ইদলিব (সিরিয়া), ৩ মার্চ : সিরিয়ার ইদলিব প্রদেশে আলকায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনের হামলায় ২২ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
সেনার এই ইউনিটের পোস্টিং ছিল ইদলিব প্রদেশের আল-মাসাসনেহ ও লাহায়া গ্রামের কাছে। গতবছরই ইদলিব প্রদেশে এই এলাকাটিকে বাফার জো়ন বলে ঘোষণা করা হয়েছিল। মূলত সেনাকর্মী এবং জঙ্গিদের পরস্পর থেকে দূরে রাখতেই তৈরি করা হয়েছিল এই বাফার জো়ন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এখন এই প্রদেশটির পুনরায় দখল নেওয়ার চেষ্টা করছেন। এলাকায় তুরস্কের সেনাও মেতায়েন রয়েছে।