ETV Bharat / international

কোরোনা ভাইরাস বড় একটি ঢেউ, ঋতুর সঙ্গে সম্পর্ক নেই ; বলছে WHO - Coronavirus pandemic

আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হল, কোরোনা ভাইরাস ঋতু পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না । এটি সংক্রমণের বড় একটি ঢেউ ।

Coronavirus
Coronavirus
author img

By

Published : Jul 29, 2020, 2:33 AM IST

জেনেভা, 28 জুলাই: কোরোনা সংক্রমণ নিয়ে নানা সময়ে নানা মত সামনে এসেছে । কয়েকদিন আগেও দাবি করা হয়েছিল, প্রতিবছরই ফিরে আসতে পারে এই মারণ ভাইরাস । তবে এই তত্ত্বকে উড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কোরোনা সংক্রমণ নিয়ে যে তত্ত্ব উঠে এসেছে, তা উড়িয়ে WHO-এর তরফে জানানো হয়, "এই ভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো নয় যা ঋতু অনুযায়ী পরিবর্তিত হবে বা ফিরে আসবে। "

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মার্গারেট হ্যারিস বলেন, "মানুষ এখনও ঋতু সম্পর্কে ভাবছে । আমাদের এটা স্পষ্টভাবে বুঝতে হবে যে এটি একটি নতুন ভাইরাস এবং এটির আচরণ সম্পূর্ণ ভিন্ন। "

তিনি বিশ্ববাসীর কাছে জমায়েত এড়িয়ে চলা এবং সংক্রমণ রোধে কড়া নিয়ম ও নজরদারির আবেদন জানান ।

মার্গারেট ভাইরাস সম্পর্কে বলেন, " এটি একটি বড় ঢেউ। এটির(সংক্রমণের) মাত্রা কম-বেশি হতে পারে । এই মাত্রাকে সরলরেখায় পরিণত করা ও পায়ের নিচে দুমড়ে-মুচড়ে দেওয়াই একমাত্র সঠিক উপায়। "

বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস । কয়েকটি দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অধিকাংশ দেশই এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে । এর কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সামাজিক দূরত্ববিধি মেনে চলাই সংক্রমণ রোধের একমাত্র উপায়।

জেনেভা, 28 জুলাই: কোরোনা সংক্রমণ নিয়ে নানা সময়ে নানা মত সামনে এসেছে । কয়েকদিন আগেও দাবি করা হয়েছিল, প্রতিবছরই ফিরে আসতে পারে এই মারণ ভাইরাস । তবে এই তত্ত্বকে উড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কোরোনা সংক্রমণ নিয়ে যে তত্ত্ব উঠে এসেছে, তা উড়িয়ে WHO-এর তরফে জানানো হয়, "এই ভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো নয় যা ঋতু অনুযায়ী পরিবর্তিত হবে বা ফিরে আসবে। "

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মার্গারেট হ্যারিস বলেন, "মানুষ এখনও ঋতু সম্পর্কে ভাবছে । আমাদের এটা স্পষ্টভাবে বুঝতে হবে যে এটি একটি নতুন ভাইরাস এবং এটির আচরণ সম্পূর্ণ ভিন্ন। "

তিনি বিশ্ববাসীর কাছে জমায়েত এড়িয়ে চলা এবং সংক্রমণ রোধে কড়া নিয়ম ও নজরদারির আবেদন জানান ।

মার্গারেট ভাইরাস সম্পর্কে বলেন, " এটি একটি বড় ঢেউ। এটির(সংক্রমণের) মাত্রা কম-বেশি হতে পারে । এই মাত্রাকে সরলরেখায় পরিণত করা ও পায়ের নিচে দুমড়ে-মুচড়ে দেওয়াই একমাত্র সঠিক উপায়। "

বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস । কয়েকটি দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অধিকাংশ দেশই এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে । এর কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সামাজিক দূরত্ববিধি মেনে চলাই সংক্রমণ রোধের একমাত্র উপায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.