ETV Bharat / international

ইরাকে ফের অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে রকেট হানা, ক্ষোভপ্রকাশ পম্পেওর

ইরান-অ্যামেরিকা সংঘাত চরমে ৷ ফের রকেট হামলা ৷

ইরাকে ফের অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে রকেট হানা, ক্ষোভপ্রকাশ পম্পেওর
ইরাকে ফের অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে রকেট হানা, ক্ষোভপ্রকাশ পম্পেওর
author img

By

Published : Jan 13, 2020, 8:39 AM IST

ওয়াশিংটন, 13 জানুয়ারি : ইরাকে অ্যামেরিকার সেনাঘাঁটি হামলায় ক্ষোভপ্রকাশ করলেন অ্যামেরিকার স্টেট সচিব মাইক পম্পেও ৷ ইরাকে অ্যামেরিকার বাহিনীর হাতে থাকা বিমান ঘাঁটি লক্ষ করে ফের রকেট হামলা হয় । এই প্রসঙ্গে পম্পেও বলেন, ইরাকের বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালানো হয়েছে ৷

ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য চেয়ে তিনি ইরাকের প্রশাসনের কাছে দোষীদের দ্রুত আটক করার দাবি জানান ৷ একটানা হিংসা চলছে, এটা ইরাকের সরকারের পক্ষেও মঙ্গলজনক নয় বলেই উল্লেখ করেন পম্পেও ৷

রবিবার বাগদাদের উত্তরে আল বালাদ বিমান ঘাঁটি লক্ষ করে হামলা চালানো হয় । ঘটনায় চার ইরাকি সেনা জখম হয়েছেন । সেনা সূত্রে খবর, গত দু'সপ্তাহ ধরে অ্যামেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরেই এই ঘটনা ৷ গত কয়েকমাসে বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ৷

ওয়াশিংটন, 13 জানুয়ারি : ইরাকে অ্যামেরিকার সেনাঘাঁটি হামলায় ক্ষোভপ্রকাশ করলেন অ্যামেরিকার স্টেট সচিব মাইক পম্পেও ৷ ইরাকে অ্যামেরিকার বাহিনীর হাতে থাকা বিমান ঘাঁটি লক্ষ করে ফের রকেট হামলা হয় । এই প্রসঙ্গে পম্পেও বলেন, ইরাকের বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালানো হয়েছে ৷

ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য চেয়ে তিনি ইরাকের প্রশাসনের কাছে দোষীদের দ্রুত আটক করার দাবি জানান ৷ একটানা হিংসা চলছে, এটা ইরাকের সরকারের পক্ষেও মঙ্গলজনক নয় বলেই উল্লেখ করেন পম্পেও ৷

রবিবার বাগদাদের উত্তরে আল বালাদ বিমান ঘাঁটি লক্ষ করে হামলা চালানো হয় । ঘটনায় চার ইরাকি সেনা জখম হয়েছেন । সেনা সূত্রে খবর, গত দু'সপ্তাহ ধরে অ্যামেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরেই এই ঘটনা ৷ গত কয়েকমাসে বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ৷

Kolkata, Jan 13 (ANI): Chinese Ambassador to India, Sun Weidong said that China-India relations have been moving forward despite ups and downs. "This year marks the 70th anniversary of China-India diplomatic relations. Over the past 7 decades, China-India relations have been moving forward despite ups and downs, rain or sunshine," said Chinese Ambassador to India. "In recent years, under the guidance of the leaders of the two countries, China-India relations have entered a new stage of sound development. President Xi Jinping and Prime Minister Narendra Modi held two informal summits to co-write the chapter of dragon and elephant dancing together," he further added. He made these statements in an event named Chinese New Year Reception in Kolkata.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.