ETV Bharat / international

US Senate unanimously condemns Putin: পুতিনকে যুদ্ধ অপরাধীর তকমা, নিন্দাপ্রস্তাব গৃহীত মার্কিন সেনেটে - ভ্লাদিমির পুতিন যুদ্ধ অপরাধী

ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin news) যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে সর্বসম্মতভাবে নিন্দাপ্রস্তাব গৃহীত হল মার্কিন সেনেটে (US Senate approves resolution probing Putin for war crimes)৷

us-senate-unanimously-condemns-Vladimir putin-as-war-criminal
পুতিনকে যুদ্ধ অপরাধীর তকমা, সর্বসম্মত ভাবে নিন্দাপ্রস্তাব গৃহীত মার্কিন সেনেটে
author img

By

Published : Mar 16, 2022, 12:33 PM IST

ওয়াশিংটন, 16 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin news) যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব গৃহীত হল মার্কিন সেনেটে (US Senate approves resolution probing Putin for war crimes)৷ ইউক্রেন প্রশ্নে যে ভাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হয়েছেন, তা এক কথায় বিরল চিত্র মার্কিন রাজনীতিতে ৷

আমেরিকার সেনেটে (Senate unanimously condemns Putin) পুতিনের বিরুদ্ধে প্রস্তাবটি আনেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ৷ তিনি বলেন, "এই হিংসা ও যুদ্ধ অপরাধের (Putin as war criminal) তীব্র নিন্দা করছে সেনেট ৷" তাঁর এই প্রস্তাবে সমর্থন জানায় উভয় পক্ষই ৷ ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্ত করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও অন্যান্য দেশের কাছেও দরবার করেছে জো বাইডেনের দেশ ৷

ডেমোক্র্যাটিক সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক স্কুমার (Senate Majority Leader Chuck Schumer) প্রস্তাবে ভোটদানের আগে বলেন, "ইউক্রেনের (Russia Ukraine War) মানুষের উপর ভ্লাদিমির পুতিন যে শোষণ চালিয়েছেন, তার দায় তিনি যে কোনও ভাবেই ঝেড়ে ফেলতে পারেন না, সেটাই একযোগে বলতে হবে এখানে উপস্থিত সবাইকে, অর্থাৎ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ৷"

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : মারিউপোলের হাসপাতাল রুশ সেনার দখলে, পণবন্দি 500

গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ অপরাধের তদন্তের ডাক দিয়েছিলেন ৷ সাধারণ মানুষের উপর, মেটার্নিটি হাসপাতালের উপর বোমাবাজির ঘটনার তীব্র নিন্দা করেছিলেন তিনি ৷

রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন তাতে বলা হয়েছে যে, পুতিন, রাশিয়ান ফেডারেশন, রাশিয়ান সিকিউরিটি কাউন্সিল, রাশিয়ার সেনাবাহিনীর নিন্দা করছে সেনেট ৷ এই প্রস্তাবের মাধ্যমে যুদ্ধ অপরাধের জন্য পুতিন ও তাঁর দেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তদন্তের ডাক দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : মে মাসের প্রথমেই যুদ্ধ শেষ, ভবিষ্যদ্বাণী জেলেনস্কির সামরিক উপদেষ্টার

ওয়াশিংটন, 16 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin news) যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব গৃহীত হল মার্কিন সেনেটে (US Senate approves resolution probing Putin for war crimes)৷ ইউক্রেন প্রশ্নে যে ভাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হয়েছেন, তা এক কথায় বিরল চিত্র মার্কিন রাজনীতিতে ৷

আমেরিকার সেনেটে (Senate unanimously condemns Putin) পুতিনের বিরুদ্ধে প্রস্তাবটি আনেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ৷ তিনি বলেন, "এই হিংসা ও যুদ্ধ অপরাধের (Putin as war criminal) তীব্র নিন্দা করছে সেনেট ৷" তাঁর এই প্রস্তাবে সমর্থন জানায় উভয় পক্ষই ৷ ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্ত করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও অন্যান্য দেশের কাছেও দরবার করেছে জো বাইডেনের দেশ ৷

ডেমোক্র্যাটিক সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক স্কুমার (Senate Majority Leader Chuck Schumer) প্রস্তাবে ভোটদানের আগে বলেন, "ইউক্রেনের (Russia Ukraine War) মানুষের উপর ভ্লাদিমির পুতিন যে শোষণ চালিয়েছেন, তার দায় তিনি যে কোনও ভাবেই ঝেড়ে ফেলতে পারেন না, সেটাই একযোগে বলতে হবে এখানে উপস্থিত সবাইকে, অর্থাৎ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ৷"

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : মারিউপোলের হাসপাতাল রুশ সেনার দখলে, পণবন্দি 500

গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ অপরাধের তদন্তের ডাক দিয়েছিলেন ৷ সাধারণ মানুষের উপর, মেটার্নিটি হাসপাতালের উপর বোমাবাজির ঘটনার তীব্র নিন্দা করেছিলেন তিনি ৷

রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন তাতে বলা হয়েছে যে, পুতিন, রাশিয়ান ফেডারেশন, রাশিয়ান সিকিউরিটি কাউন্সিল, রাশিয়ার সেনাবাহিনীর নিন্দা করছে সেনেট ৷ এই প্রস্তাবের মাধ্যমে যুদ্ধ অপরাধের জন্য পুতিন ও তাঁর দেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তদন্তের ডাক দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : মে মাসের প্রথমেই যুদ্ধ শেষ, ভবিষ্যদ্বাণী জেলেনস্কির সামরিক উপদেষ্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.