ETV Bharat / international

Israel-Hamas Conflict: যুদ্ধে ইজরায়েলে বাস্তুচ্যুত 2 লক্ষ 50 হাজার নাগরিক, চলছে দেহ শনাক্তকরণ - ইজরায়েলে যুদ্ধ

7 অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলে বাস্তুচ্যুত প্রায় 2 লক্ষ 50 হাজার মানুষ ৷ অনাথ শিশুদের দেখভাল করছে সেনা ৷ এমনটাই দাবি এক ইজরায়েলি সেনা আধিকারিকের ৷

Israel Hamas war
ইজরায়েলি বাস্তুচ্যুত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 12:54 PM IST

তেল আভিভ, 1 নভেম্বর: যুদ্ধের কারণে এখনও পর্যন্ত ইজরায়েলে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 2 লক্ষ 50 হাজার ৷ মৃত্যু হয়েছে হাজারের উপরে নাগরিকের ৷ অনাথ হয়েছে বহু শিশু ৷ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের যত্ন নিতে স্থানীয় কাউন্সিলের সঙ্গে কাজ করছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ পাশাপাশি 29টি আঞ্চলিক কাউন্সিল জুড়ে অনাথ হয়ে যাওয়া শিশুদের দেখভাল করছে সেনা ৷ এমনটাই জানিয়েছেন এক ইজরায়েলি সেনা আধিকারিক ।

ওই আধিকারিক বলেন, "7 অক্টোবর হামাসের হামলার শিকার কয়েকজনকে শনাক্ত করতে দুই সপ্তাহেরও বেশি সময় লেগেছে, যার মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ যাকে কিবুতজ কাফার আজায় পুড়িয়ে মারা হয়েছে ৷ তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ এমনকী মহিলার স্বামীকে হত্যা করা হয়েছে । "কাফার আজা ছিল একটি থাকার জায়গা ৷ সেখানে কেউ দরজায় তালা দিয়ে রাখত না এবং যেখান সেখানে সাইকেল পড়ে থাকত ।

আধিকারিকের কথায়, তিন দিন আগে কাফার আজায় আমরা একটি বাড়ি পরীক্ষা করছিলাম, যেটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ওই ঘটনায় স্বামীকে মৃত ঘোষণা করা হয় এবং তার স্ত্রীকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে । আমরা কয়েকবার বাড়িটি তল্লাশি করেছি ৷ তবে সেখানে কিছুই পাওয়া যায়নি । এরপর একদল প্রত্নতাত্ত্বিককে বাড়িতে আনা হয় । রিইনফোর্সড রুমে একটি কাঠের কেবিনের পাশে ছাইয়ের স্তূপ ছিল ৷ কেউ তাতে মনোযোগ দেয়নি । কিন্তু আরও পরিদর্শন করার পরে ছাইয়ের মধ্যে একটি চোয়াল পাওয়া যায় । এটি ওই মহিলার ছিল । তারপর হামলার দুই সপ্তাহেরও বেশি সময় পরে স্ত্রীকেও মৃত ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: 3200-এর বেশি শিশুর মৃত্যু, সময়ের আগেই গাজায় 2023-24 শিক্ষাবর্ষের সমাপ্তি

তিনি জানান, দক্ষিণে অস্থায়ী কবর তৈরি করা হয়েছে । ইজরায়েলি নাগরিকদের উপর যে পরিমাণ হামলা হয়েছে তা কল্পনার বাইরে ৷ শায়ার হানেগেভ আঞ্চলিক কাউন্সিলের নাগরিকরা এখন ইজরায়েলের আশেপাশে 29টি আঞ্চলিক কাউন্সিলে বিভক্ত । সেখানে অনাথদের যত্ন নেওয়া হচ্ছে ৷ যারা যুদ্ধে বাবা-মা উভয়কেই হারিয়েছে । তাদের সারা দেশের বিভিন্ন স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

তেল আভিভ, 1 নভেম্বর: যুদ্ধের কারণে এখনও পর্যন্ত ইজরায়েলে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 2 লক্ষ 50 হাজার ৷ মৃত্যু হয়েছে হাজারের উপরে নাগরিকের ৷ অনাথ হয়েছে বহু শিশু ৷ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের যত্ন নিতে স্থানীয় কাউন্সিলের সঙ্গে কাজ করছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ পাশাপাশি 29টি আঞ্চলিক কাউন্সিল জুড়ে অনাথ হয়ে যাওয়া শিশুদের দেখভাল করছে সেনা ৷ এমনটাই জানিয়েছেন এক ইজরায়েলি সেনা আধিকারিক ।

ওই আধিকারিক বলেন, "7 অক্টোবর হামাসের হামলার শিকার কয়েকজনকে শনাক্ত করতে দুই সপ্তাহেরও বেশি সময় লেগেছে, যার মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ যাকে কিবুতজ কাফার আজায় পুড়িয়ে মারা হয়েছে ৷ তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ এমনকী মহিলার স্বামীকে হত্যা করা হয়েছে । "কাফার আজা ছিল একটি থাকার জায়গা ৷ সেখানে কেউ দরজায় তালা দিয়ে রাখত না এবং যেখান সেখানে সাইকেল পড়ে থাকত ।

আধিকারিকের কথায়, তিন দিন আগে কাফার আজায় আমরা একটি বাড়ি পরীক্ষা করছিলাম, যেটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ওই ঘটনায় স্বামীকে মৃত ঘোষণা করা হয় এবং তার স্ত্রীকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে । আমরা কয়েকবার বাড়িটি তল্লাশি করেছি ৷ তবে সেখানে কিছুই পাওয়া যায়নি । এরপর একদল প্রত্নতাত্ত্বিককে বাড়িতে আনা হয় । রিইনফোর্সড রুমে একটি কাঠের কেবিনের পাশে ছাইয়ের স্তূপ ছিল ৷ কেউ তাতে মনোযোগ দেয়নি । কিন্তু আরও পরিদর্শন করার পরে ছাইয়ের মধ্যে একটি চোয়াল পাওয়া যায় । এটি ওই মহিলার ছিল । তারপর হামলার দুই সপ্তাহেরও বেশি সময় পরে স্ত্রীকেও মৃত ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: 3200-এর বেশি শিশুর মৃত্যু, সময়ের আগেই গাজায় 2023-24 শিক্ষাবর্ষের সমাপ্তি

তিনি জানান, দক্ষিণে অস্থায়ী কবর তৈরি করা হয়েছে । ইজরায়েলি নাগরিকদের উপর যে পরিমাণ হামলা হয়েছে তা কল্পনার বাইরে ৷ শায়ার হানেগেভ আঞ্চলিক কাউন্সিলের নাগরিকরা এখন ইজরায়েলের আশেপাশে 29টি আঞ্চলিক কাউন্সিলে বিভক্ত । সেখানে অনাথদের যত্ন নেওয়া হচ্ছে ৷ যারা যুদ্ধে বাবা-মা উভয়কেই হারিয়েছে । তাদের সারা দেশের বিভিন্ন স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.