ETV Bharat / international

Drone Attack in Abu Dhabi : আবু ধাবিতে ড্রোন হামলা, দুই ভারতীয়-সহ মৃত তিন - আবু ধাবিতে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা (Drone Attack in Abu Dhabi) ! বিস্ফোরণে প্রাণ গেল অন্তত তিনজনের ৷ তাঁদের মধ্যে দু’জন ভারতীয় এবং একজন পাকিস্তানি ৷ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরানি মদতপুষ্ট হাউথি বিদ্রোহী বাহিনী ৷

drone attack in abu dhabi kills several including indian citizens
Drone Attack in Abu Dhabi : আবু ধাবিতে ড্রোন হামলা, দুই ভারতীয়-সহ মৃত তিন
author img

By

Published : Jan 17, 2022, 5:59 PM IST

Updated : Jan 17, 2022, 7:31 PM IST

আবু ধাবি, 17 জানুয়ারি : সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা (Drone Attack in Abu Dhabi) ৷ বিস্ফোরণে প্রাণ গেল দুই ভারতীয় নাগরিক-সহ অন্তত তিনজনের (Three Killed including Two Indians) ৷ আহত কমপক্ষে ছ’জন ৷ শহরের একটি বিরাট তেল মজুত পরিষেবা কেন্দ্রের কাছেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ হামলার জেরে পেট্রলের ট্যাঙ্ক ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন : North Korea Tests Missiles : ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, এবার ট্রেন থেকে

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবারের এই ঘটনায় প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তাঁদের মধ্যে দু’জন ভারতীয় এবং একজন পাকিস্তানি ৷ এছাড়াও অন্তত ছ’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে, তাঁদের আঘাত গুরুতর নয় ৷ ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেনের ইরানি মদতপুষ্ট হাউথি জঙ্গিরা ৷ আবু ধাবির আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোন হামলাটি হয়েছে ৷ ওই হামলার জেরে বিমানবন্দরের নির্মীয়মাণ অংশের একটি জায়গায়ও আগুন ধরে যায় ৷ তবে তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

বিস্ফোরণের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে ৷ উল্লেখ্য, প্রাথমিকভাবে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, আবু ধাবি জাতীয় তেল সংস্থার ডিপোর কাছে তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে ৷ তবে কী কারণে এই বিস্ফোরণ, সেটা তখনও পর্যন্ত স্পষ্ট ছিল না ৷ পরে হামলার বিষয়টি সামনে আসে ৷ হাউথি বাহিনীর মুখপাত্র ইয়াহাইয়া সারি জানান, ‘‘সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁদের অভিযান নিয়ে শীঘ্রই বিস্তাবিরত তথ্য পেশ করা হবে ৷’’ প্রসঙ্গত, ক’দিন আগেই সংযুক্ত আরব আমিরশাহির জাহাজ কবজা করে হাউথি বাহিনী ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানায় ৷ সংযুক্ত আরব আমিরশাহির ওই জাহাজ এবং তার কর্মীদের দ্রুত মুক্ত করার দাবি তোলা হয় ৷

আরও পড়ুন : New York Apartment Fire : নিউইয়র্কের আবাসনে বিধ্বংসী আগুন, নয় শিশু সহ মৃত 19

এই মুহূর্তে ইয়েমেনের অবস্থা দুর্বিষহ ৷ প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসৌর হাদির (Abdrabbuh Mansour Hadi) নেতৃত্বাধীন সরকারি বাহিনী বনাম হাউথি বিদ্রোহীদের সংঘর্ষের মাঝে পড়ে নাজেহাল দশা সেদেশের আমজনতার ৷ 2015 সালের মার্চ মাস থেকে গৃহযুদ্ধের এই আবহ চলে আসছে ৷ হাউথিদের বাগে আনতে সরকার পক্ষের পাশে দাঁড়িয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথবাহিনী ৷ তারা হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে আকাশপথে অভিযান চালাচ্ছে ৷ সেই আক্রোশ থেকেই আবু ধাবিতে এই ড্রোন হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে ৷

আবু ধাবি, 17 জানুয়ারি : সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা (Drone Attack in Abu Dhabi) ৷ বিস্ফোরণে প্রাণ গেল দুই ভারতীয় নাগরিক-সহ অন্তত তিনজনের (Three Killed including Two Indians) ৷ আহত কমপক্ষে ছ’জন ৷ শহরের একটি বিরাট তেল মজুত পরিষেবা কেন্দ্রের কাছেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ হামলার জেরে পেট্রলের ট্যাঙ্ক ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন : North Korea Tests Missiles : ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, এবার ট্রেন থেকে

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবারের এই ঘটনায় প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তাঁদের মধ্যে দু’জন ভারতীয় এবং একজন পাকিস্তানি ৷ এছাড়াও অন্তত ছ’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে, তাঁদের আঘাত গুরুতর নয় ৷ ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেনের ইরানি মদতপুষ্ট হাউথি জঙ্গিরা ৷ আবু ধাবির আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোন হামলাটি হয়েছে ৷ ওই হামলার জেরে বিমানবন্দরের নির্মীয়মাণ অংশের একটি জায়গায়ও আগুন ধরে যায় ৷ তবে তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

বিস্ফোরণের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে ৷ উল্লেখ্য, প্রাথমিকভাবে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, আবু ধাবি জাতীয় তেল সংস্থার ডিপোর কাছে তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে ৷ তবে কী কারণে এই বিস্ফোরণ, সেটা তখনও পর্যন্ত স্পষ্ট ছিল না ৷ পরে হামলার বিষয়টি সামনে আসে ৷ হাউথি বাহিনীর মুখপাত্র ইয়াহাইয়া সারি জানান, ‘‘সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁদের অভিযান নিয়ে শীঘ্রই বিস্তাবিরত তথ্য পেশ করা হবে ৷’’ প্রসঙ্গত, ক’দিন আগেই সংযুক্ত আরব আমিরশাহির জাহাজ কবজা করে হাউথি বাহিনী ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানায় ৷ সংযুক্ত আরব আমিরশাহির ওই জাহাজ এবং তার কর্মীদের দ্রুত মুক্ত করার দাবি তোলা হয় ৷

আরও পড়ুন : New York Apartment Fire : নিউইয়র্কের আবাসনে বিধ্বংসী আগুন, নয় শিশু সহ মৃত 19

এই মুহূর্তে ইয়েমেনের অবস্থা দুর্বিষহ ৷ প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসৌর হাদির (Abdrabbuh Mansour Hadi) নেতৃত্বাধীন সরকারি বাহিনী বনাম হাউথি বিদ্রোহীদের সংঘর্ষের মাঝে পড়ে নাজেহাল দশা সেদেশের আমজনতার ৷ 2015 সালের মার্চ মাস থেকে গৃহযুদ্ধের এই আবহ চলে আসছে ৷ হাউথিদের বাগে আনতে সরকার পক্ষের পাশে দাঁড়িয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথবাহিনী ৷ তারা হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে আকাশপথে অভিযান চালাচ্ছে ৷ সেই আক্রোশ থেকেই আবু ধাবিতে এই ড্রোন হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Jan 17, 2022, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.