ETV Bharat / international

মিজ়াইলের পর রকেট, এবার লক্ষ্য বাগদাদে অ্যামেরিকার দূতাবাস

author img

By

Published : Jan 9, 2020, 4:57 AM IST

Updated : Jan 9, 2020, 5:16 AM IST

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, 'গ্রিন জ়োন' লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয় । তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । উল্লেখ্য, বাগদাদের 'গ্রিন জ়োন'-এ রয়েছে অ্যামেরিকা সহ একাধিক দেশের দূতাবাস । অ্যামেরিকার দূতাবাসে হামলা চালানোর জন্য রকেট ছোড়া হয়েছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

rocket
রকেট হামলা

বাগদাদ, 9 জানুয়ারি : ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ সুরক্ষিত এলাকা 'গ্রিন জ়োন' লক্ষ্য করে বৃহস্পতিবার গভীর রাতে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান মিজ়াইল হামলা চালানোর 24 ঘণ্টার মধ্যে বাগদাদের 'গ্রিন জ়োন'-এ এই রকেট হামলা হয় ।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, 'গ্রিন জ়োন' লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয় । তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । উল্লেখ্য, বাগদাদের 'গ্রিন জ়োন'-এ রয়েছে অ্যামেরিকা সহ একাধিক দেশের দূতাবাস । অ্যামেরিকার দূতাবাসে হামলা চালানোর জন্য রকেট ছোড়া হয়েছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

অ্যামেরিকার তরফে অভিযোগ করা হয়েছে, এই হামলার পেছনে রয়েছে ভাড়াটে সেনাদের সংগঠন হাশেদ আল-শাবি । ইরাকের এই সংগঠন তেহরানের বিশেষ ঘনিষ্ঠ । অ্যামেরিকার ড্রোন হামলায় ইরানের জেনেরাল কাসেম সুলেইমানির সঙ্গে নিহত হয়েছিলেন আবু মাহদি আল-মুহান্দিস । তিনি হাশেদ আল-শাবির উপ-প্রধান ছিলেন । মুহান্দিস নিহত হওয়ার পর হাশেদ আল-শাবি ঘোষণা করেছিল তারা তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নেবে ।

বাগদাদ, 9 জানুয়ারি : ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ সুরক্ষিত এলাকা 'গ্রিন জ়োন' লক্ষ্য করে বৃহস্পতিবার গভীর রাতে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান মিজ়াইল হামলা চালানোর 24 ঘণ্টার মধ্যে বাগদাদের 'গ্রিন জ়োন'-এ এই রকেট হামলা হয় ।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, 'গ্রিন জ়োন' লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয় । তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । উল্লেখ্য, বাগদাদের 'গ্রিন জ়োন'-এ রয়েছে অ্যামেরিকা সহ একাধিক দেশের দূতাবাস । অ্যামেরিকার দূতাবাসে হামলা চালানোর জন্য রকেট ছোড়া হয়েছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

অ্যামেরিকার তরফে অভিযোগ করা হয়েছে, এই হামলার পেছনে রয়েছে ভাড়াটে সেনাদের সংগঠন হাশেদ আল-শাবি । ইরাকের এই সংগঠন তেহরানের বিশেষ ঘনিষ্ঠ । অ্যামেরিকার ড্রোন হামলায় ইরানের জেনেরাল কাসেম সুলেইমানির সঙ্গে নিহত হয়েছিলেন আবু মাহদি আল-মুহান্দিস । তিনি হাশেদ আল-শাবির উপ-প্রধান ছিলেন । মুহান্দিস নিহত হওয়ার পর হাশেদ আল-শাবি ঘোষণা করেছিল তারা তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নেবে ।

Chennai, Jan 09 (ANI): Cafe in Chennai gives a glimpse of magnificent fictional world of 'Pandora' from 'Avatar'. James Camerson's flick 'Avatar' broke all records after it hit theatres worldwide. This unique Chennai cafe is a must visit for all 'Avatar' enthusiasts. Live fountains and 3D wall paintings bring out theme of cafe. Colourful fluidic steps in the cafe are another attraction for visitors. There is a life-size Pandora inhabitant Na'vi for a perfect picture.
Last Updated : Jan 9, 2020, 5:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.