ইসলামাবাদ, 9 মার্চ : মারা গিয়েছেন জঙ্গি জাহুর মিস্ত্রি ইব্রাহিম ওরফে জাহিদ আখুন্দ ৷ 1999 সালে আফগানিস্তানের কান্দাহারে এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের করাচিতে তার বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছে এই জঙ্গি (Air India flight hijacker terrorist in 1999 death reported in Pakistan) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 1 মার্চ পাকিস্তানের করাচিতে জাহিদ আখুন্দ (Mistry Zahoor Ibrahim alias Zahid Akhund) অজ্ঞাতপরিচয় কয়েকজন গুলি করে হত্যা করে ৷ করাচির আখতার কলোনিতে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে মারা হয় ৷ তার মাথায় দু'টি গুলি লেগেছে ৷ এই জইশ-ই-মহম্মদ জঙ্গি (Jaish-e-Mohammed terrorist) নিজের পরিচয় লুকিয়ে করাচিতে থাকছিলেন ৷ বিগত বেশ কয়েক বছর ধরে আইএসআই তাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Encounter In J&K's Shopian : সোপিয়ানে গুলির লড়াইয়ে নিকেশ জঙ্গি, প্রাণ হারালেন 2 সেনা জওয়ান
1999-এর 24 ডিসেম্বর ৷ ইন্ডিয়ান এয়ারলায়েন্স এয়ারবাস এ300-এর আইসি 814 নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ৷ মাঝ আকাশে অপহরণ করে তালিবানরা বিমানটিকে তাদের ঘাঁটি কান্দাহারে নিয়ে যায় ৷ হরকত-উল-মুজাহিদিন সংগঠন (Harkat-ul-Mujahideen outfit) এই অপহরণ করেছিল বলে অভিযোগ ওঠে ৷
মুশতাক আহমেদ জারগার, আহমেদ ওমর সইদ শেখ এবং মাসুদ আজহার, এই তিন জঙ্গিকে মুক্তির দাবিতে এয়ার ইন্ডিয়ার বিমানটি অপহরণ করেছিল জঙ্গিরা ৷ এখানে 191 জন যাত্রী ছিলেন এবং 15 জন বিমান কর্মী ৷ জঙ্গি আক্রমণে একজন যাত্রী মারা যান এবং অনেকেই জখম হয়েছিলেন ৷ সাতদিন ধরে জঙ্গিরা বিমানটিকে আটকে রাখে ৷ এরপর ভারত সরকার তাদের দাবি মেনে নিলে অপহৃত বিমানযাত্রীদের ছেড়ে দেওয়া হয় ৷ এরপর মুম্বই হামলাতেও এই জঙ্গি সংগঠন জড়িত ছিল বলে অভিযোগ ৷