লন্ডন, 1 জুলাই : আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ বিভিন্ন দেশ টিকাকরণ কর্মসুচি সফলভাবে চালাতে ব্যর্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হু-এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)৷
ইন্ডিয়া গ্লোবাল ফোরামে ভার্চুয়াল বক্তৃতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বলেছেন, "টিকা সরবরাহে বিরাট বৈষম্যের কারণে অতিমারি দ্বিগুণ হতে পারে ৷ কিছু দেশ টিকাকরণে উপরের দিকে থাকলেও, এমন বহু দেশ রয়েছে যাদের কাছে স্বাস্থ্যকর্মীদের, প্রবীণদের ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীতে থাকা মানুষদেরই টিকাকরণের মতো যথেষ্ট টিকা নেই ৷"
আরও পড়ুন : কোভিশিল্ড ও ফাইজারের সম্মিলিত ডোজ কোভিড রুখতে বেশি কার্যকরী : রিপোর্ট
টিকাকরণে বিশ্বব্যাপী উদ্যোগ নেওয়ার ডাক দিয়ে হু প্রধান বলেছেন, ‘‘টিকাকরণ না-করা হলে গোটা বিশ্বের কাছেই তা উদ্বেগের ৷’’ সে জন্যই তাঁর আর্জি, প্রত্যেকটি দেশ যেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মোট জনসংখ্যার 10 শতাংশের, বছর শেষের মধ্যে 40 শতাংশের এবং আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত 70 শতাংশের টিকাকরণ করিয়ে নেয় ৷
আরও পড়ুন: দেশে সামান্য বাড়ল করোনার সংক্রমণ, আবারও মৃত্যু হাজার পার
রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, বিভিন্ন দেশে কোভিড টিকাকরণের হার ভিন্ন ৷ কিছু দেশে যেমন মোট জনসংখ্যার 60 শতাংশেরও বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে, তেমনই আবার কিছু দেশে জনসংখ্যার 1 শতাংশেরও কম মানুষের টিকাকরণ হয়েছে ৷
আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড
জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের হিসেব বলছে, বিশ্বজুড়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 18.2 কোটিরও বেশি মানুষ ৷ করোনায় মৃত্যু হয়েছে প্রায় 40 লাখের ৷ দেশে এখনও পর্যন্ত করোনা টিকার 33 কোটি 57 লাখ 16 হাজার 197টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 27 লাখ 60 হাজার 345 জনের টিকাকরণ হয়েছে ৷