ETV Bharat / international

10 Suspect Detained: গুরপতবন্ত পান্নুর হুমকির পর টরন্টো বিমানবন্দরে আটক 10 - টরন্টো বিমানবন্দরে আটক 10

10 Suspect Detained in Toronto Airport: নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত পান্নু এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছেন ৷ তাঁর হুমকির পরই কানাডার টরন্টো বিমানবন্দরে 10 জনকে আটক করা হয়েছে ৷ এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

10 Suspect Detained
10 Suspect Detained
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 5:06 PM IST

চণ্ডীগড়, 11 নভেম্বর: গুরপতবন্ত পান্নুর হুমকির পর কানাডার টরন্টো বিমানবন্দরে 10 সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত পান্নু এয়ার ইন্ডিয়ার বিমানে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ৷ আর ওই দশজন টরন্টো বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন বলেই হাজির হয়েছিলেন ৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত পান্নু, প্রায়ই বিদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন ৷ হামলার হুমকি দেন ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভারত-বিরোধী ভিডিয়ো পোস্ট করেছেন । এই পোস্টের মাধ্যমে তিনি ভারত ও অন্যান্য দেশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলিকে টার্গেট করার হুমকি দিয়েছেন । এই হুমকির পর ভারত ও কানাডার নিরাপত্তা এজেন্সিগুলো পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছে ।

গুরপতবন্ত পান্নুর হুমকির পর টরন্টো বিমানবন্দরে 10 সন্দেহভাজন ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা আটক করেন এবং তাঁদের ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয় । এরপর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান কর্মকর্তারা । এখনও এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ তবে তাঁরা যে কানাডা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন, সেই খবর পাওয়া গিয়েছে ৷

পান্নুর ভিডিয়োতে জানানো হয়েছে যে আগামী 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানগুলিকে আক্রমণ করা হবে ৷ আর আকাশে উড়তে দেওয়া হবে না । এছাড়া পান্নু আগামী 19 নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরেও আক্রমণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ তাঁর অভিযোগ, ভারতে শিখদের উপর অত্যাচার করা হয় ৷ সেই কারণে আগামী 19 নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দিনটিকেই এই হামলার জন্য বেছে নেওয়া হয়েছে ৷

চণ্ডীগড়, 11 নভেম্বর: গুরপতবন্ত পান্নুর হুমকির পর কানাডার টরন্টো বিমানবন্দরে 10 সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত পান্নু এয়ার ইন্ডিয়ার বিমানে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ৷ আর ওই দশজন টরন্টো বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন বলেই হাজির হয়েছিলেন ৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত পান্নু, প্রায়ই বিদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন ৷ হামলার হুমকি দেন ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভারত-বিরোধী ভিডিয়ো পোস্ট করেছেন । এই পোস্টের মাধ্যমে তিনি ভারত ও অন্যান্য দেশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলিকে টার্গেট করার হুমকি দিয়েছেন । এই হুমকির পর ভারত ও কানাডার নিরাপত্তা এজেন্সিগুলো পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছে ।

গুরপতবন্ত পান্নুর হুমকির পর টরন্টো বিমানবন্দরে 10 সন্দেহভাজন ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা আটক করেন এবং তাঁদের ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয় । এরপর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান কর্মকর্তারা । এখনও এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ তবে তাঁরা যে কানাডা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন, সেই খবর পাওয়া গিয়েছে ৷

পান্নুর ভিডিয়োতে জানানো হয়েছে যে আগামী 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানগুলিকে আক্রমণ করা হবে ৷ আর আকাশে উড়তে দেওয়া হবে না । এছাড়া পান্নু আগামী 19 নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরেও আক্রমণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ তাঁর অভিযোগ, ভারতে শিখদের উপর অত্যাচার করা হয় ৷ সেই কারণে আগামী 19 নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দিনটিকেই এই হামলার জন্য বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন

ভারতের সঙ্গে সম্পর্কের সুদিন ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী কানাডার বিদেশমন্ত্রী

হামাসের কায়দায় ভারতে হামলা! হুমকিবার্তা খালিস্তানপন্থী নেতা পান্নুনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.