ETV Bharat / international

সন্তানদের বাঁচাতে গিয়ে পুড়ল শাসক পরিবারের ছবি, শাস্তির মুখে মহিলা - কিম জং IL

উত্তর কোরিয়ায় প্রশাসনের তরফে নিয়ম রয়েছে, প্রতিটি ঘরে শাসক পরিবারের নেতাদের ছবি রাখতে হবে। ছবিগুলি রক্ষা করাও কর্তব্য জনগণের । এক্ষেত্রে নিয়ম না মানলে শাস্তির সম্মুখীন হতে পারেন মানুষজন। এরকমই এক ঘটনার শিকার এক মা। আগুন থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । তাই তদন্ত চলছে তাঁর বিরুদ্ধে। হতে পারে জেলও ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 10, 2020, 10:21 PM IST

পিয়ংইয়ং, 10 জানুয়ারি : ছেলে-মেয়েকে ঘরে রেখে বেরিয়েছিলেন । আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন । মাথায় আর কিছু আসেনি তখন । সন্তানদের বাঁচাতে ঘরে ঢুকে পড়েন মহিলা । আগুন উপেক্ষা করে ছেলেকে উদ্ধার করতে পেরে মুখে তখন স্বস্তির হাসি । কিন্তু তাড়াহুড়োয় এক মারাত্মক 'অপরাধ' করে ফেলেছেন । ভুলে গেছেন বাড়ির দেওয়ালে থাকা উত্তর কোরিয়ার শাসক জং পরিবারের ছবিগুলিকে সযত্নে উদ্ধার করতে । আর তার জেরেই শুরু হয়েছে তদন্ত । ইতিমধ্যেই রাজ্য নিরাপত্তা মন্ত্রক (MSS) পুরো ঘটনা খতিয়ে দেখছে । আগুন থেকে ছবি রক্ষা করতে না পারায় জেল পর্যন্তও হতে পারে ওই মহিলার ।

চিন বর্ডার সংলগ্ন উত্তর কোরিয়ার অনসং এলাকা । 30 ডিসেম্বর ওই এলাকার দুই পরিবার বাড়িতে বাচ্চাদের রেখে বেরিয়েছিলেন । হঠাৎই খবর পান আগুন লেগেছে বাড়িতে । নিজেদের সন্তান বাঁচাতে তড়িঘড়ি ঘরে ঢুকে পড়েন তাঁরা । এর মধ্য এক পরিবার নিজেদের ছেলে-মেয়েদের পাশাপাশি দেওয়ালে থাকা শাসক পরিবারের ছবিগুলিও উদ্ধার করতে সক্ষম হয়েছেন । কিন্তু আর এক মা নিজের সন্তান বাঁচাতে গিয়ে রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । তাই এক পরিবার যখন পুরো এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে, অন্য পরিবার গুরুতর শাস্তির শঙ্কায় দিন গুনছে ।

উত্তর কোরিয়ায় প্রশাসনের তরফে নিয়ম রয়েছে, প্রতিটি ঘরে শাসক পরিবারের নেতা কিম II জং ও কিম জং IL সহ অন্যদের ছবি রাখতে হবে । এমনকী বিষয়টি সঠিকভাবে পালন করা হচ্ছে কি না তা জানার জন্য পরে পর্যবেক্ষকদেরও পাঠানো হয় । হার্মিট কিংডমের আইন অনুসারে, সশরীরে উপস্থিত থাকলে কিম পরিবারের সমস্ত সদস্যদের যেভাবে সম্মান দিতে হয় ঠিক সেভাবেই ছবিগুলিকে সম্মান দিতে হবে । যদি ছবিগুলির সঠিক যত্ন না নেওয়া হয় তাহলে তা গুরুতর অপরাধ । তাই এই ঘটনায় যদি সংশ্লিষ্ট মহিলা দোষী সাব্যস্ত হন তাহলে দীর্ঘদিনের জেল হেপাজত হতে পারে তাঁর । এমনকী তদন্তের জন্য নিজের সন্তানকে হাসপাতালে নিয়ে শুশ্রূষা করতে পারেননি তিনি । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, অনেকেই ওই পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু ভয়ে আর এগিয়ে আসতে পারেননি ।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় যারা বন্যা এবং আগুন থেকে কিম পরিবারের ছবিগুলিকে রক্ষা করেন মানুষজনের কাছে রীতিমতো হিরো হিসেবে বিবেচিত হন । এক সাক্ষাৎকারে একবার স্থানীয় এক বাসিন্দা একটি ঘটনার কথা বলেন । একবার একটি বাড়িতে আগুন লাগে । কয়েকজন ছেলে-মেয়েকে ছবি আঁকড়ে ধরে আগুনে পুড়তে দেখা গেছিল । এইরকম একাধিক ঘটনার দৃষ্টান্ত রয়েছে উত্তর কোরিয়ার অলিতে-গলিতে ।

তবে এখানেই শেষ নয়, শাসক পরিবারের ছবিগুলি কীভাবে ঝোলানো হবে বা বাড়ির মধ্যে রাখা হবে তা নিয়েও একাধিক নিয়ম রয়েছে । প্রথমত এই ছবিগুলি থাকার ঘরে দেওয়ালের সবচেয়ে উঁচুতে রাখতে হবে । যাতে কেউ সেই ছবির উচ্চতা বরাবর দাঁড়াতে না পারে । অবশ্যই পরিষ্কার রাখতে হবে ছবিগুলি । অল্প একটু ধুলো পড়লেও জরিমানা হতে পারে । এক্ষেত্রে ধূলোর পরিমাণ অনুযায়ী বাড়তে পারে শাস্তি । তবে শুধুমাত্র বাড়ির দেওয়াল নয় উত্তর কোরিয়ার স্কুল, রেলস্টেশন ও সাবওয়েতেও থাকে কিম পরিবারের ছবি ।

আপাতত জিজ্ঞাসাবাদের সম্মুখীন ওই মা । ছেলে বাঁচালেও রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । মায়ের কোল ভরলেও শাসকের নিয়মে তিনি অপরাধী । এখন শুধু শাস্তি ঘোষণার অপেক্ষা।

পিয়ংইয়ং, 10 জানুয়ারি : ছেলে-মেয়েকে ঘরে রেখে বেরিয়েছিলেন । আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন । মাথায় আর কিছু আসেনি তখন । সন্তানদের বাঁচাতে ঘরে ঢুকে পড়েন মহিলা । আগুন উপেক্ষা করে ছেলেকে উদ্ধার করতে পেরে মুখে তখন স্বস্তির হাসি । কিন্তু তাড়াহুড়োয় এক মারাত্মক 'অপরাধ' করে ফেলেছেন । ভুলে গেছেন বাড়ির দেওয়ালে থাকা উত্তর কোরিয়ার শাসক জং পরিবারের ছবিগুলিকে সযত্নে উদ্ধার করতে । আর তার জেরেই শুরু হয়েছে তদন্ত । ইতিমধ্যেই রাজ্য নিরাপত্তা মন্ত্রক (MSS) পুরো ঘটনা খতিয়ে দেখছে । আগুন থেকে ছবি রক্ষা করতে না পারায় জেল পর্যন্তও হতে পারে ওই মহিলার ।

চিন বর্ডার সংলগ্ন উত্তর কোরিয়ার অনসং এলাকা । 30 ডিসেম্বর ওই এলাকার দুই পরিবার বাড়িতে বাচ্চাদের রেখে বেরিয়েছিলেন । হঠাৎই খবর পান আগুন লেগেছে বাড়িতে । নিজেদের সন্তান বাঁচাতে তড়িঘড়ি ঘরে ঢুকে পড়েন তাঁরা । এর মধ্য এক পরিবার নিজেদের ছেলে-মেয়েদের পাশাপাশি দেওয়ালে থাকা শাসক পরিবারের ছবিগুলিও উদ্ধার করতে সক্ষম হয়েছেন । কিন্তু আর এক মা নিজের সন্তান বাঁচাতে গিয়ে রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । তাই এক পরিবার যখন পুরো এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে, অন্য পরিবার গুরুতর শাস্তির শঙ্কায় দিন গুনছে ।

উত্তর কোরিয়ায় প্রশাসনের তরফে নিয়ম রয়েছে, প্রতিটি ঘরে শাসক পরিবারের নেতা কিম II জং ও কিম জং IL সহ অন্যদের ছবি রাখতে হবে । এমনকী বিষয়টি সঠিকভাবে পালন করা হচ্ছে কি না তা জানার জন্য পরে পর্যবেক্ষকদেরও পাঠানো হয় । হার্মিট কিংডমের আইন অনুসারে, সশরীরে উপস্থিত থাকলে কিম পরিবারের সমস্ত সদস্যদের যেভাবে সম্মান দিতে হয় ঠিক সেভাবেই ছবিগুলিকে সম্মান দিতে হবে । যদি ছবিগুলির সঠিক যত্ন না নেওয়া হয় তাহলে তা গুরুতর অপরাধ । তাই এই ঘটনায় যদি সংশ্লিষ্ট মহিলা দোষী সাব্যস্ত হন তাহলে দীর্ঘদিনের জেল হেপাজত হতে পারে তাঁর । এমনকী তদন্তের জন্য নিজের সন্তানকে হাসপাতালে নিয়ে শুশ্রূষা করতে পারেননি তিনি । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, অনেকেই ওই পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু ভয়ে আর এগিয়ে আসতে পারেননি ।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় যারা বন্যা এবং আগুন থেকে কিম পরিবারের ছবিগুলিকে রক্ষা করেন মানুষজনের কাছে রীতিমতো হিরো হিসেবে বিবেচিত হন । এক সাক্ষাৎকারে একবার স্থানীয় এক বাসিন্দা একটি ঘটনার কথা বলেন । একবার একটি বাড়িতে আগুন লাগে । কয়েকজন ছেলে-মেয়েকে ছবি আঁকড়ে ধরে আগুনে পুড়তে দেখা গেছিল । এইরকম একাধিক ঘটনার দৃষ্টান্ত রয়েছে উত্তর কোরিয়ার অলিতে-গলিতে ।

তবে এখানেই শেষ নয়, শাসক পরিবারের ছবিগুলি কীভাবে ঝোলানো হবে বা বাড়ির মধ্যে রাখা হবে তা নিয়েও একাধিক নিয়ম রয়েছে । প্রথমত এই ছবিগুলি থাকার ঘরে দেওয়ালের সবচেয়ে উঁচুতে রাখতে হবে । যাতে কেউ সেই ছবির উচ্চতা বরাবর দাঁড়াতে না পারে । অবশ্যই পরিষ্কার রাখতে হবে ছবিগুলি । অল্প একটু ধুলো পড়লেও জরিমানা হতে পারে । এক্ষেত্রে ধূলোর পরিমাণ অনুযায়ী বাড়তে পারে শাস্তি । তবে শুধুমাত্র বাড়ির দেওয়াল নয় উত্তর কোরিয়ার স্কুল, রেলস্টেশন ও সাবওয়েতেও থাকে কিম পরিবারের ছবি ।

আপাতত জিজ্ঞাসাবাদের সম্মুখীন ওই মা । ছেলে বাঁচালেও রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । মায়ের কোল ভরলেও শাসকের নিয়মে তিনি অপরাধী । এখন শুধু শাস্তি ঘোষণার অপেক্ষা।

Chandigarh, Jan 10 (ANI): Police used water cannon on Aam Aadmi Party workers in Chandigarh on January 10. They were protesting against high power tariff, outside Punjab Chief Minister Captain Amarinder Singh's residence. MP Bhagwant Mann was leading the protest.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.