ETV Bharat / international

সৌদির দুটি তৈল শোধনাগারে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে অভিযোগ - amarco

আজ ভোরে আরমাকো কম্পানির আবকাইক ও খুরাইস শোধনাগারে ড্রোন হামলা চালানো হয় । সৌদি আরব এই হামলার জন্য ইয়েমেনের হউথি গোষ্ঠীকে দায়ি করছে । ইরানের মদতে এই হামলা হয়েছে বলে অভিযোগ সৌদি সরকারের ।

সৌদির দুটি তৈল শোধনাগারে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে অভিযোগ
author img

By

Published : Sep 14, 2019, 12:50 PM IST

রিয়াধ, 14 সেপ্টেম্বর : সৌদি আরবের দুটি তৈল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয় আজ ভোরে । স্থানীয় সময়ে ভোর চারটেয় হামলা চালানো হয় বলে জানিয়েছে সে দেশের সরকার । আরমাকো কম্পানির আবকাইক ও খুরাইস শোধনাগারে এই হামলা হয় । হামলার জেরে আগুন লাগে দুটি শোধনাগারেই । পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । সৌদি আরব এই হামলার জন্য ইয়েমেনের হউথি গোষ্ঠীকে দায়ি করছে । ইরানের মদতে এই হামলা হয়েছে বলে অভিযোগ সৌদি সরকারের ।

প্রসঙ্গত, আবকাইকে তৈল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম । সে দেশের দ্বিতীয় বৃহত্তম তৈল শোধনাগারটি খুরাইসে । সেটি আবকাইক থেকে 200 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । হামলা হলেও বড়মাপের দুর্ঘটনা ও ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে সৌদি সরকারের মুখপাত্র ।

গতমাসে সৌদি আরবের শাবইয়াবে প্রাকৃতিক গ্যাসের শোধনাগারেও হামলা চালানো হয়েছিল । সেই হামলার পিছনেও হউথি গোষ্ঠীর হাত ছিল বলে দাবি করেছিল সৌদি সরকার । এছাড়া জুন ও জুলাইকতে তেলের দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছিল । যার দায় সৌদি সরকার ইরানের ঘাড়ে চাপিয়েছিল । তবে ইরান সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।

রিয়াধ, 14 সেপ্টেম্বর : সৌদি আরবের দুটি তৈল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয় আজ ভোরে । স্থানীয় সময়ে ভোর চারটেয় হামলা চালানো হয় বলে জানিয়েছে সে দেশের সরকার । আরমাকো কম্পানির আবকাইক ও খুরাইস শোধনাগারে এই হামলা হয় । হামলার জেরে আগুন লাগে দুটি শোধনাগারেই । পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । সৌদি আরব এই হামলার জন্য ইয়েমেনের হউথি গোষ্ঠীকে দায়ি করছে । ইরানের মদতে এই হামলা হয়েছে বলে অভিযোগ সৌদি সরকারের ।

প্রসঙ্গত, আবকাইকে তৈল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম । সে দেশের দ্বিতীয় বৃহত্তম তৈল শোধনাগারটি খুরাইসে । সেটি আবকাইক থেকে 200 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । হামলা হলেও বড়মাপের দুর্ঘটনা ও ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে সৌদি সরকারের মুখপাত্র ।

গতমাসে সৌদি আরবের শাবইয়াবে প্রাকৃতিক গ্যাসের শোধনাগারেও হামলা চালানো হয়েছিল । সেই হামলার পিছনেও হউথি গোষ্ঠীর হাত ছিল বলে দাবি করেছিল সৌদি সরকার । এছাড়া জুন ও জুলাইকতে তেলের দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছিল । যার দায় সৌদি সরকার ইরানের ঘাড়ে চাপিয়েছিল । তবে ইরান সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।

New Delhi, Sep 14 (ANI): Bharatiya Janata Party (BJP) Member of Parliaments (MPs) from Delhi Gautam Gambhir, Vijay Goel, Hansraj Hans and Meenakashi Lekhi participated in the 'Seva Saptah' campaign. They met patients admitted in Delhi's All India Institute of Medical Sciences (AIIMS) on September 14. They also gifted fruits to patients as part of the party's 'Seva Saptah' campaign. 'Seva Saptah' campaign is launched by the party to celebrate Prime Minister Narendra Modi's birthday. PM Modi's birthday is on September 17. East Delhi BJP MP Gautam Gambhir distributed bags with a message written on it-'Say No To Plastic'. Delhi BJP chief and MP of Delhi's North East area Manoj Tiwari, BJP MP from Rohini Vijender Gupta were also present on this occasion.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.