ETV Bharat / international

প্রবল তুষারঝড়ের কবলে পড়ে মৃত 12 পর্বতারোহী - ইরানে তুষারঝড়ে মৃত 12 পর্বতারোহী

তেহরানের উত্তরে অবস্থিত আলবর্জ পর্বতমালা পর্বতারোহীদের খুব পছন্দের । কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে খারাপ আবহাওয়া শুরু হয় ।

Iran
Iran
author img

By

Published : Dec 28, 2020, 3:14 PM IST

তেহরান, 28 ডিসেম্বর : ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল 12 জন পর্বতারোহীর । ইরানের রাজধানী তেহরান সংলগ্ন আলবর্জ পর্বতমালায় এই দুর্ঘটনাটি ঘটে । তুষারঝড়ের পর তিনদিন ধরে উদ্ধারকাজ চালায় রেড ক্রিসেন্ট । তাদের দাবি, এই কদিনে আটকে পড়া 14 জনকে উদ্ধার ও 12টি দেহ উদ্ধার করেছে তারা ।

তেহরানের উত্তরে অবস্থিত আলবর্জ পর্বতমালা পর্বতারোহীদের খুব পছন্দের । কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে খারাপ আবহাওয়া শুরু হয়েছে । জানা গেছে, তুষারঝড় নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল । তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে পাহাড়ে গিয়েছিল পর্বতারোহীদের দল । 25 ডিসেম্বর ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েন তাঁরা ।

তিন দিনের উদ্ধারকাজ চালানোর পর রবিবার কাজ বন্ধ করে দেয় রেড ক্রিসেন্ট । এই সময়ের মধ্যে 14 জনকে জীবিত ও 12 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে ।

তেহরান, 28 ডিসেম্বর : ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল 12 জন পর্বতারোহীর । ইরানের রাজধানী তেহরান সংলগ্ন আলবর্জ পর্বতমালায় এই দুর্ঘটনাটি ঘটে । তুষারঝড়ের পর তিনদিন ধরে উদ্ধারকাজ চালায় রেড ক্রিসেন্ট । তাদের দাবি, এই কদিনে আটকে পড়া 14 জনকে উদ্ধার ও 12টি দেহ উদ্ধার করেছে তারা ।

তেহরানের উত্তরে অবস্থিত আলবর্জ পর্বতমালা পর্বতারোহীদের খুব পছন্দের । কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে খারাপ আবহাওয়া শুরু হয়েছে । জানা গেছে, তুষারঝড় নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল । তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে পাহাড়ে গিয়েছিল পর্বতারোহীদের দল । 25 ডিসেম্বর ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েন তাঁরা ।

তিন দিনের উদ্ধারকাজ চালানোর পর রবিবার কাজ বন্ধ করে দেয় রেড ক্রিসেন্ট । এই সময়ের মধ্যে 14 জনকে জীবিত ও 12 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.