নিউ ইয়র্ক, 12 মে : আবারও খবরের শিরোনামে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ ৷ যা নিয়ে চিন্তায় রাষ্ট্রপুঞ্জ-সহ বাকি দেশগুলিও ৷ মঙ্গলবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের ভারতীয় অ্যাম্বাসাডর টিএস ত্রিমূর্তি ৷ তিনি দু'টি দেশকেই তাদের স্থিতাবস্থা থেকে সরে না যেতে অনুরোধ করেন ৷
পূর্ব জেরুজালেমে বাড়তে থাকা এই সংঘর্ষ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ত্রিমূর্তি হারাম আল-শরিফ/টেম্পল মাউন্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ৷ তাঁর কথায়, "হারাম আর শরিফ, টেম্পল মাউন্টে হিংসাত্ম ঘটনা, শেখ জারাহ, সিলওয়ানের পার্শ্ববর্তী অঞ্চলের উচ্ছেদ নিয়ে তিনি চিন্তিত ৷" গাজার রকেট আক্রমণ বন্ধ করা হোক এখনই, সঙ্গে সরাসরি শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি ৷
শ'য়ে শ'য়ে রকেট নিয়ে আক্রমণ চালিয়েছে গাজা, এর জবাব দিতে প্রতিআক্রমণ চালিয়েছে ইজরায়েলও ৷ মারা গিয়েছেন দু'জন মহিলা, যার মধ্যে একজন ভারতীয় ৷
আরো পড়ুন: গাজার রকেট হানায় ইজরায়েলে এক ভারতীয় মহিলার মৃত্যু
প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী ইজরায়েলের প্রতি আক্রমণে গাজায় অন্ততপক্ষে 10 জন শিশু-সহ 28 জন মারা গিয়েছেন ৷ আহতের সংখ্যা এখনো পর্যন্ত 152-রও বেশি ৷ ইজরায়েলের সামরিক দফতরের হিসেব অনুযায়ী তারা 15 জনেরও বেশি সেনাকে মেরেছে ৷
মঙ্গলবার, হামাস জানিয়েছে, প্রায় পাঁচ মিনিটের মধ্যে 137 টি রকেট পাঠিয়ে আক্রমণ চালিয়ে তারা আয়রন ডোম মিসাইল-এর প্রতিরক্ষা ক্ষমতা যাচাই করে দেখছিল ৷ এর পর ঘণ্টাখানেকও কাটেনি, অন্য আরেকটি হামলায় প্রাণ গিয়েছে দুই মহিলার ৷
সোমবার বিকেল থেকে মঙ্গবার দুপুর পর্যন্ত 630টিরও বেশি রকেট দিয়ে আক্রমণ চালানো হয়েছে ইজরায়েলে ৷ যার মধ্যে 200টি আয়রন ডোম মিসাইল-এর প্রতিরক্ষা ব্যাটারির মাধ্যমে আটকানো গেলেও 150টি আছড়ে পড়েছে ৷
-
In #UNSC meet on escalation in East #Jerusalem & related events, I said:
— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) May 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹Deeply concerned at clashes & violence in Haram Al Sharif/Temple Mount
🔹Equally concerned about evictions in Sheikh Jarrah & Silwan neighbourhoods
🔹Both sides to avoid changing status-quo on ground
1/2 pic.twitter.com/CcQ3Vj6SNL
">In #UNSC meet on escalation in East #Jerusalem & related events, I said:
— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) May 11, 2021
🔹Deeply concerned at clashes & violence in Haram Al Sharif/Temple Mount
🔹Equally concerned about evictions in Sheikh Jarrah & Silwan neighbourhoods
🔹Both sides to avoid changing status-quo on ground
1/2 pic.twitter.com/CcQ3Vj6SNLIn #UNSC meet on escalation in East #Jerusalem & related events, I said:
— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) May 11, 2021
🔹Deeply concerned at clashes & violence in Haram Al Sharif/Temple Mount
🔹Equally concerned about evictions in Sheikh Jarrah & Silwan neighbourhoods
🔹Both sides to avoid changing status-quo on ground
1/2 pic.twitter.com/CcQ3Vj6SNL
আন্তর্জাতিক সংগঠনগুলির তরফে বারে বারে দু'দেশের মধ্যে এই যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ আলোচনা করতে বলা হয়েছে ৷
টাইমস অফ ইজরায়েল রিপোর্ট-
বর্তমানে প্যালেস্তাইনের নাগরিকরা যেখানে বাড়ি বানিয়ে স্থায়ী বসবাস গড়ে তুলেছে, সেই জায়গাটা আসলে ইহুদি ধর্মীয় সংগঠনের ৷ 1948 সালে ইজরায়েল প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই ৷
300 জন প্যালেস্তাইনবাসী রাবার বুলেটের আঘাতে গুরুতর জখম হয়েছেন, অনেকেরই মাথা, চোখ আর চোয়ালে লেগেছে ৷