নয়াদিল্লি/জেরুজালেম, 14 অক্টোবর: অপারেশন অজয়ের অধীনে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের নিয়ে দেশে ফিরল দ্বিতীয় বিমান ৷ শনিবার সকালে দুই শিশু-সহ 235 নাগরিককে নিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামল উড়ানটি ৷ বিমানবন্দরে ইজরায়েল থেকে ফেরা যাত্রীদের স্বাগত জানাতে হাজির ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ৷
যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছে কয়েক হাজার ভারতীয় নাগরিক ৷ এই নিয়ে এখনও পর্যন্ত দু'দফায় 447 ভারতীয়কে দেশে ফেরানো হল ৷ 'অপারেশন অজয়' নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ এক্সে একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লেখেন, "শুক্রবার 235 জন ভারতীয় নাগরিককে নিয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলের রাজধানী তেল আবিব থেকে দ্বিতীয় বিমানটি যাত্রা করেছিল । আজ সকালে উড়ানটি দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে ।"
-
#OperationAjay
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Flight #2 carrying 235 Indian nationals takes off from Tel Aviv. pic.twitter.com/avrMHAJrT4
">#OperationAjay
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 13, 2023
Flight #2 carrying 235 Indian nationals takes off from Tel Aviv. pic.twitter.com/avrMHAJrT4#OperationAjay
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 13, 2023
Flight #2 carrying 235 Indian nationals takes off from Tel Aviv. pic.twitter.com/avrMHAJrT4
প্রথম দফায় পালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষের মধ্যে 212 ভারতীয়কে 'অপারেশন অজয়'-এর অধীনে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার । 7 অক্টোবর গাজা থেকে হামাস জঙ্গিরা ইজরায়েলের শহরগুলিতে হামলা চালায় ৷ এরপরেই ইজরায়েল আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার 'অপারেশন অজয়' চালু করা হয় ।
-
The second flight of #OperationAjay carrying 235 Indian nationals has departed from Tel Aviv to Delhi 🛫🌍. @indemtel wishes everyone on board a safe journey. 🇮🇳@MEAIndia pic.twitter.com/8cpoCls03I
— India in Israel (@indemtel) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The second flight of #OperationAjay carrying 235 Indian nationals has departed from Tel Aviv to Delhi 🛫🌍. @indemtel wishes everyone on board a safe journey. 🇮🇳@MEAIndia pic.twitter.com/8cpoCls03I
— India in Israel (@indemtel) October 13, 2023The second flight of #OperationAjay carrying 235 Indian nationals has departed from Tel Aviv to Delhi 🛫🌍. @indemtel wishes everyone on board a safe journey. 🇮🇳@MEAIndia pic.twitter.com/8cpoCls03I
— India in Israel (@indemtel) October 13, 2023
আরও পড়ুন: ইজরায়েল থেকে নয়াদিল্লিতে নামল বিমান, দেশে ফিরে মোদিকে ধন্যবাদ ভারতীয়দের
এদিকে ইজরায়েলে ভারতীয় দূতাবাস এক্সে লিখেছিল, "235 ভারতীয় নাগরিককে নিয়ে অপারেশন অজয়ের অধীনে দ্বিতীয় উড়ানটি তেল আবিব থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে । দ্বিতীয় বিমানটি স্থানীয় সময় রাত 11.02 মিনিটে যাত্রা শুরু করে । ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কাজ আগামিকালও অব্যাহত থাকবে । " ভারতীয় দূতাবাস জানিয়েছে যে পরবর্তী বিমানে যেসব ভারতীয় নাগরিকদের ফেরানো হবে তাদের ই-মেল করা হয়েছে । আটকে পড়া যাত্রীদের একে একে দেশে ফেরানো হবে ৷ তবে দেশে ফিরতে হলে তাদের ভারতীয়দের মিশনের ডাটাবেসে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ ভারতীয়দের দেশে ফেরার খরচ বহন করছে নরেন্দ্র মোদি সরকার।