ETV Bharat / international

ফের কাবুলে বিস্ফোরণ, মৃত 2 - Afghanistan car bomb attack

কাবুলে বোমা বিস্ফোরণে মৃত 2 ৷ তাদের মধ্যে একজন পুলিশ কমান্ডারও ছিলেন ৷ আহত হয়েছেন আরও 10 জন ৷

2 guards including police commander killed in Afghanistan car bomb attack
ফের কাবুলে বিস্ফোরণ, মৃত পুলিশ কমান্ডারসহ 2
author img

By

Published : Jul 7, 2020, 8:05 PM IST

কাবুল , 7 জুলাই : ফের বোমা বিস্ফোরণ আফগানিস্তানে ৷ দুই নিরাপত্তাকর্মী বিস্ফোরণে প্রাণ হারান ৷ আজ আফগানিস্তানের নানগরহারের কুজ় কুনার জেলার একটি মার্কেটে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয় ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন ৷

কাবুলের নানগরহারের রাজ্যপালের মুখপাত্র আতাউল্লাহ খোজ্ঞানি আজ আফগানিস্তানের একটি সংবাদমাধ্যমকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দেন ৷ তিনি জানান, " আজ কুজ় কুনার জেলার একটি বাজারে বোমা হামলা হয় ৷ সেখানে একটি গাড়িতে বিস্ফোরণ হয় ৷ ঘটনায় মীর জ়ামান নামের এক পুলিশ কমান্ডার প্রাণ হারিয়েছেন ৷ সঙ্গে প্রাণ হারিয়েছেন আরও 1 নিরাপত্তাকর্মী ৷ আহত হয়েছেন আরও 10 জন ৷ "

গত 12 জুনই দক্ষিণ কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে প্রাণ হারান কমপক্ষে 4 জন । বিগত কয়েকমাস ধরেই অশান্ত আফগানিস্তান ৷ একের পর এক হয়ে চলেছে বোমা বিস্ফোরণ ৷ আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের সদস্যরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের সৃষ্টি করছে । গতমাসের শুরুতেই এক IS জঙ্গি কাবুলের একটি মসজিদে হামলা চালায় । আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারান মৌলবি এবং আহত হন 8 জন ।

কাবুল , 7 জুলাই : ফের বোমা বিস্ফোরণ আফগানিস্তানে ৷ দুই নিরাপত্তাকর্মী বিস্ফোরণে প্রাণ হারান ৷ আজ আফগানিস্তানের নানগরহারের কুজ় কুনার জেলার একটি মার্কেটে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয় ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন ৷

কাবুলের নানগরহারের রাজ্যপালের মুখপাত্র আতাউল্লাহ খোজ্ঞানি আজ আফগানিস্তানের একটি সংবাদমাধ্যমকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দেন ৷ তিনি জানান, " আজ কুজ় কুনার জেলার একটি বাজারে বোমা হামলা হয় ৷ সেখানে একটি গাড়িতে বিস্ফোরণ হয় ৷ ঘটনায় মীর জ়ামান নামের এক পুলিশ কমান্ডার প্রাণ হারিয়েছেন ৷ সঙ্গে প্রাণ হারিয়েছেন আরও 1 নিরাপত্তাকর্মী ৷ আহত হয়েছেন আরও 10 জন ৷ "

গত 12 জুনই দক্ষিণ কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে প্রাণ হারান কমপক্ষে 4 জন । বিগত কয়েকমাস ধরেই অশান্ত আফগানিস্তান ৷ একের পর এক হয়ে চলেছে বোমা বিস্ফোরণ ৷ আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের সদস্যরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের সৃষ্টি করছে । গতমাসের শুরুতেই এক IS জঙ্গি কাবুলের একটি মসজিদে হামলা চালায় । আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারান মৌলবি এবং আহত হন 8 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.