রিয়াধ, 14 সেপ্টেম্বর : সৌদি আরবের দুটি তৈল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয় আজ ভোরে । স্থানীয় সময়ে ভোর চারটেয় হামলা চালানো হয় বলে জানিয়েছে সে দেশের সরকার । আরমাকো কম্পানির আবকাইক ও খুরাইস শোধনাগারে এই হামলা হয় । হামলার জেরে আগুন লাগে দুটি শোধনাগারেই । পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । সৌদি আরব এই হামলার জন্য ইয়েমেনের হউথি গোষ্ঠীকে দায়ি করছে । ইরানের মদতে এই হামলা হয়েছে বলে অভিযোগ সৌদি সরকারের ।
প্রসঙ্গত, আবকাইকে তৈল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম । সে দেশের দ্বিতীয় বৃহত্তম তৈল শোধনাগারটি খুরাইসে । সেটি আবকাইক থেকে 200 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । হামলা হলেও বড়মাপের দুর্ঘটনা ও ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে সৌদি সরকারের মুখপাত্র ।
গতমাসে সৌদি আরবের শাবইয়াবে প্রাকৃতিক গ্যাসের শোধনাগারেও হামলা চালানো হয়েছিল । সেই হামলার পিছনেও হউথি গোষ্ঠীর হাত ছিল বলে দাবি করেছিল সৌদি সরকার । এছাড়া জুন ও জুলাইকতে তেলের দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছিল । যার দায় সৌদি সরকার ইরানের ঘাড়ে চাপিয়েছিল । তবে ইরান সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।