ETV Bharat / international

সিরিয়ায় আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীর হামলা, মৃত ২২ নিরাপত্তাকর্মী - encounter

সিরিয়ার ইদলিব প্রদেশে আলকায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনের হামলায় ২২ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সিরিয়ায় ২২ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু
author img

By

Published : Mar 3, 2019, 8:13 PM IST

ইদলিব (সিরিয়া), ৩ মার্চ : সিরিয়ার ইদলিব প্রদেশে আলকায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনের হামলায় ২২ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সেনার এই ইউনিটের পোস্টিং ছিল ইদলিব প্রদেশের আল-মাসাসনেহ ও লাহায়া গ্রামের কাছে। গতবছরই ইদলিব প্রদেশে এই এলাকাটিকে বাফার জো়ন বলে ঘোষণা করা হয়েছিল। মূলত সেনাকর্মী এবং জঙ্গিদের পরস্পর থেকে দূরে রাখতেই তৈরি করা হয়েছিল এই বাফার জো়ন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এখন এই প্রদেশটির পুনরায় দখল নেওয়ার চেষ্টা করছেন। এলাকায় তুরস্কের সেনাও মেতায়েন রয়েছে।

ইদলিব (সিরিয়া), ৩ মার্চ : সিরিয়ার ইদলিব প্রদেশে আলকায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনের হামলায় ২২ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সেনার এই ইউনিটের পোস্টিং ছিল ইদলিব প্রদেশের আল-মাসাসনেহ ও লাহায়া গ্রামের কাছে। গতবছরই ইদলিব প্রদেশে এই এলাকাটিকে বাফার জো়ন বলে ঘোষণা করা হয়েছিল। মূলত সেনাকর্মী এবং জঙ্গিদের পরস্পর থেকে দূরে রাখতেই তৈরি করা হয়েছিল এই বাফার জো়ন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এখন এই প্রদেশটির পুনরায় দখল নেওয়ার চেষ্টা করছেন। এলাকায় তুরস্কের সেনাও মেতায়েন রয়েছে।

SHOTLIST:
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
NASA TV - AP CLIENTS ONLY
++COMMENTARY BY SOURCE++
1. Various of SpaceX Dragon capsule approaching the International Space Station
2. Various of capsule docking at space station
3. Capsule docked at space station
STORYLINE:
SPACEX CREW CAPSULE DOCKS AT ISS WITH TEST DUMMY
A new American space capsule, designed to shuttle astronauts, docked at the International Space Station after a 27-hour journey from Cape Canaveral.
The test flight by SpaceX carried a life-size test dummy, named Ripley, after the lead character in the "Alien" movies.
The Dragon capsule will spend five days docked to the orbiting outpost, before making a retro-style splashdown in the Atlantic next Friday.
The Elon Musk founded company is using the flight as a test, before it plans to put two astronauts on board later this year.
NASA recently turned to private companies, SpaceX and Boeing, and has provided them USD 8 billion (GBP 6 billion) to build and operate crew capsules to ferry astronauts to and from the space station.
Currently, Russian rockets are the only way to get astronauts to the 250-mile-high (400 km) outpost.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.