ETV Bharat / international

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 73 - তুরস্কে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে হলো 73

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক বহুতল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Death count rises to 73 in Turkey after earthquake
তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল 73
author img

By

Published : Nov 2, 2020, 7:15 AM IST

আঙ্কারা, 2 নভেম্বর : তুরস্কের পশ্চিম ইজমির প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 73 । তুরস্কের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে একথা জানানো হয়েছে ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, 73 জনের মৃত্যু এবং 961 জন আহত হয়েছে । শুক্রবার পর্যন্ত ইজমির প্রদেশে ভূমিকম্পের জেরে 69 জনের মৃত্যু হয় এবং 949 জন আহত হয় । তুরস্কের পরিবেশ এবং নগরোন্নয়ন মন্ত্রী মুরাদ কুরুম জানান, “ভূমিকম্পের জেরে ইজমির প্রদেশের 40টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । পাশাপাশি কয়েক হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ।”

শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের বিস্তীর্ণ এলাকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7 ৷ ভূমিকম্পের প্রভাব পড়ে গ্রিসের স্যামোস দ্বীপেও ৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ ভেঙে পড়ে একাধিক বহুতল ৷

আঙ্কারা, 2 নভেম্বর : তুরস্কের পশ্চিম ইজমির প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 73 । তুরস্কের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে একথা জানানো হয়েছে ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, 73 জনের মৃত্যু এবং 961 জন আহত হয়েছে । শুক্রবার পর্যন্ত ইজমির প্রদেশে ভূমিকম্পের জেরে 69 জনের মৃত্যু হয় এবং 949 জন আহত হয় । তুরস্কের পরিবেশ এবং নগরোন্নয়ন মন্ত্রী মুরাদ কুরুম জানান, “ভূমিকম্পের জেরে ইজমির প্রদেশের 40টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । পাশাপাশি কয়েক হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ।”

শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের বিস্তীর্ণ এলাকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7 ৷ ভূমিকম্পের প্রভাব পড়ে গ্রিসের স্যামোস দ্বীপেও ৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ ভেঙে পড়ে একাধিক বহুতল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.