ETV Bharat / international

Ukraine Russia war: কিভের মেট্রো স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ, সতর্কতা জারি আকাশপথে - ইউক্রেনে বিস্ফোরণ

জোড়া বিস্ফোরণ কিভের মেট্রো স্টেশনের কাছে (Ukraine Russia war)৷ ইউক্রেনে আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে (explosion in Ukraine)৷

Ukraine: Two explosions heard near Kyiv's metro station
কিভের মেট্রো স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ, সতর্কতা জারি আকাশপথে
author img

By

Published : Mar 3, 2022, 5:23 PM IST

কিভ, 3 মার্চ: ইউক্রেনের (explosion in Ukraine) রাজধানী কিভের একটি মেট্রো স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের শব্দে আতঙ্ক আরও তীব্র হল ৷ ইউক্রেনের (Ukraine Russia war) সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার দ্রুঝবি নারোদিভ মেট্রো স্টেশনে দুটো জোরাল বিস্ফোরণের শব্দ (explosions heard near Kyiv's metro station) শোনা গিয়েছে ৷

তারা জানিয়েছে, "কিভের দ্রুঝবি নারোদিভ মেট্রো স্টেশনের কাছে তৃতীয় ও চতুর্থ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ কিভে আকাশপথে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে (Air alert in Ukraine)৷ নিকটবর্তী আশ্রয়ে যেতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের ৷" কিভ, কিভ ওবলাস্ট, মাকোলেইভ, এলভিভ, ঝাইতোমর ও অন্যান্য এলাকায় আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

কৌশলগত ভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসনে আধিপত্য বিস্তার করেছে রাশিয়ার বাহিনী ৷ খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ জানিয়েছেন, "শহরটাকে পুরো ঘিরে ফেলেছে ৷"

24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার বাহিনী ৷ ব্রিটেন, আমেরিকা, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা করেছে ৷ ভ্লাদিমির পুতিনের দেশের উপর আনা হয়েছে নানা আর্থিক নিষেধাজ্ঞা ৷ এই দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সামরিক সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছে ৷ এ দিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আমেরিকা ও তার সহযোগীদের উপর কড়া আর্থিক পদক্ষেপ করতে ডিক্রিতে সই করেছে ৷

আরও পড়ুন : Quad Summit : আমেরিকার আমন্ত্রণে কোয়াড বৈঠকে সশরীরে মোদি-বাইডেন-মরিসন-সুগা

কিভ, 3 মার্চ: ইউক্রেনের (explosion in Ukraine) রাজধানী কিভের একটি মেট্রো স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের শব্দে আতঙ্ক আরও তীব্র হল ৷ ইউক্রেনের (Ukraine Russia war) সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার দ্রুঝবি নারোদিভ মেট্রো স্টেশনে দুটো জোরাল বিস্ফোরণের শব্দ (explosions heard near Kyiv's metro station) শোনা গিয়েছে ৷

তারা জানিয়েছে, "কিভের দ্রুঝবি নারোদিভ মেট্রো স্টেশনের কাছে তৃতীয় ও চতুর্থ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ কিভে আকাশপথে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে (Air alert in Ukraine)৷ নিকটবর্তী আশ্রয়ে যেতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের ৷" কিভ, কিভ ওবলাস্ট, মাকোলেইভ, এলভিভ, ঝাইতোমর ও অন্যান্য এলাকায় আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

কৌশলগত ভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসনে আধিপত্য বিস্তার করেছে রাশিয়ার বাহিনী ৷ খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ জানিয়েছেন, "শহরটাকে পুরো ঘিরে ফেলেছে ৷"

24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার বাহিনী ৷ ব্রিটেন, আমেরিকা, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা করেছে ৷ ভ্লাদিমির পুতিনের দেশের উপর আনা হয়েছে নানা আর্থিক নিষেধাজ্ঞা ৷ এই দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সামরিক সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছে ৷ এ দিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আমেরিকা ও তার সহযোগীদের উপর কড়া আর্থিক পদক্ষেপ করতে ডিক্রিতে সই করেছে ৷

আরও পড়ুন : Quad Summit : আমেরিকার আমন্ত্রণে কোয়াড বৈঠকে সশরীরে মোদি-বাইডেন-মরিসন-সুগা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.