পিয়ংইয়ং, 10 জানুয়ারি : ছেলে-মেয়েকে ঘরে রেখে বেরিয়েছিলেন । আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন । মাথায় আর কিছু আসেনি তখন । সন্তানদের বাঁচাতে ঘরে ঢুকে পড়েন মহিলা । আগুন উপেক্ষা করে ছেলেকে উদ্ধার করতে পেরে মুখে তখন স্বস্তির হাসি । কিন্তু তাড়াহুড়োয় এক মারাত্মক 'অপরাধ' করে ফেলেছেন । ভুলে গেছেন বাড়ির দেওয়ালে থাকা উত্তর কোরিয়ার শাসক জং পরিবারের ছবিগুলিকে সযত্নে উদ্ধার করতে । আর তার জেরেই শুরু হয়েছে তদন্ত । ইতিমধ্যেই রাজ্য নিরাপত্তা মন্ত্রক (MSS) পুরো ঘটনা খতিয়ে দেখছে । আগুন থেকে ছবি রক্ষা করতে না পারায় জেল পর্যন্তও হতে পারে ওই মহিলার ।
চিন বর্ডার সংলগ্ন উত্তর কোরিয়ার অনসং এলাকা । 30 ডিসেম্বর ওই এলাকার দুই পরিবার বাড়িতে বাচ্চাদের রেখে বেরিয়েছিলেন । হঠাৎই খবর পান আগুন লেগেছে বাড়িতে । নিজেদের সন্তান বাঁচাতে তড়িঘড়ি ঘরে ঢুকে পড়েন তাঁরা । এর মধ্য এক পরিবার নিজেদের ছেলে-মেয়েদের পাশাপাশি দেওয়ালে থাকা শাসক পরিবারের ছবিগুলিও উদ্ধার করতে সক্ষম হয়েছেন । কিন্তু আর এক মা নিজের সন্তান বাঁচাতে গিয়ে রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । তাই এক পরিবার যখন পুরো এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে, অন্য পরিবার গুরুতর শাস্তির শঙ্কায় দিন গুনছে ।
উত্তর কোরিয়ায় প্রশাসনের তরফে নিয়ম রয়েছে, প্রতিটি ঘরে শাসক পরিবারের নেতা কিম II জং ও কিম জং IL সহ অন্যদের ছবি রাখতে হবে । এমনকী বিষয়টি সঠিকভাবে পালন করা হচ্ছে কি না তা জানার জন্য পরে পর্যবেক্ষকদেরও পাঠানো হয় । হার্মিট কিংডমের আইন অনুসারে, সশরীরে উপস্থিত থাকলে কিম পরিবারের সমস্ত সদস্যদের যেভাবে সম্মান দিতে হয় ঠিক সেভাবেই ছবিগুলিকে সম্মান দিতে হবে । যদি ছবিগুলির সঠিক যত্ন না নেওয়া হয় তাহলে তা গুরুতর অপরাধ । তাই এই ঘটনায় যদি সংশ্লিষ্ট মহিলা দোষী সাব্যস্ত হন তাহলে দীর্ঘদিনের জেল হেপাজত হতে পারে তাঁর । এমনকী তদন্তের জন্য নিজের সন্তানকে হাসপাতালে নিয়ে শুশ্রূষা করতে পারেননি তিনি । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, অনেকেই ওই পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু ভয়ে আর এগিয়ে আসতে পারেননি ।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় যারা বন্যা এবং আগুন থেকে কিম পরিবারের ছবিগুলিকে রক্ষা করেন মানুষজনের কাছে রীতিমতো হিরো হিসেবে বিবেচিত হন । এক সাক্ষাৎকারে একবার স্থানীয় এক বাসিন্দা একটি ঘটনার কথা বলেন । একবার একটি বাড়িতে আগুন লাগে । কয়েকজন ছেলে-মেয়েকে ছবি আঁকড়ে ধরে আগুনে পুড়তে দেখা গেছিল । এইরকম একাধিক ঘটনার দৃষ্টান্ত রয়েছে উত্তর কোরিয়ার অলিতে-গলিতে ।
তবে এখানেই শেষ নয়, শাসক পরিবারের ছবিগুলি কীভাবে ঝোলানো হবে বা বাড়ির মধ্যে রাখা হবে তা নিয়েও একাধিক নিয়ম রয়েছে । প্রথমত এই ছবিগুলি থাকার ঘরে দেওয়ালের সবচেয়ে উঁচুতে রাখতে হবে । যাতে কেউ সেই ছবির উচ্চতা বরাবর দাঁড়াতে না পারে । অবশ্যই পরিষ্কার রাখতে হবে ছবিগুলি । অল্প একটু ধুলো পড়লেও জরিমানা হতে পারে । এক্ষেত্রে ধূলোর পরিমাণ অনুযায়ী বাড়তে পারে শাস্তি । তবে শুধুমাত্র বাড়ির দেওয়াল নয় উত্তর কোরিয়ার স্কুল, রেলস্টেশন ও সাবওয়েতেও থাকে কিম পরিবারের ছবি ।
আপাতত জিজ্ঞাসাবাদের সম্মুখীন ওই মা । ছেলে বাঁচালেও রক্ষা করতে পারেননি শাসক পরিবারের ছবি । মায়ের কোল ভরলেও শাসকের নিয়মে তিনি অপরাধী । এখন শুধু শাস্তি ঘোষণার অপেক্ষা।