেন বলে থাইল্যান্ড সংবাদমাধ্যম সূত্রে খবর ৷

আরও পড়ুন : থাইল্যান্ডের শপিং মলে হামলা, গুলিতে মৃত 21

থাইল্যান্ড, 6 অক্টোবর : থাইল্যান্ডে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টারে চলল এলোপাথাড়ি গুলি (Mass Shooting at Children Day Care Centre) ৷ ঘটনায় এখনও পর্যন্ত 34 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ নিহতের মধ্যে 22টি শিশু রয়েছে ৷ থাইল্যান্ডের উত্তর দিকে নং বুয়া লাম্ফু প্রভিন্সের না ক্লাং জেলায় ঘটনাটি ঘটেছে (Mass Shooting at Thailand) ৷

স্থানীয় সংবাদমাধ্যমের তরফে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে ৷ সেই খবর অনুযায়ী, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, বন্দুকবাজ প্রাক্তন পুলিশ কর্মী ৷ এই থাইল্যান্ডের সেন্ট্রাল ইনভেস্টিগেশন পুলিশের (Thailand CIP) তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ওই বন্দুকবাজের নাম পান্যা খামরাব ৷ বয়স 34 ৷ 2021 সালে তাঁকে পুলিশ থেকে বহিষ্কার করা হয় ৷ ড্রাগ টেস্টে অকৃতকার্য হওয়ায় তাঁর চাকরি চলে যায় ৷

থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি ৷ ঘটনার পরই তিনি সেখান থেকে পালিয়ে যান ৷ তবে তাঁর সন্ধানে তল্লাশি চলছে ৷ কী কারণে এই ঘটনা ঘটাল ওই বন্দুকবাজ, তা জানার চেষ্টা করছে থাইল্যান্ডের পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই হয়তো গুলি চালিয়েছেন পান্যা খামরাব নামে ওই বন্দুবাজ ৷

তবে থাইল্যান্ডে এমন বন্দুকবাজের হামলা নতুন নয় ৷ এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছিল ৷ 2020 সালের 9 ফেব্রুয়ারি এমনই একটি ঘটনা ঘটে থাইল্য়ান্ডের একটি শপিং মলে ৷ সেই সময় এক জওয়ানের গুলি চালানোর ঘটনায় 21 জনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে ছিলেন এক নিরাপত্তাকর্মী । জখম হন আরও দুই নিরাপত্তাকর্মী । হামলাকারী জওয়ানের নাম জাকরাপন্থ থোম্মা । তিনি নাখন রচেসিমার কাছে একটি সেনা শিবিরে কাজ করতেন বলে থাইল্যান্ড সংবাদমাধ্যম সূত্রে খবর ৷

আরও পড়ুন : থাইল্যান্ডের শপিং মলে হামলা, গুলিতে মৃত 21

Last Updated : Oct 6, 2022, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.