ETV Bharat / international

2021-র মধ্যে তৈরি হয়ে যাবে 200 কোটি কোরোনা ভ্যাকসিন : WHO - london

আগামী বছরের মধ্যে তৈরি হতে চলেছে কোরোনার ভ্যাকসিন ৷ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক ডঃ সৌম্যা স্বামীনাথন ৷

WHO hopes 2 billion Covid-19 vaccine doses by next year
200 কোটি কোরোনার ভ্যাকসিন
author img

By

Published : Jun 19, 2020, 9:30 PM IST

লন্ডন, 19 জুন : কোরোনা ভ্যাকসিন ৷ হ্যাঁ ঠিকই ৷ আসতে চলেছে স্বস্তি ৷ আগামী বছরের শেষের মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি কোরোনা ভ্যাকসিনের ডোজ় তৈরি হয়ে যাবে ৷ এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ গতকাল WHO -এর প্রধান বৈজ্ঞানিক ডঃ সৌম্যা স্বামীনাথন বলেন, " প্রায় 200 কোটির কাছাকাছি কোরোনা ভ্যাকসিনের ডোজ় তৈরি হয়ে যাবে আগামী বছরের শেষের মধ্যে ৷ "

সুইৎজ়ারল্যান্ডের জেনেভাতে সাংবাদিক বৈঠকে স্বামীনাথন বলেন, এখনও পর্যন্ত আমরা কোনও ভ্যাকসিন পাইনি ৷ তবে, আমরা যদি ভাগ্যবান হই , তবে এই বছরের শেষের দিকে একটা-দুটো সফল ভ্যাকসিন পাওয়া যেতে পারে ৷ আগামী বছরের শেষের দিকে 200 কোটি ডোজ় তৈরি করা যাবে ৷ তিনি আরও জানান, এই মারণ ভাইরাসের ( SARS-CoV-2 ) ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে বানাতে হবে ৷ একারণে বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, ভ্যাকসিনটি বানাতে সময় লাগবে 12 থেকে 18 মাস ৷

গত মাসে গ্লোবাল ফারমাসিউটিকাল মেজর ফিজ়ার বলেন, কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে চলতি বছরের অক্টোবর মাসের শেষে ৷ বর্তমানে পরীক্ষামূলক কাজের জন্য বিভিন্ন পর্যায়ে প্রায় 100 টিরও বেশি ভ্যাকসিন রয়েছে ।

চলতি সপ্তাহে বেলজিয়ান রেডিয়ো বেল RTL কে ব্রিটিশ ড্রাগ মেকারের CEO বলেন, 1 বছরের জন্য এই রোগকে প্রতিরোধ করতে পারে সম্ভবত এমন একটি ড্রাগ তৈরি করে ফেলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷ গতমাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, ব্রিটেনে II/III ফেজ় চলাকালীন প্রায় 10,000 প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের মধ্যে AZD 1222 (পূর্বে ChAdOx1 nCoV-19 নামে পরিচিত) ভ্যাকসিনটির পরীক্ষা শুরু করা হয়েছে ৷ এরপর বিশ্বের বিভিন্ন দেশে এর ট্রায়াল শুরু হবে ৷

লন্ডন, 19 জুন : কোরোনা ভ্যাকসিন ৷ হ্যাঁ ঠিকই ৷ আসতে চলেছে স্বস্তি ৷ আগামী বছরের শেষের মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি কোরোনা ভ্যাকসিনের ডোজ় তৈরি হয়ে যাবে ৷ এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ গতকাল WHO -এর প্রধান বৈজ্ঞানিক ডঃ সৌম্যা স্বামীনাথন বলেন, " প্রায় 200 কোটির কাছাকাছি কোরোনা ভ্যাকসিনের ডোজ় তৈরি হয়ে যাবে আগামী বছরের শেষের মধ্যে ৷ "

সুইৎজ়ারল্যান্ডের জেনেভাতে সাংবাদিক বৈঠকে স্বামীনাথন বলেন, এখনও পর্যন্ত আমরা কোনও ভ্যাকসিন পাইনি ৷ তবে, আমরা যদি ভাগ্যবান হই , তবে এই বছরের শেষের দিকে একটা-দুটো সফল ভ্যাকসিন পাওয়া যেতে পারে ৷ আগামী বছরের শেষের দিকে 200 কোটি ডোজ় তৈরি করা যাবে ৷ তিনি আরও জানান, এই মারণ ভাইরাসের ( SARS-CoV-2 ) ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে বানাতে হবে ৷ একারণে বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, ভ্যাকসিনটি বানাতে সময় লাগবে 12 থেকে 18 মাস ৷

গত মাসে গ্লোবাল ফারমাসিউটিকাল মেজর ফিজ়ার বলেন, কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে চলতি বছরের অক্টোবর মাসের শেষে ৷ বর্তমানে পরীক্ষামূলক কাজের জন্য বিভিন্ন পর্যায়ে প্রায় 100 টিরও বেশি ভ্যাকসিন রয়েছে ।

চলতি সপ্তাহে বেলজিয়ান রেডিয়ো বেল RTL কে ব্রিটিশ ড্রাগ মেকারের CEO বলেন, 1 বছরের জন্য এই রোগকে প্রতিরোধ করতে পারে সম্ভবত এমন একটি ড্রাগ তৈরি করে ফেলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷ গতমাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, ব্রিটেনে II/III ফেজ় চলাকালীন প্রায় 10,000 প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের মধ্যে AZD 1222 (পূর্বে ChAdOx1 nCoV-19 নামে পরিচিত) ভ্যাকসিনটির পরীক্ষা শুরু করা হয়েছে ৷ এরপর বিশ্বের বিভিন্ন দেশে এর ট্রায়াল শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.