ETV Bharat / international

পূর্ব সিরিয়ায় মার্কিন সেনার আবাসনে রকেট হামলা

author img

By

Published : Jul 5, 2021, 11:14 AM IST

রবিরার গভীর রাতে পূর্ব সিরিয়ার দেয়ার আল-জোউর প্রদেশে মার্কিন সেনার আবাসনে রকেট হামলা চালানোর অভিযোগ ৷ ঘটনায় ইরান সমর্থিত সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ যদিও, মার্কিন সেনার তরফে এমন কোনও হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে ৷

rockets-hit-base-housing-us-troops-in-syria-no-casualties
পূর্ব সিরিয়ায় মার্কিন সেনার আবাসনে রকেট হামলা

বেইরুট, 5 জুলাই : পূর্ব সিরিয়ায় মার্কিন সেনা আবাসনে রকেট হামলা ৷ রবিবার গভীর রাতে কাছাকাছি কোনও এলাকা থেকে এই রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছেন সিরিয়ার এক বিরোধী যুদ্ধ পর্যবেক্ষক এবং মার্কিন সমর্থিত সেনার এক মুখপাত্র ৷ মোট দু’টি রকেট ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কেউ আহত হননি ৷ পূর্ব সিরিয়ার দেয়ার আল-জোউর প্রদেশের আল-ওমারে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনার সেদেশের মুখপাত্র তথা কুর্দিশ পরিচালিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সদস্য সিয়ামেন্দ আলি ৷ তবে, ঠিক কোন জায়গা থেকে এই রকেট হামলা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি ৷

এই ঘটনায় ব্রিটেন পরিচালিত সিরিয়ার মানবাধিকার রক্ষা কমিটির তরফে বলা হয়েছে, এই রকেট হামলাটি হয়েছে ইরান সেনা অধ্যুষিত মায়াদিন এলাকা থেকে ৷ তবে, আশ্চর্যজনকভাবে এমন কোনও রকেট হামলার ঘটনা ঘটেনি বলে মার্কিন সেনার তরফে দাবি করা হয়েছে ৷ মার্কিন সেনার জোট মুখপাত্র কর্নেল ওয়েন মারোটো তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সিরিয়ায় মার্কিন সেনার উপর রকেট হামলার ঘটনার যে তথ্য জানানো হয়েছে তার কোনও সত্যতা নেই ৷’’

প্রসঙ্গত, এই হামলা হওয়ার ঠিক 6 দিন আগে পূর্ব সিরিয়ায় মার্কিন সেনার উপর একই রকম একটি ঘটনা ঘটেছিল ৷ গত সপ্তাহে মার্কিন বায়ুসেনার যুদ্ধবিমান ইরাক-সিরিয়া সীমান্তে এয়ারস্ট্রাইক করেছিল ৷ ইরান সমর্থিত এক সন্ত্রাসবাদী সংগঠন ইরাকের ভিতরে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছিল ৷ সেই ড্রোন হামলা বন্ধ করতেই এয়ারস্ট্রাইক করা হয়েছিল বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছিল ৷ কিন্তু, ওই এয়ারস্ট্রাইকের একদিন পরেই মার্কিন সেনার উপর হামলা চালানো হয় ৷

আরও পড়ুন : ফিলিপিন্সে 85 সেনাকর্মী নিয়ে ভেঙে পড়ল সেনাবিমান, মৃত কমপক্ষে 17

ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে লড়তে কয়েকশো মার্কিন সেনা উত্তর-পূর্ব সিরিয়ায় মোতায়েন করা হয়েছে ৷ তাঁরা কুর্শিদ পরিচালিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সঙ্গে যৌথভাবে আইএস এর বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রসঙ্গত, প্রায় হাজারের বেশি ইরান সমর্থিত সন্ত্রাসবাদী সিরিয়ার মধ্য পূর্ব অঞ্চলে রয়েছে ৷ এদের মধ্যে অনেকেই ইরাক সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছে ৷

বেইরুট, 5 জুলাই : পূর্ব সিরিয়ায় মার্কিন সেনা আবাসনে রকেট হামলা ৷ রবিবার গভীর রাতে কাছাকাছি কোনও এলাকা থেকে এই রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছেন সিরিয়ার এক বিরোধী যুদ্ধ পর্যবেক্ষক এবং মার্কিন সমর্থিত সেনার এক মুখপাত্র ৷ মোট দু’টি রকেট ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কেউ আহত হননি ৷ পূর্ব সিরিয়ার দেয়ার আল-জোউর প্রদেশের আল-ওমারে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনার সেদেশের মুখপাত্র তথা কুর্দিশ পরিচালিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সদস্য সিয়ামেন্দ আলি ৷ তবে, ঠিক কোন জায়গা থেকে এই রকেট হামলা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি ৷

এই ঘটনায় ব্রিটেন পরিচালিত সিরিয়ার মানবাধিকার রক্ষা কমিটির তরফে বলা হয়েছে, এই রকেট হামলাটি হয়েছে ইরান সেনা অধ্যুষিত মায়াদিন এলাকা থেকে ৷ তবে, আশ্চর্যজনকভাবে এমন কোনও রকেট হামলার ঘটনা ঘটেনি বলে মার্কিন সেনার তরফে দাবি করা হয়েছে ৷ মার্কিন সেনার জোট মুখপাত্র কর্নেল ওয়েন মারোটো তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সিরিয়ায় মার্কিন সেনার উপর রকেট হামলার ঘটনার যে তথ্য জানানো হয়েছে তার কোনও সত্যতা নেই ৷’’

প্রসঙ্গত, এই হামলা হওয়ার ঠিক 6 দিন আগে পূর্ব সিরিয়ায় মার্কিন সেনার উপর একই রকম একটি ঘটনা ঘটেছিল ৷ গত সপ্তাহে মার্কিন বায়ুসেনার যুদ্ধবিমান ইরাক-সিরিয়া সীমান্তে এয়ারস্ট্রাইক করেছিল ৷ ইরান সমর্থিত এক সন্ত্রাসবাদী সংগঠন ইরাকের ভিতরে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছিল ৷ সেই ড্রোন হামলা বন্ধ করতেই এয়ারস্ট্রাইক করা হয়েছিল বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছিল ৷ কিন্তু, ওই এয়ারস্ট্রাইকের একদিন পরেই মার্কিন সেনার উপর হামলা চালানো হয় ৷

আরও পড়ুন : ফিলিপিন্সে 85 সেনাকর্মী নিয়ে ভেঙে পড়ল সেনাবিমান, মৃত কমপক্ষে 17

ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে লড়তে কয়েকশো মার্কিন সেনা উত্তর-পূর্ব সিরিয়ায় মোতায়েন করা হয়েছে ৷ তাঁরা কুর্শিদ পরিচালিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সঙ্গে যৌথভাবে আইএস এর বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রসঙ্গত, প্রায় হাজারের বেশি ইরান সমর্থিত সন্ত্রাসবাদী সিরিয়ার মধ্য পূর্ব অঞ্চলে রয়েছে ৷ এদের মধ্যে অনেকেই ইরাক সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.