ETV Bharat / international

Blast in Pakistan: পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, মৃত কমপক্ষে 40

Many Died in a Blast in Khyber Pakhtunkhwa Province: সমাবেশ উপলক্ষ্যে জনসমাগম হয়েছিল চোখে পড়ার মতো ৷ সেখানেই বিস্ফোরণটি ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে কমপক্ষে 40 জন নিহত হয়েছেন ৷ আহত অন্তত 150 জন ৷

author img

By

Published : Jul 30, 2023, 7:17 PM IST

Updated : Jul 30, 2023, 10:37 PM IST

10 killed in blast in Pakistan
বিস্ফোরণে মৃত কমপক্ষে 10

পেশোয়ার, 30 জুলাই: রাজনৈতিক সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত অন্তত 40 জন ৷ রবিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ইসলামিক রাজনৈতিক দলের সভায় এই বিস্ফোরণ হয় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা ৷ বিস্ফোরণে আহত কমপক্ষে 150 জন ৷

এদিন এই সমাবেশ উপলক্ষ্যে জনসমাগম হয়েছিল চোখে পড়ার মতো ৷ সেখানেই বিস্ফোরণটি ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে কমপক্ষে 35 জন নিহত হয়েছেন ৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাজাউরের খারে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) কর্মী সম্মেলনে বিস্ফোরণটি ঘটে ৷ পুলিশ এই মুহূর্তে এলাকাটি ঘিরে রেখেছে। প্রায় 1 হাজার 122 জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ পাঁচটি অ্যাম্বুলেন্সে করে আহতদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: উইসকনসিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় মৃত 4, জখম 2

এর আগে চলতি মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিম দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী এক অস্থির জেলায় দু'টি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন জন পুলিশ কর্মী নিহত এবং 10 জন আহত হয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবারের পুলিশ জানিয়েছিল, হামলাকারীরা একটি সরকারি কম্পাউন্ড লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালায় ৷ যেখানে জেলা পুলিশের সদর দফতর রয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছিলেন, যে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাদের শরীরে বাঁধা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায় ৷ নিরাপত্তা বাহিনী তাদের পুলিশ সদর দফতরের প্রধান প্রবেশদ্বারের কাছে বাধা দেওয়ায় এই বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসবাদীরা।

তিনি আরও বলেন, বিস্ফোরণে একটি গেট এবং কম্পাউন্ডের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওই কর্মকর্তা। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন ৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ ৷

পেশোয়ার, 30 জুলাই: রাজনৈতিক সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত অন্তত 40 জন ৷ রবিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ইসলামিক রাজনৈতিক দলের সভায় এই বিস্ফোরণ হয় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা ৷ বিস্ফোরণে আহত কমপক্ষে 150 জন ৷

এদিন এই সমাবেশ উপলক্ষ্যে জনসমাগম হয়েছিল চোখে পড়ার মতো ৷ সেখানেই বিস্ফোরণটি ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে কমপক্ষে 35 জন নিহত হয়েছেন ৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাজাউরের খারে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) কর্মী সম্মেলনে বিস্ফোরণটি ঘটে ৷ পুলিশ এই মুহূর্তে এলাকাটি ঘিরে রেখেছে। প্রায় 1 হাজার 122 জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ পাঁচটি অ্যাম্বুলেন্সে করে আহতদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: উইসকনসিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় মৃত 4, জখম 2

এর আগে চলতি মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিম দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী এক অস্থির জেলায় দু'টি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন জন পুলিশ কর্মী নিহত এবং 10 জন আহত হয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবারের পুলিশ জানিয়েছিল, হামলাকারীরা একটি সরকারি কম্পাউন্ড লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালায় ৷ যেখানে জেলা পুলিশের সদর দফতর রয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছিলেন, যে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাদের শরীরে বাঁধা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায় ৷ নিরাপত্তা বাহিনী তাদের পুলিশ সদর দফতরের প্রধান প্রবেশদ্বারের কাছে বাধা দেওয়ায় এই বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসবাদীরা।

তিনি আরও বলেন, বিস্ফোরণে একটি গেট এবং কম্পাউন্ডের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওই কর্মকর্তা। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন ৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ ৷

Last Updated : Jul 30, 2023, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.