দোহা (কাতার), 13 অক্টোবর: আফগানিস্তান জুড়ে চূড়ান্ত অব্যবস্থা এবং অনিশ্চয়তা ৷ অথচ টাকা থাকতেও, তাতে হাত দেওয়া যাচ্ছে না ৷ বিদেশি ব্যাঙ্কগুলিতে পড়ে থেকে থেকে টাকা পচছে, অথচ তা নিয়ে পশ্চিমি দেশগুলি একেবারেই ভাবিত নয় বলে এবার অভিযোগ তুলল তালিবান ৷ তাদের দাবি, বিদেশে গচ্ছিত ধনরাশি এবং সম্পত্তির ফিরে পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে আফগানবাসীর ৷ যদিও আমেরিকা-সহ আন্তর্জাতিক মহলের মতে, তালিবান শাসনে আফগানবাসী কতটা নিরাপদ, তা যাচাই না করে ওই টাকা তাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না ৷
মঙ্গলবার দোহায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তালিবান নেতৃত্ব ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংগঠনের মুখপাত্র মহম্মদ নঈম ৷ তিনি বলেন, ‘‘আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের 15টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে ৷ মানবাধিকার সঙ্কট, মহিলাদের অধিকার, আফগানিস্তানে ঢোকা-বেরনোর জন্য নিরাপদ করিডর গড়া নিয়ে আলোচনা হয়েছে ৷ বিদেশে গচ্ছিত আফগানিস্তানের টাকা এবং সম্পত্তির প্রসঙ্গও উঠে এসেছে বৈঠকে ৷’’
আরও পড়ুন: Nobel Prize 2021 : অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিন কৃতী
আফগান সংবামাধ্যমের দাবি অনুযায়ী, বিভিন্ন পশ্চিমি দেশের ব্যাঙ্কে 900 থেকে 1000 কোটি ডলার গচ্ছিত রয়েছে আফগানিস্তানের ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 75 হাজার কোটি টাকা । আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের কোটি কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করে রেখেছে আমেরিকা । সেই প্রসঙ্গে নইম বলেন, ‘‘এই টাকা আফগান নাগরিকদের । তা ফিরে পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাঁদের । এখনও পর্যন্ত প্রশ্নের সদুত্তর পাইনি আমরা । এনিয়ে কেউ টুঁ শব্দটি করছেন না কেউ । বরং নীরবতা পালন করছেন । যতই মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, তা অস্থায়ী সমাধান ।’’
আরও পড়ুন: Eco Oscars : উইলিয়ামের ইকো অস্কারের ফাইনালে ভার্চুয়ালি থাকছেন 2 ভারতীয়
মানবিক এবং রাজনৈতিক বিষয়, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয় । তার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করা উচিত নয় ববেও মন্তব্য করেন নঈম । তাঁর মতে, আফগানিস্তান একেবারে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে । এমন পরিস্থিতিতে গচ্ছিত টাকা কাজে লাগাতে না পারলে, পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন নইম । কিন্তু তালিবান সরকারের হাতে এখনই গচ্ছিত ধনরাশি এবং সম্পত্তি তুলে দিতে নারাজ আমেরিকা । দেশের বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইসের সাফ জবাব, ‘‘আগামী দিনে আফগান সরকার কোন গতিপথ ধরে এগোয়, তার উপরই সবকিছুর হস্তান্তর নির্ভর করছে ।’’ মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও, তা তালিবান সরকার মারফত নয়, বরং সরাসরি আফগানবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছে ওয়াশিংটন ।