কিয়েভ, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার হানার আবহে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদেমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানালেন (Volodymyr Zelenskyy Urges Urgent Peace Talks with Vladimir Putin) । কয়েকঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিংসার পথে এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকর এর সঙ্গে টেলিফোনে কথা বলার পরই পুতিনকে এই প্রস্তাব দিলেন তিনি ৷ একটি ভিডিয়ো বার্তায় রাশিয়ান ভাষায় জেলেনস্কি বলেন, ‘‘আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই । সমগ্র ইউক্রেন জুড়ে যুদ্ধ চলছে । আসুন আমরা আলোচনার টেবিলে বসি । মানুষের মৃত্যু বন্ধ করতে হবে ৷’’ উত্তর-পশ্চিম দিক দিয়ে কিয়েভে ঢুকে পড়েছে শত্রু সেনাবাহিনী, ইতিমধ্যে মধ্য কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ৷ তাঁর মাঝেই জেলেনস্কির এই প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ভারতের সঙ্গে কথা চলছে, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব প্রসঙ্গে মন্তব্য বাইডেনের
আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ জানিয়েছিলেন, তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত । তবে তার আগে ইউক্রেনের সেনাকে অস্ত্র সংবরণ করতে হবে । রাশিয়ান সেনার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করা চলবে না ।
কয়েকঘণ্টা আগেই আরও একটি ভিডিও বার্তা এসেছিল ইউক্রেন প্রেসিডেন্টের তরফে ৷ ওই ভিডিয়ো বার্তায় একবারও রাশিয়ার নাম মুখে আনেননি প্রেসিডেন্ট ভোলোদেমির ৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমরা একা আমাদের দেশ রক্ষা করার লড়াই চালাচ্ছি ৷ গতকালের মতো আজও দুনিয়ার শক্তিশালী দেশগুলো দূর থেকে দেখে যাচ্ছে ৷’’ ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হলেও তা যথেষ্ট নয় ৷ ফলে দেশের লোককে রক্ষা করতেই রাষ্ট্রপতির মুখে শান্তির বাণী বলে মনে করছে আন্তর্জাতিক মহল ৷