ETV Bharat / international

কাবুলে 19 আইএস জঙ্গি গ্রেফতার - গ্রেপ্তার

আফগানিস্তানের গভর্নর জ়িয়াউলহক আমরখিল সংবাদ সংস্থা জ়িনহুয়াকে জানিয়েছেন, গ্রেফতার করা জঙ্গিদের মধ্য়ে 17 জন আই এস জঙ্গি ৷ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বোম জ্য়াকেট, পিস্তল, মাইন সহ বেশ কিছু অত্য়াধুনিক অস্ত্র ছিল তাদের কাছে ৷

terrorists
ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 15, 2021, 9:43 PM IST

কাবুল, 15 মার্চ : আফগানিস্তানের কাবুলে পরপর দুটি বিস্ফোরণ ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ প্রথম বিস্ফোরণটি ঘটে সারকারিজ় এলাকায় এবং দ্বিতীয় বিস্ফোরণটি হয় কাবুলের ছ নম্বর জেলায় ৷

এদিকে গতকালই 19 জঙ্গিকে গ্রেফতার করেছে আফগানিস্তানের ন্য়াশনাল ইন্টেলিজেন্স এজেন্সি ৷ তাদের প্রত্য়েককে জালালাবাদ, সুরখ রোড, সিনওয়ার এবং বেহেসুদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷

আরও পড়ুন- তৃণমূলে যোগ দিয়েই বড় পদে যশবন্ত সিনহা

আফগানিস্তানের গভর্নর জ়িয়াউলহক আমরখিল সংবাদ সংস্থা জ়িনহুয়াকে জানিয়েছেন, গ্রেফতার করা জঙ্গিদের মধ্য়ে 17 জন আই এস জঙ্গি ৷ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বোম জ্য়াকেট, পিস্তল, মাইন সহ বেশ কিছু অত্য়াধুনিক অস্ত্র ছিল তাদের কাছে ৷

এছাড়াও অন্য় একটি এলাকর তল্লাশি অভিযানে আগ্নেযাস্ত্র সহ তিন তালিবান জঙ্গিকে গ্রেফতার করেছে৷

কাবুল, 15 মার্চ : আফগানিস্তানের কাবুলে পরপর দুটি বিস্ফোরণ ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ প্রথম বিস্ফোরণটি ঘটে সারকারিজ় এলাকায় এবং দ্বিতীয় বিস্ফোরণটি হয় কাবুলের ছ নম্বর জেলায় ৷

এদিকে গতকালই 19 জঙ্গিকে গ্রেফতার করেছে আফগানিস্তানের ন্য়াশনাল ইন্টেলিজেন্স এজেন্সি ৷ তাদের প্রত্য়েককে জালালাবাদ, সুরখ রোড, সিনওয়ার এবং বেহেসুদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷

আরও পড়ুন- তৃণমূলে যোগ দিয়েই বড় পদে যশবন্ত সিনহা

আফগানিস্তানের গভর্নর জ়িয়াউলহক আমরখিল সংবাদ সংস্থা জ়িনহুয়াকে জানিয়েছেন, গ্রেফতার করা জঙ্গিদের মধ্য়ে 17 জন আই এস জঙ্গি ৷ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বোম জ্য়াকেট, পিস্তল, মাইন সহ বেশ কিছু অত্য়াধুনিক অস্ত্র ছিল তাদের কাছে ৷

এছাড়াও অন্য় একটি এলাকর তল্লাশি অভিযানে আগ্নেযাস্ত্র সহ তিন তালিবান জঙ্গিকে গ্রেফতার করেছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.