ETV Bharat / international

কোরোনাকে হারালেন বিশ্বের দ্বিতীয় প্রবীণ মহিলা 116 বছরের সিস্টার অ্যান্ড্রে - লুসিল ব়্যান্ডন

ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে যে সিস্টার অ্যান্ড্রে জানুয়ারির মাঝামাঝি কোরোনা আক্রান্ত হন৷ ফ্রান্সের টাওলোন শহরের বাসিন্দা৷ তিন সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন৷

সিস্টার অ্যান্ড্রে
সিস্টার অ্যান্ড্রে
author img

By

Published : Feb 10, 2021, 3:14 PM IST

প্যারিস, 10 ফেব্রুয়ারি : বিশ্বের দ্বিতীয় প্রবীণ মহিলা, 116 বছরের ফরাসি নান সিস্টার অ্যান্ড্রে সেরে উঠলেন কোরোনা থেকে৷ বৃহস্পতিবার তাঁর 117 তম জন্মদিন৷ আপাতত তা পালন করতে প্রস্তুত হচ্ছেন তিনি৷ ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে যে সিস্টার অ্যান্ড্রে জানুয়ারির মাঝামাঝি কোরোনা আক্রান্ত হন৷ ফ্রান্সের টাওলোন শহরের বাসিন্দা৷ তিন সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন৷

সিস্টার অ্যান্ড্রের জন্মগত নাম লুসিল ব়্যান্ডন৷ তাঁকে গ্রেন্টোলজি রিসার্চ গ্রুপ নামে একটি সংস্থা বিশ্বের দ্বিতীয় প্রবীণ মহিলা হিসেবে দাবি করেছে৷ ওই রিসার্চ গ্রুপ 110 বছর বা তার বেশি ব্যক্তিদের নিয়ে কাজ করে৷

সিস্টার অ্যান্ড্রে এখন আর চোখে দেখতে পান না৷ চলাফেরাও করতে পারেন না৷ হুইল চেয়ারই তাঁর ভরসা৷ তবুও কোরোনাকে তিনি ভয় পাচ্ছেন না৷ এমনকী, তাঁর যে কোরোনা হয়েছিল, সেটাও তিনি বুঝতে পারেননি বলে দাবি করেছেন৷

তাঁর কমিউনিকেশন ম্যানেজার ডেভিড ট্যাভেল্লা জানিয়েছেন যে তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে কখনও কিছু জানতে চান না৷ বরং তিনি আশপাশের অন্যদের সম্পর্কে সবসময় খুব চিন্তা ভাবনা করেন৷

আরও পড়ুন : 2019’র ডিসেম্বরের আগে ইউহানে মেলেনি করোনার অস্তিত্বের প্রমাণ

তবে সকলের ভাগ্য সিস্টার অ্যান্ড্রের মতো হয় না৷ কারণ, তিনি যেখানে থাকেন, সেখানে 88 জন বসবাস করেন৷ তাঁদের মধ্যে 81 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ সেই আক্রান্তদের মধ্যে 10 জন মারা গিয়েছেন৷

প্যারিস, 10 ফেব্রুয়ারি : বিশ্বের দ্বিতীয় প্রবীণ মহিলা, 116 বছরের ফরাসি নান সিস্টার অ্যান্ড্রে সেরে উঠলেন কোরোনা থেকে৷ বৃহস্পতিবার তাঁর 117 তম জন্মদিন৷ আপাতত তা পালন করতে প্রস্তুত হচ্ছেন তিনি৷ ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে যে সিস্টার অ্যান্ড্রে জানুয়ারির মাঝামাঝি কোরোনা আক্রান্ত হন৷ ফ্রান্সের টাওলোন শহরের বাসিন্দা৷ তিন সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন৷

সিস্টার অ্যান্ড্রের জন্মগত নাম লুসিল ব়্যান্ডন৷ তাঁকে গ্রেন্টোলজি রিসার্চ গ্রুপ নামে একটি সংস্থা বিশ্বের দ্বিতীয় প্রবীণ মহিলা হিসেবে দাবি করেছে৷ ওই রিসার্চ গ্রুপ 110 বছর বা তার বেশি ব্যক্তিদের নিয়ে কাজ করে৷

সিস্টার অ্যান্ড্রে এখন আর চোখে দেখতে পান না৷ চলাফেরাও করতে পারেন না৷ হুইল চেয়ারই তাঁর ভরসা৷ তবুও কোরোনাকে তিনি ভয় পাচ্ছেন না৷ এমনকী, তাঁর যে কোরোনা হয়েছিল, সেটাও তিনি বুঝতে পারেননি বলে দাবি করেছেন৷

তাঁর কমিউনিকেশন ম্যানেজার ডেভিড ট্যাভেল্লা জানিয়েছেন যে তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে কখনও কিছু জানতে চান না৷ বরং তিনি আশপাশের অন্যদের সম্পর্কে সবসময় খুব চিন্তা ভাবনা করেন৷

আরও পড়ুন : 2019’র ডিসেম্বরের আগে ইউহানে মেলেনি করোনার অস্তিত্বের প্রমাণ

তবে সকলের ভাগ্য সিস্টার অ্যান্ড্রের মতো হয় না৷ কারণ, তিনি যেখানে থাকেন, সেখানে 88 জন বসবাস করেন৷ তাঁদের মধ্যে 81 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ সেই আক্রান্তদের মধ্যে 10 জন মারা গিয়েছেন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.