ওয়াশিংটন, 13 জানুয়ারি : ইরাকে অ্যামেরিকার সেনাঘাঁটি হামলায় ক্ষোভপ্রকাশ করলেন অ্যামেরিকার স্টেট সচিব মাইক পম্পেও ৷ ইরাকে অ্যামেরিকার বাহিনীর হাতে থাকা বিমান ঘাঁটি লক্ষ করে ফের রকেট হামলা হয় । এই প্রসঙ্গে পম্পেও বলেন, ইরাকের বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালানো হয়েছে ৷
ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য চেয়ে তিনি ইরাকের প্রশাসনের কাছে দোষীদের দ্রুত আটক করার দাবি জানান ৷ একটানা হিংসা চলছে, এটা ইরাকের সরকারের পক্ষেও মঙ্গলজনক নয় বলেই উল্লেখ করেন পম্পেও ৷
রবিবার বাগদাদের উত্তরে আল বালাদ বিমান ঘাঁটি লক্ষ করে হামলা চালানো হয় । ঘটনায় চার ইরাকি সেনা জখম হয়েছেন । সেনা সূত্রে খবর, গত দু'সপ্তাহ ধরে অ্যামেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরেই এই ঘটনা ৷ গত কয়েকমাসে বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ৷