ETV Bharat / international

Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের

নির্ধারিত সময়ের কিছুটা আগেই শেষ সেনারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় ৷ আর তালিবানের বন্দুক মাথা তুলল কাবুলের আকাশে ৷ কাবুলের একটি অংশে শূন্যে গুলি করে তারা ঘোষণা করল তাদের শাসনতন্ত্র ৷

কাবুল বিমানবন্দর ছাড়ছে আমেরিকা সেনাবাহিনী
কাবুল বিমানবন্দর ছাড়ছে আমেরিকা সেনাবাহিনী
author img

By

Published : Aug 31, 2021, 7:20 AM IST

Updated : Aug 31, 2021, 8:37 AM IST

কাবুল, 31 অগস্ট : 20 বছরের মার্কিন সেনা অভিযানের অবসান ৷ গতকাল মধ্যরাতে আমেরিকার শেষ এয়ারক্রাফ্ট আফগানিস্তানের মাটি ছাড়ে ৷ তারপরেই হঠাৎ গুলির শব্দ ৷ না কোনও হামলা নয় ৷ তালিবানদের উল্লাস ৷ আমেরিকা সেনা প্রত্যাহারের পরই শূন্যে গুলি চালিয়ে আফগানিস্তানে নিজেদের শাসন কায়েমের কথা যেন আরও একবার ঘোষণা করল তালিবানরা ৷

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) একটি টুইটে জানিয়েছেন, "গত 17 দিনে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এয়ারলিফ্ট সম্পন্ন করেছে আমাদের সেনা ৷ তুলনাহীন সাহস, পেশাদারিত্ব, সঙ্কল্পের সঙ্গে তারা এই কাজ করেছে ৷ এবার আফগানিস্তানে 20 বছরের সেনা-অবস্থানের অবসান হল ৷"

  • The past 17 days have seen our troops execute the largest airlift in US history. They have done it with unmatched courage, professionalism, and resolve. Now, our 20-year military presence in Afghanistan has ended.

    My full statement: https://t.co/kfLkzQtEzp

    — President Biden (@POTUS) August 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, মধ্যরাতের একটু আগে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর (Hamid Karzai International Airport) থেকে শেষ ইউএস সি-17 (US C-17 aircraft) এয়ারক্রাফ্ট উড়ে যায় ৷ ওই বিমানে ওঠা আমেরিকার সর্বশেষ সেনা ছিলেন ক্রিস ডোনাহিউ ৷ এরপরই কাবুলের একটি অংশ গুলির শব্দে মেতে ওঠে ৷

  • "The last American soldier to leave Afghanistan- Major General Chris Donahue, boarded C-17 aircraft on August 30, marking the end of US mission in Kabul," tweets US Department of Defense pic.twitter.com/nScjl4Hfao

    — ANI (@ANI) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : US Airstrike : কাবুলে মার্কিন বিমান হানায় শিশু-সহ 10 জন নিহত

একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে মার্কিন কেন্দ্রীয় কম্যান্ড-এর (US Central Command) প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি (General Kenneth Mckenzie) এই সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে বলেন, "আমি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কথা ঘোষণা করছি ৷ আমেরিকার নাগরিক এবং আফগানদের উদ্ধার করার সামরিক অভিযান শেষ হল ৷ ... 30 অগস্ট 3.29 মিনিটে (স্থানীয় সময়) হামিদ কারজাই বিমানবন্দর থেকে শেষ সি-17 বিমান রওনা দিয়েছে ৷"

  • Gen. McKenzie: The evacuation mission we just completed was the largest non-combatant evacuation in the U.S. military’s history. pic.twitter.com/4ICMun8hnK

    — Department of Defense 🇺🇸 (@DeptofDefense) August 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ (Zabiullah Mujahid) একটি টুইটে জানিয়েছেন, "আমেরিকার শেষ সেনারা আফগান সময় অনুযায়ী রাত 9টার সময় কাবুল বিমানবন্দর ছেড়ে চলে গিয়েছে ৷ আমাদের দেশ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে ৷" উল্লেখ্য, সেনা প্রত্যাহারের শেষদিন ছিল আজ ৷ তবে তার আগেই গতকাল মধ্যরাতের মধ্যে সেনা প্রত্যাহারের অভিযান শেষ করে আমেরিকা ৷

কাবুল, 31 অগস্ট : 20 বছরের মার্কিন সেনা অভিযানের অবসান ৷ গতকাল মধ্যরাতে আমেরিকার শেষ এয়ারক্রাফ্ট আফগানিস্তানের মাটি ছাড়ে ৷ তারপরেই হঠাৎ গুলির শব্দ ৷ না কোনও হামলা নয় ৷ তালিবানদের উল্লাস ৷ আমেরিকা সেনা প্রত্যাহারের পরই শূন্যে গুলি চালিয়ে আফগানিস্তানে নিজেদের শাসন কায়েমের কথা যেন আরও একবার ঘোষণা করল তালিবানরা ৷

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) একটি টুইটে জানিয়েছেন, "গত 17 দিনে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এয়ারলিফ্ট সম্পন্ন করেছে আমাদের সেনা ৷ তুলনাহীন সাহস, পেশাদারিত্ব, সঙ্কল্পের সঙ্গে তারা এই কাজ করেছে ৷ এবার আফগানিস্তানে 20 বছরের সেনা-অবস্থানের অবসান হল ৷"

  • The past 17 days have seen our troops execute the largest airlift in US history. They have done it with unmatched courage, professionalism, and resolve. Now, our 20-year military presence in Afghanistan has ended.

    My full statement: https://t.co/kfLkzQtEzp

    — President Biden (@POTUS) August 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, মধ্যরাতের একটু আগে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর (Hamid Karzai International Airport) থেকে শেষ ইউএস সি-17 (US C-17 aircraft) এয়ারক্রাফ্ট উড়ে যায় ৷ ওই বিমানে ওঠা আমেরিকার সর্বশেষ সেনা ছিলেন ক্রিস ডোনাহিউ ৷ এরপরই কাবুলের একটি অংশ গুলির শব্দে মেতে ওঠে ৷

  • "The last American soldier to leave Afghanistan- Major General Chris Donahue, boarded C-17 aircraft on August 30, marking the end of US mission in Kabul," tweets US Department of Defense pic.twitter.com/nScjl4Hfao

    — ANI (@ANI) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : US Airstrike : কাবুলে মার্কিন বিমান হানায় শিশু-সহ 10 জন নিহত

একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে মার্কিন কেন্দ্রীয় কম্যান্ড-এর (US Central Command) প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি (General Kenneth Mckenzie) এই সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে বলেন, "আমি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কথা ঘোষণা করছি ৷ আমেরিকার নাগরিক এবং আফগানদের উদ্ধার করার সামরিক অভিযান শেষ হল ৷ ... 30 অগস্ট 3.29 মিনিটে (স্থানীয় সময়) হামিদ কারজাই বিমানবন্দর থেকে শেষ সি-17 বিমান রওনা দিয়েছে ৷"

  • Gen. McKenzie: The evacuation mission we just completed was the largest non-combatant evacuation in the U.S. military’s history. pic.twitter.com/4ICMun8hnK

    — Department of Defense 🇺🇸 (@DeptofDefense) August 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ (Zabiullah Mujahid) একটি টুইটে জানিয়েছেন, "আমেরিকার শেষ সেনারা আফগান সময় অনুযায়ী রাত 9টার সময় কাবুল বিমানবন্দর ছেড়ে চলে গিয়েছে ৷ আমাদের দেশ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে ৷" উল্লেখ্য, সেনা প্রত্যাহারের শেষদিন ছিল আজ ৷ তবে তার আগেই গতকাল মধ্যরাতের মধ্যে সেনা প্রত্যাহারের অভিযান শেষ করে আমেরিকা ৷

Last Updated : Aug 31, 2021, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.