ETV Bharat / international

কোরোনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা লজ্জাজনক, বলছেন UNSC প্রেসিডেন্ট - কোভিড 19 আপডেট

এত শক্তিশালী সংগঠন হওয়ার পরেও কোরোনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের যে ভূমিকা রয়েছে, তা লজ্জাজনক । এমনই বলছেন UNSC বর্তমান প্রেসিডেন্ট ।

ছবি
ছবি
author img

By

Published : May 2, 2020, 9:35 PM IST

তাল্লিন (এস্টোনিয়া), 2 মে : কোরোনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাষ্ট্রসংঘের বর্তমান প্রেসিডেন্ট । বললেন, "এরকম শক্তিশালী সংগঠন হওয়ার পরেও কোরোনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা লজ্জাজনক ।" পাশাপাশি কোরোনা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ যে প্রস্তাবনা পাস করেছে তারও তুলোধনা করেন তিনি ।

রাষ্ট্রসংঘে রিপাবলিক অফ এস্টোনিয়ার প্রতিনিধি সেভন জুর্গেনসন তথা নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট বলেন, "আমি মনে করি, আমরা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারিনি । তার পিছনে কারণও আছে বটে । তবে এস্টোনিয়া বিগত প্রায় একমাসেরও বেশি সময় ধরে যেভাবে কোরোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে তা বেশ সন্তোষজনক ।"

কোরোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ইতিমধ্যেই দুষতে শুরু করেছে ওয়াশিংটন । অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাস থেকে WHO-এর তহবিলে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে । কূটনীতিবিদদের একাংশের মতে, অ্যামেরিকা ও চিনের মধ্যে যে কূটনৈতিক সংঘাত রয়েছে, তা WHO-এর গতিবিধির উপর প্রভাব ফেলছে ।

তাল্লিন (এস্টোনিয়া), 2 মে : কোরোনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাষ্ট্রসংঘের বর্তমান প্রেসিডেন্ট । বললেন, "এরকম শক্তিশালী সংগঠন হওয়ার পরেও কোরোনা মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা লজ্জাজনক ।" পাশাপাশি কোরোনা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ যে প্রস্তাবনা পাস করেছে তারও তুলোধনা করেন তিনি ।

রাষ্ট্রসংঘে রিপাবলিক অফ এস্টোনিয়ার প্রতিনিধি সেভন জুর্গেনসন তথা নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট বলেন, "আমি মনে করি, আমরা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারিনি । তার পিছনে কারণও আছে বটে । তবে এস্টোনিয়া বিগত প্রায় একমাসেরও বেশি সময় ধরে যেভাবে কোরোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে তা বেশ সন্তোষজনক ।"

কোরোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ইতিমধ্যেই দুষতে শুরু করেছে ওয়াশিংটন । অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাস থেকে WHO-এর তহবিলে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে । কূটনীতিবিদদের একাংশের মতে, অ্যামেরিকা ও চিনের মধ্যে যে কূটনৈতিক সংঘাত রয়েছে, তা WHO-এর গতিবিধির উপর প্রভাব ফেলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.