ওয়াশিংটন, 4 ফেব্রুয়ারি: হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চিনের গুপ্তচর বেলুন। তেমনটাই মনে করছে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রক ৷ মার্কিন মুলুকের পর লাতিন আমেরিকার আকাশে দেখা মিলল সন্দেহভাজন বেলুনের ৷ আর সেটিও চিন থেকে গুপ্তচরবৃত্তির জন্য পাঠানো হয়েছে বলে মনে করছে মার্কিন প্রশাসন ৷ শুক্রবার গভীর রাতে মার্কিন প্রতিরক্ষা দফতরের হেডকোয়ার্টার পেন্টাগন থেকে এমনটাই জানানো হয়েছে ৷ মুখপাত্র প্যাট রাইডার বলেন, "লাতিন আমেরিকার আকাশে একটি বেলুন উড়ছে ৷ আমরা এই রিপোর্ট পেয়েছি ৷ এটি চিনের আরেকটি বেলুন, যা নজরদারি চালাচ্ছে এবং গুপ্তচরের কাজ করছে বলে আমরা মনে করছি ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে চিন।
বৃহস্পতিবার মার্কিন আকাশে একটি বেলুনকে ভেসে থাকতে দেখা যায় ৷ আমেরিকার গোপনীয়, সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে চিন ওই বেলুনটি পাঠিয়েছে বলে অভিযোগ করে পেন্টাগন ৷ সোশ্যাল মিডিয়ায় বেলুনটির ছবি ছড়িয়ে পড়ে ৷ প্রথমে এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের মনটানার উপরে ছিল ৷ মার্কিন প্রতিরক্ষা সূত্র অনুযায়ী, সেখানে মালমস্ট্রম এয়ার ফোর্স বেস রয়েছে এবং তিনটি নিউক্লিয়ার মিসাইল ক্ষেত্র আছে ৷ পরে 60 হাজার ফুট (18 হাজার 300 মিটার) উচ্চতায় থাকা বেলুনটিকে দক্ষিণপূর্ব দিকে কানসাস এবং মিসৌরির দিকে যেতে দেখা যায় ৷
আরও পড়ুন: আমেরিকায় আকাশসীমায় উড়ছে চিনা গুপ্তচর বেলুন !
মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের বেজিংয়ে যাওয়ার কথা ছিল ৷ এই পরিস্থিতিতে তিনি এই সফরকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এবং তা বাতিল করেছেন ৷ ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, মার্কিন সরকার বেশ কিছুদিন ধরে ওই বেলুনটির গতিবিধিতে নজর রাখছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর আকাশে ছিল সেটি এবং সংবেদনশীল জায়গাগুলির উপর দিয়ে ঘুরছিল ৷ বাণিজ্যিক বিমান যে উচ্চতায় ওড়ে, তার থেকে বেশি উচ্চতায় ঘুরছে ওই সন্দেহভাজন বেলুন ৷ যদিও বেলুনটির গতিবিধিতে মাটিতে থাকা মানুষের উপর সামরিক অথবা শারীরিক দিক দিয়ে ক্ষতিকর বলে মনে হয়নি ৷