ETV Bharat / international

কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় আত্মঘাতী জঙ্গি হানা, মৃত 25 - আত্মঘাতী জঙ্গি হানায় মৃত 25

সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ বহু অতিথি ছিলেন ৷ সেখানেই হানা দেয় আত্মঘাতী বন্দুকবাজরা ৷

Suicide bomber attack 25 person died at Kabul University
Suicide bomber attack 25 person died at Kabul University
author img

By

Published : Nov 2, 2020, 7:27 PM IST

কাবুল (আফগানিস্তান), 2 নভেম্বর : কাবুল বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী জঙ্গিহানা ৷ ঘটনায় মৃত্যু হল কম পক্ষে 25 জনের ৷ নিরপত্তারক্ষীদের সঙ্গে আত্মঘাতী বন্দুকবাজদের গুলির লড়াই চলে ঘণ্টা খানেক ধরে ৷

সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ বহু অতিথি ছিলেন ৷ সেখানেই হানা দেয় বন্দুকবাজরা ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ৷ আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান সংবাদ সংস্থাকে জানান, কাবুল বিশ্ববিদ্যালয়ে তিন বন্দুকবাজের অতর্কিত হানায় কম পক্ষে 25 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা জানা যায়নি ৷ হতাহতের মধ্য়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া রয়েছে ৷ গোটা ঘটনা ঘটায় তিন জঙ্গি ৷ তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ৷ নিরপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় অন্য দুই জঙ্গির ৷

বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি ৷ তাঁর মতে, হেলমন্দের তালিবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর বদলা নিতেই এই হামলা চালিয়েছে জঙ্গিরা ৷

কাবুল (আফগানিস্তান), 2 নভেম্বর : কাবুল বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী জঙ্গিহানা ৷ ঘটনায় মৃত্যু হল কম পক্ষে 25 জনের ৷ নিরপত্তারক্ষীদের সঙ্গে আত্মঘাতী বন্দুকবাজদের গুলির লড়াই চলে ঘণ্টা খানেক ধরে ৷

সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ বহু অতিথি ছিলেন ৷ সেখানেই হানা দেয় বন্দুকবাজরা ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ৷ আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান সংবাদ সংস্থাকে জানান, কাবুল বিশ্ববিদ্যালয়ে তিন বন্দুকবাজের অতর্কিত হানায় কম পক্ষে 25 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা জানা যায়নি ৷ হতাহতের মধ্য়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া রয়েছে ৷ গোটা ঘটনা ঘটায় তিন জঙ্গি ৷ তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ৷ নিরপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় অন্য দুই জঙ্গির ৷

বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি ৷ তাঁর মতে, হেলমন্দের তালিবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর বদলা নিতেই এই হামলা চালিয়েছে জঙ্গিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.