দুবাই, 2 জুলাই : করোনা প্রতিরোধে বড় পদক্ষেপ করল সংযুক্ত আরব আমিরশাহী সরকার ৷ শুক্রবার ওই দেশের সরকার ঘোষণা করে যে 14টি দেশে সেখানকার নাগরিকরা যেতে পারবেন না ৷ আর ওই 14টি দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের নাম রয়েছে ৷ তবে কিছু ছাড়ও দেওয়া হয়েছে ৷ সেগুলি হল জরুরি চিকিৎসা, সরকারি কাজ এবং আগে থেকে ঠিক করা কোনও ব্যবসায়িক সফর ৷
শুক্রবার আমিরশাহীর বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রক, জাতীয় জরুরি সংকট ও বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে এই ঘোষণা করা হয় ৷ ভারত ও পাকিস্তান ছাড়া বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ায় যেতে দেশের নাগরিকদের নিষেধ করা হয় ৷
আরও পড়ুন : বাড়ছে সংক্রমণ, করোনায় রেকর্ড মৃত্যু বাংলাদেশে
এখানে উল্লেখ্য যে করোনা সংক্রান্ত সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সব দেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হল ৷ কারণ, আমিরশাহীর সরকার মনে করছে যে এই সব দেশে যাতায়াত চলতে থাকলে ওই দেশে আবার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে ৷ তাই এই ব্যবস্থা নেওয়া হল ৷
প্রসঙ্গত, গত মার্চ থেকেই ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ পরিস্থিতি গত কয়েকমাসে ভয়ানক হয়ে গিয়েছিল ৷ তার পর ক্রমশ কমছে ৷ কিন্তু এখনও স্বাভাবিক হয়নি ৷ শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারাদেশে 46 হাজার 617 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল 3 কোটি 4 লক্ষ 58 হাজার 251 তে ৷
আরও পড়ুন : হু অনুমোদিত ভ্যাকসিনকে সব দেশে স্বীকৃতি দেওয়ার অনুরোধ কোভ্যাকস’র
তবে এখন করোনা থেকে সেরে ওঠার সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া একটি হিসেব অনুযায়ী, দেশে করোনা থেকে সেরে ওঠার হার 97 শতাংশ ছাড়িয়ে গিয়েছে ৷ যদিও করোনায় মৃত্যুর সংখ্যা এখনও চিন্তায় রেখেছে সরকারকে ৷ গত 24 ঘণ্টায় 853 জন সারা দেশে করোনায় মারা গিয়েছেন ৷ সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 4 লক্ষ 312 জন ৷
সেই তুলনায় আমিরশাহীর সংক্রমণের পরিস্থিতি অনেকটাই ভালো বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, সেখানে 1675 জন নতুন করে করোনায় সংক্রমণের শিকার হয়েছেন ৷ মারা গিয়েছেন 8 জন ৷ আর সেরে উঠেছেন 1556 জন ৷ ফলে তারা যে পরিস্থিতি খারাপ করতে চায় না, তাদের নির্দেশিকা দেখেই স্পষ্ট হচ্ছে ৷
আরও পড়ুন : ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার ফল কী, সামনে এল সমীক্ষা রিপোর্ট