ETV Bharat / international

Skydiver Woman Dies: বিমান থেকে ঝাঁপ! রেকর্ড গড়ার পরই প্রয়াত 104 বছরের বৃদ্ধা স্কাইডাইভার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 8:51 AM IST

Updated : Oct 11, 2023, 10:16 AM IST

বয়স একটা সংখ্যা মাত্র! ইচ্ছেশক্তিই আসল। তা প্রমাণ করেছিলেন আমেরিকার শিকাগোর বাসিন্দা ৷ 104 বছরের 'তরুণী' ডরোথি। 13 হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিয়েছিলেন তিনি। সবচেয়ে বেশি বয়সি স্কাইডাইভার হিসেবে রেকর্ড ছুঁয়ে নাম তুলেছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ৷ তবে এত আনন্দের মাঝে এল খারাপ খবর ৷ সোমবার প্রয়াত হন তিনি ৷

সৌঃ এনকোয়ারার (Inquirer) এক্স
Skydives Woman Dies

শিকাগো, 11 অক্টোবর: বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র। এই প্রবাদ যে সত্যি করে গত 1 অক্টোবর প্রমাণ করেছিলেন 104 বছর বয়সি 'তরুণী'! শিকাগোর ডরোথি হফনার সকলকে স্তম্ভিত করে একটি বিমান থেকে আকাশে ঝাঁপ দেন স্কাইডাইভিং করবেন বলে। 13 হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিয়েছিলেন তিনি। মাটিতে অবতরণের সময় তৃপ্তির হাসির ভিডিয়ো দেখা যায় শতায়ু বৃদ্ধার মুখে, যা ভাইরাল সোশাল মিডিয়ায়। সবচেয়ে বেশি বয়সি স্কাইডাইভার হিসেবে রেকর্ডও করেন তিনি। নামও তোলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ৷ কিন্তু এরপরই এল তাঁর মৃত্যুর খবর ৷ গত পরশু সোমবার তিনি প্রয়াত হন ৷ স্কাইডাইভ শিকাগো এবং প্যারাসুট অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুর খবর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে।

হফনারের ঘনিষ্ঠ বন্ধু জো কন্যান্ট এ নিয়ে বলেন, "সোমবার সকালে ব্রুকডেল লেক ভিউ সিনিয়র লিভিং কমিউনিটির কর্মীরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। হফনার রবিবার রাতে ঘুমোতে যান ৷ আর তার মধ্যেই মারা যান।" কন্যান্ট পেশায় একজন নার্স ৷ তিনি হফনারের সঙ্গে দেখাও করেছিলেন মারা যাওয়ার দিন ৷ কন্যান্ট, হফনারকে মাঝে মাঝে ঠাকুমা বলেও ডাকতেন ৷ কন্যান্ট আরও বলেন, তাঁর আশ্চর্যজনক এক শক্তি ছিল ৷ তিনি মানসিকভাবেও তীক্ষ্ণ ছিলেন।"

  • Dorothy Hoffner, a 104-year-old Chicago woman whose recent skydive could see her certified by Guinness World Records as the oldest person to ever jump from a plane, has died. https://t.co/uRYygz0T37

    — The Associated Press (@AP) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 1 অক্টোবর কী হয়েছিল?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছিল, কীভাবে মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন ডরোথি। 13 হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিয়েছিলেন 'দ্য ব্রেভ গার্ল'। সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। গোটা প্রক্রিয়ায় তাঁকে কখনই ভীত বা সন্ত্রস্ত মনে হয়নি। ওই ভিডিয়োটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। মাটিতে নেমে আসার পর স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন ডরোথিকে দেখে। মাটিতে অবতরণের সময় তৃপ্তির হাসির ভিডিয়ো দেখা যায় শতায়ু বৃদ্ধার মুখে, যা ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে ডরোথির এমন অভিজ্ঞতা প্রথমবার নয়, এর আগেও তিনি প্লেন থেকে ঝাঁপ দিয়েছিলেন ৷ তখন তাঁর বয়স ছিল 100।

  • কেমন ছিল অভিজ্ঞতা?

ডরোথিকে জিজ্ঞাসা করা হলে তিনি সেদিন বলেন, "অসাধারণ সুন্দর! ভীষণ মজার! প্যারাসুটে নেমে আসার সময়টা যে কী অপার্থিব শান্তির! বিস্তীর্ণ একটি অঞ্চল চোখের সামনে! এত সুন্দর যে ভাবাই যায় না!" স্কাইডাইভ শিকাগোর ওই ভিডিয়োর শেয়ারের পর ক্যাপ্টেন বলেন, "আমাদের 104 বছর বয়সি বন্ধু ডরোথি হফনারকে স্কাইডাইভের দুনিয়ার সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হতে সাহায্য করার অনুভূতি একটু দারুণ বিষয়! বয়স যে একটি সংখ্যা মাত্র এবং জীবনের অপার সৌন্দর্য যে কেবল একটি লাফ দেওয়ার দূরত্বে দাঁড়িয়ে আছে, ডরোথি নতুন করে তা মনে করিয়ে দিলেন।"

কন্যান্টের কথায়, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হফনারকে যেন মরণোত্তর বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসাবে শংসাপত্র দেয় ৷ আর তা নিশ্চিত করার জন্য তিনি ইতিমধ্যেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন ৷ তবে তাতে কিছুটা সময় লাগবে বলেই তিনি আশা করছেন ৷" তবে এর আগে এই রেকর্ডটি 2022 সালের মে মাসে সুইডেনের 103 বছর বয়সি লিনিয়া ইঙ্গেগার্ড লারসন গড়েছিলেন। কন্যান্টের আরও জানান, হফনার কোনও রেকর্ড ভাঙার জন্য স্কাইডাইভ করেননি। হফনার বলেছিলেন যে, তিনি যখন প্রথম ঝাঁপ দেন আর তা এতটাই উপভোগ করেছিলেন যে তিনি ফের এমনটা করতে চান।"

স্কাইডাইভ শিকাগো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশন মঙ্গলবার হফনারকে নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ৷ তাতে তারা উল্লেখ করেছেন, "আমরা ডরোথির মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর বিশ্বরেকর্ড স্কাইডাইভকে বাস্তবে পরিণত করার একটি অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি ৷"

আরও পড়ুন: 171 কেজির রুটি বানিয়ে গিনেস বুকে নাম তোলার অপেক্ষায় রাজস্থান, দেখুন তৈরির ভিডিয়ো

শিকাগো, 11 অক্টোবর: বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র। এই প্রবাদ যে সত্যি করে গত 1 অক্টোবর প্রমাণ করেছিলেন 104 বছর বয়সি 'তরুণী'! শিকাগোর ডরোথি হফনার সকলকে স্তম্ভিত করে একটি বিমান থেকে আকাশে ঝাঁপ দেন স্কাইডাইভিং করবেন বলে। 13 হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিয়েছিলেন তিনি। মাটিতে অবতরণের সময় তৃপ্তির হাসির ভিডিয়ো দেখা যায় শতায়ু বৃদ্ধার মুখে, যা ভাইরাল সোশাল মিডিয়ায়। সবচেয়ে বেশি বয়সি স্কাইডাইভার হিসেবে রেকর্ডও করেন তিনি। নামও তোলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ৷ কিন্তু এরপরই এল তাঁর মৃত্যুর খবর ৷ গত পরশু সোমবার তিনি প্রয়াত হন ৷ স্কাইডাইভ শিকাগো এবং প্যারাসুট অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুর খবর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে।

হফনারের ঘনিষ্ঠ বন্ধু জো কন্যান্ট এ নিয়ে বলেন, "সোমবার সকালে ব্রুকডেল লেক ভিউ সিনিয়র লিভিং কমিউনিটির কর্মীরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। হফনার রবিবার রাতে ঘুমোতে যান ৷ আর তার মধ্যেই মারা যান।" কন্যান্ট পেশায় একজন নার্স ৷ তিনি হফনারের সঙ্গে দেখাও করেছিলেন মারা যাওয়ার দিন ৷ কন্যান্ট, হফনারকে মাঝে মাঝে ঠাকুমা বলেও ডাকতেন ৷ কন্যান্ট আরও বলেন, তাঁর আশ্চর্যজনক এক শক্তি ছিল ৷ তিনি মানসিকভাবেও তীক্ষ্ণ ছিলেন।"

  • Dorothy Hoffner, a 104-year-old Chicago woman whose recent skydive could see her certified by Guinness World Records as the oldest person to ever jump from a plane, has died. https://t.co/uRYygz0T37

    — The Associated Press (@AP) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 1 অক্টোবর কী হয়েছিল?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছিল, কীভাবে মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন ডরোথি। 13 হাজার ফুট উচ্চতায় বিমান থেকে আকাশে ঝাঁপ দিয়েছিলেন 'দ্য ব্রেভ গার্ল'। সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। গোটা প্রক্রিয়ায় তাঁকে কখনই ভীত বা সন্ত্রস্ত মনে হয়নি। ওই ভিডিয়োটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। মাটিতে নেমে আসার পর স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন ডরোথিকে দেখে। মাটিতে অবতরণের সময় তৃপ্তির হাসির ভিডিয়ো দেখা যায় শতায়ু বৃদ্ধার মুখে, যা ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে ডরোথির এমন অভিজ্ঞতা প্রথমবার নয়, এর আগেও তিনি প্লেন থেকে ঝাঁপ দিয়েছিলেন ৷ তখন তাঁর বয়স ছিল 100।

  • কেমন ছিল অভিজ্ঞতা?

ডরোথিকে জিজ্ঞাসা করা হলে তিনি সেদিন বলেন, "অসাধারণ সুন্দর! ভীষণ মজার! প্যারাসুটে নেমে আসার সময়টা যে কী অপার্থিব শান্তির! বিস্তীর্ণ একটি অঞ্চল চোখের সামনে! এত সুন্দর যে ভাবাই যায় না!" স্কাইডাইভ শিকাগোর ওই ভিডিয়োর শেয়ারের পর ক্যাপ্টেন বলেন, "আমাদের 104 বছর বয়সি বন্ধু ডরোথি হফনারকে স্কাইডাইভের দুনিয়ার সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হতে সাহায্য করার অনুভূতি একটু দারুণ বিষয়! বয়স যে একটি সংখ্যা মাত্র এবং জীবনের অপার সৌন্দর্য যে কেবল একটি লাফ দেওয়ার দূরত্বে দাঁড়িয়ে আছে, ডরোথি নতুন করে তা মনে করিয়ে দিলেন।"

কন্যান্টের কথায়, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হফনারকে যেন মরণোত্তর বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসাবে শংসাপত্র দেয় ৷ আর তা নিশ্চিত করার জন্য তিনি ইতিমধ্যেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন ৷ তবে তাতে কিছুটা সময় লাগবে বলেই তিনি আশা করছেন ৷" তবে এর আগে এই রেকর্ডটি 2022 সালের মে মাসে সুইডেনের 103 বছর বয়সি লিনিয়া ইঙ্গেগার্ড লারসন গড়েছিলেন। কন্যান্টের আরও জানান, হফনার কোনও রেকর্ড ভাঙার জন্য স্কাইডাইভ করেননি। হফনার বলেছিলেন যে, তিনি যখন প্রথম ঝাঁপ দেন আর তা এতটাই উপভোগ করেছিলেন যে তিনি ফের এমনটা করতে চান।"

স্কাইডাইভ শিকাগো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশন মঙ্গলবার হফনারকে নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ৷ তাতে তারা উল্লেখ করেছেন, "আমরা ডরোথির মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর বিশ্বরেকর্ড স্কাইডাইভকে বাস্তবে পরিণত করার একটি অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি ৷"

আরও পড়ুন: 171 কেজির রুটি বানিয়ে গিনেস বুকে নাম তোলার অপেক্ষায় রাজস্থান, দেখুন তৈরির ভিডিয়ো

Last Updated : Oct 11, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.