ETV Bharat / international

ইউক্রেনের বিমান কি ইরানের মিজ়াইল হামলার শিকার ? ট্রাম্প উসকে দিলেন জল্পনা

বিমানটি ভেঙে পড়ার সময়ের উপগ্রহের ছবি ও রাডার থেকে সংগৃহীত তথ্য জোগাড় করেছে অ্যামেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম । সেই তথ্য থেকে দেখা গেছে, বিমানটি ভেঙে পড়ার কিছুক্ষণ আগে ইরানের তরফে একটি মিজ়াইল ছোড়া হয়েছিল ।

plane
বিমান
author img

By

Published : Jan 10, 2020, 1:44 AM IST

Updated : Jan 10, 2020, 3:38 AM IST

ওয়াশিংটন, 10 জানুয়ারি : ইরানের মিজ়াইল হামলার জেরেই কি বৃহস্পতিবার তেহরানের অদূরে ভেঙে পড়েছিল ইউক্রেনের যাত্রীবাহী বিমান ? অ্যামেরিকার সংবাদমাধ্যম এনিয়ে প্রশ্ন তোলার পর জল্পনা আরও উসকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বিমান ভেঙে পড়ার প্রসঙ্গে গতকাল তিনি বলেন, "কেউ কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির জেরেই এটা ঘটেছে । তবে আমার মনে হয় আরও ভয়ংকর কিছু ঘটেছে । " ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্প তাঁর এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষে অভিযোগ তুলেছেন, ইরানের মিজ়াইল হামলার জেরেই বিমানটি ভেঙে পড়েছিল ।

বিমানটি ভেঙে পড়ার সময়ের উপগ্রহের ছবি ও রাডার থেকে সংগৃহীত তথ্য জোগাড় করেছে অ্যামেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম । সেই তথ্য থেকে দেখা গেছে, বিমানটি ভেঙে পড়ার কিছুক্ষণ আগে ইরানের তরফে একটি মিজ়াইল ছোড়া হয়েছিল । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরানের সেনা মিজ়াইলটি ছুড়েছিল । আকাশপথে বিমানটি যে দিকে যাচ্ছিল, মিজ়াইলটির গতিপথও সেদিকে ছিল । নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার কয়েকজন বিশেষজ্ঞ সেনা আধিকারিকের মতে মিজ়াইল হামলার জেরেই বিমানটি ভেঙে পড়ে ।

বিমানের ধ্বংসাবশেষের একটি ছবি ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে । ছবিতে দেখা গেছে, বিমানের বাইরের অংশে অসংখ্য ছিদ্র । বিশেষজ্ঞদের মতে, রকেট বা মিজ়াইল হানায় ক্ষতিগ্রস্ত হলে বিমানের বাইরের অংশে এমন ছিদ্র হয় । রকেট বা মিজ়াইলের স্প্লিন্টারের আঘাতে সাধারণত এমন ছিদ্র হয় । 2014 সালে মালয়েশিয়ার একটি বিমান ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় রাশিয়ার মিজ়াইলের আঘাতে সেটি ভেঙে পড়ে । সেই বিমানটির বাইরের অংশেও এমন অসংখ্য ছিদ্র লক্ষ্য করেছিল তদন্তকারী দল ।

গতকাল 176 জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ার পর প্রাথমিকভাবে ইউক্রেন জানিয়েছিল দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি । কিন্তু পরবর্তীতে তারা জানায় দুর্ঘটনার তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে । ইরান ইতিমধ্যে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তের জন্য তারা বিমানটির ব্ল্যাকবক্স বোয়িং কম্পানি (অ্যামেরিকার এই কম্পানি বিমানটি তৈরি করেছিল) বা অ্যামেরিকার সরকারের হাতে তুলে দেবে না । তবে বোয়িং চাইলে দুর্ঘটনার তদন্তে ইরানের সহযোগী হতে পারে । ইরানের এই বিবৃতির পর বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ইউক্রেন রাষ্ট্রসংঘের নিঃশর্ত সমর্থন ও সহযোগিতা চেয়েছে ।

বিমান দুর্ঘটনা নিয়ে এই জল্পনার মাঝে গতকাল ট্রাম্প বলেন, "বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে কি না, তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান । বিমানটি যে এলাকা দিয়ে উড়ছিল তা খুবই বিপজ্জনক । তাই কারও ভুলের জেরে এমনটা (বিমানে মিজ়াইল হামলা) হতেই পারে । " উল্লেখ্য, বিমান ভেঙে পড়ার ঘটনায় ট্রাম্প পরোক্ষে ইরানকে দায়ি করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি দাবি করেছেন, তাদের হাতে যে তথ্য রয়েছে তাতে স্পষ্ট যে, ইরানের মিজ়াইল হানায় বিমানটি ভেঙে পড়েছে । ট্রুডোর এই দাবির পর ইরান কানাডা সরকারের কাছে সেই তথ্য চেয়ে অনুরোধ করেছে ।

ওয়াশিংটন, 10 জানুয়ারি : ইরানের মিজ়াইল হামলার জেরেই কি বৃহস্পতিবার তেহরানের অদূরে ভেঙে পড়েছিল ইউক্রেনের যাত্রীবাহী বিমান ? অ্যামেরিকার সংবাদমাধ্যম এনিয়ে প্রশ্ন তোলার পর জল্পনা আরও উসকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বিমান ভেঙে পড়ার প্রসঙ্গে গতকাল তিনি বলেন, "কেউ কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির জেরেই এটা ঘটেছে । তবে আমার মনে হয় আরও ভয়ংকর কিছু ঘটেছে । " ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্প তাঁর এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষে অভিযোগ তুলেছেন, ইরানের মিজ়াইল হামলার জেরেই বিমানটি ভেঙে পড়েছিল ।

বিমানটি ভেঙে পড়ার সময়ের উপগ্রহের ছবি ও রাডার থেকে সংগৃহীত তথ্য জোগাড় করেছে অ্যামেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম । সেই তথ্য থেকে দেখা গেছে, বিমানটি ভেঙে পড়ার কিছুক্ষণ আগে ইরানের তরফে একটি মিজ়াইল ছোড়া হয়েছিল । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরানের সেনা মিজ়াইলটি ছুড়েছিল । আকাশপথে বিমানটি যে দিকে যাচ্ছিল, মিজ়াইলটির গতিপথও সেদিকে ছিল । নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার কয়েকজন বিশেষজ্ঞ সেনা আধিকারিকের মতে মিজ়াইল হামলার জেরেই বিমানটি ভেঙে পড়ে ।

বিমানের ধ্বংসাবশেষের একটি ছবি ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে । ছবিতে দেখা গেছে, বিমানের বাইরের অংশে অসংখ্য ছিদ্র । বিশেষজ্ঞদের মতে, রকেট বা মিজ়াইল হানায় ক্ষতিগ্রস্ত হলে বিমানের বাইরের অংশে এমন ছিদ্র হয় । রকেট বা মিজ়াইলের স্প্লিন্টারের আঘাতে সাধারণত এমন ছিদ্র হয় । 2014 সালে মালয়েশিয়ার একটি বিমান ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় রাশিয়ার মিজ়াইলের আঘাতে সেটি ভেঙে পড়ে । সেই বিমানটির বাইরের অংশেও এমন অসংখ্য ছিদ্র লক্ষ্য করেছিল তদন্তকারী দল ।

গতকাল 176 জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ার পর প্রাথমিকভাবে ইউক্রেন জানিয়েছিল দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি । কিন্তু পরবর্তীতে তারা জানায় দুর্ঘটনার তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে । ইরান ইতিমধ্যে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তের জন্য তারা বিমানটির ব্ল্যাকবক্স বোয়িং কম্পানি (অ্যামেরিকার এই কম্পানি বিমানটি তৈরি করেছিল) বা অ্যামেরিকার সরকারের হাতে তুলে দেবে না । তবে বোয়িং চাইলে দুর্ঘটনার তদন্তে ইরানের সহযোগী হতে পারে । ইরানের এই বিবৃতির পর বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ইউক্রেন রাষ্ট্রসংঘের নিঃশর্ত সমর্থন ও সহযোগিতা চেয়েছে ।

বিমান দুর্ঘটনা নিয়ে এই জল্পনার মাঝে গতকাল ট্রাম্প বলেন, "বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে কি না, তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান । বিমানটি যে এলাকা দিয়ে উড়ছিল তা খুবই বিপজ্জনক । তাই কারও ভুলের জেরে এমনটা (বিমানে মিজ়াইল হামলা) হতেই পারে । " উল্লেখ্য, বিমান ভেঙে পড়ার ঘটনায় ট্রাম্প পরোক্ষে ইরানকে দায়ি করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি দাবি করেছেন, তাদের হাতে যে তথ্য রয়েছে তাতে স্পষ্ট যে, ইরানের মিজ়াইল হানায় বিমানটি ভেঙে পড়েছে । ট্রুডোর এই দাবির পর ইরান কানাডা সরকারের কাছে সেই তথ্য চেয়ে অনুরোধ করেছে ।

New Delhi, Jan 09 (ANI): Ministry of Human Resource Development (MHRD) Secretary Amit Khare on January 09 held a meeting with Jawaharlal Nehru University Teachers' Association (JNUTA) and leaders of University's student union. "Whatever has happened in last few days is extremely sad. Students have a list of grievances. The teachers also have grievances against administration, we are trying to resolve all of them," said Secretary of MHRD, Amit Khare, after the meeting. Khare has called the Vice Chancellor and JNUSU leaders tomorrow 3 pm (January 10).

Last Updated : Jan 10, 2020, 3:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.