ETV Bharat / international

"দেশে ফিরতে চাই", আবেদন ওমানে আটকে থাকা 30 ভারতীয় শ্রমিকের

author img

By

Published : Feb 21, 2020, 8:21 PM IST

মাসকাটে আটকে রয়েছে ঝাড়খণ্ডের কমপক্ষে 30 জনেরও বেশি শ্রমিক । দেশে ফিরতে চেয়ে আবেদন প্রধানমন্ত্রীর কাছে ।

Oman
ফাইল ছবি

মাসকাট ও দিল্লি, 21 ফেব্রুয়ারি : ওমানে আটকে রয়েছে কমপক্ষে 30 জন ভারতীয় শ্রমিক । এরা সকলেই ওমানের রাজধানী মাসকাটে একটি বেসরকারি সংস্থায় কাজ করে । অভিযোগ, বিগত প্রায় 6 মাস ধরে কোনও বেতন পাচ্ছে না তারা । তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইতিমধ্যে অনুরোধও করেছে ওই শ্রমিকরা ।

ঘটনাটি নজরে এসেছে সেখানকার ভারতীয় দূতাবাসেরও । ওমানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে । পাশাপাশি ওমানের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও কথা বলছেন দূতাবাসের আধিকারিকরা । শ্রমিকদের আইনি পরামর্শও দিচ্ছে ভারতীয় দূতাবাস । শ্রমিকদের যাতে কোনওরকম অসুবিধার মুখে পড়তে না হয়, সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস ।

  • Embassy of India in Oman: This case has recently come to the notice of the Embassy. We are in touch with the workers as well as the concerned Omani authorities and have also provided legal advice. We will extend the necessary support towards resolution of issues of these workers. https://t.co/FpLhHrqfYo

    — ANI (@ANI) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আটকে পড়া ওই 30 জন শ্রমিকেরই বাড়ি ঝাড়খণ্ডে । ওমানের ভারতীয় দূতাবাসের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকেও এই বিষয়টি জানানো হয়েছে ।

মাসকাট ও দিল্লি, 21 ফেব্রুয়ারি : ওমানে আটকে রয়েছে কমপক্ষে 30 জন ভারতীয় শ্রমিক । এরা সকলেই ওমানের রাজধানী মাসকাটে একটি বেসরকারি সংস্থায় কাজ করে । অভিযোগ, বিগত প্রায় 6 মাস ধরে কোনও বেতন পাচ্ছে না তারা । তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইতিমধ্যে অনুরোধও করেছে ওই শ্রমিকরা ।

ঘটনাটি নজরে এসেছে সেখানকার ভারতীয় দূতাবাসেরও । ওমানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে । পাশাপাশি ওমানের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও কথা বলছেন দূতাবাসের আধিকারিকরা । শ্রমিকদের আইনি পরামর্শও দিচ্ছে ভারতীয় দূতাবাস । শ্রমিকদের যাতে কোনওরকম অসুবিধার মুখে পড়তে না হয়, সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস ।

  • Embassy of India in Oman: This case has recently come to the notice of the Embassy. We are in touch with the workers as well as the concerned Omani authorities and have also provided legal advice. We will extend the necessary support towards resolution of issues of these workers. https://t.co/FpLhHrqfYo

    — ANI (@ANI) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আটকে পড়া ওই 30 জন শ্রমিকেরই বাড়ি ঝাড়খণ্ডে । ওমানের ভারতীয় দূতাবাসের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকেও এই বিষয়টি জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.