ETV Bharat / international

কাবুলের উপরাষ্ট্রপতিকে লক্ষ্য করে বোমা, 10 জনের মৃত্যু - Kabul bomb targets VP, kills 2 civilians: Afghan officials

আফগানিস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান সালেহ র উপর এর আগেও হামলা হয়েছে ।

Kabul
Kabul
author img

By

Published : Sep 9, 2020, 7:04 PM IST

কাবুল, 9 সেপ্টেম্বর : রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল । বুধবার সকালে কাবুলের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ-এর কনভয় কে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । তিনি প্রাণে বাঁচলেও বিস্ফোরণে মৃত্যু হয়েছে 10 জনের ।

হামলার পর ফেসবুকে এই হামলার কথা স্বীকার করে সালেহর দপ্তরের মুখপাত্র রাজওয়ান মুরাদ লেখেন, “আজ আরও একবার আফগানিস্তানের শত্রুরা সালেহ র ক্ষতি করার চেষ্টা করেছে । কিন্তু তারা তাদের খারাপ উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে এবং সালেহ প্রাণে বেঁচে গেছেন ।” তিনি আরও বলেন, “সালেহর গাড়ি কনভয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল । এই ঘটনায় তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছে ।”

আফগানিস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান সালেহ র উপর এর আগেও হামলা হয়েছে । বুধবারের হামলার পর টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, “আমি সুস্থ আছি । শুধু শরীরের কয়েক টি জায়গা সামান্য পুড়ে গেছে ।”

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন । ঘটনায় তালিবানদের হাত আছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল । যদিও ঘটনার পিছনে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালিবান ।

কাবুল, 9 সেপ্টেম্বর : রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল । বুধবার সকালে কাবুলের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ-এর কনভয় কে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । তিনি প্রাণে বাঁচলেও বিস্ফোরণে মৃত্যু হয়েছে 10 জনের ।

হামলার পর ফেসবুকে এই হামলার কথা স্বীকার করে সালেহর দপ্তরের মুখপাত্র রাজওয়ান মুরাদ লেখেন, “আজ আরও একবার আফগানিস্তানের শত্রুরা সালেহ র ক্ষতি করার চেষ্টা করেছে । কিন্তু তারা তাদের খারাপ উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে এবং সালেহ প্রাণে বেঁচে গেছেন ।” তিনি আরও বলেন, “সালেহর গাড়ি কনভয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল । এই ঘটনায় তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছে ।”

আফগানিস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান সালেহ র উপর এর আগেও হামলা হয়েছে । বুধবারের হামলার পর টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, “আমি সুস্থ আছি । শুধু শরীরের কয়েক টি জায়গা সামান্য পুড়ে গেছে ।”

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন । ঘটনায় তালিবানদের হাত আছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল । যদিও ঘটনার পিছনে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালিবান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.