ETV Bharat / international

মিজ়াইল হানায় আগুন লেগে ইউক্রেনের বিমান আছড়ে পড়ে তেহরানে: সূত্র - মিজ়াইল হামলা

একটি ভিডিয়ো ফুটেজে ইউক্রেন বিমানে হামলার ঘটনা উঠে এসেছে ৷ দেখা যায়, বিমানটিতে আগুন লাগার পর সেটি তেহরান বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ পরে সেটিতে বিস্ফোরণ হয় ৷

ইউক্রেন বিমান
ইউক্রেন বিমান
author img

By

Published : Jan 15, 2020, 10:27 AM IST

তেহরান, 15 জানুয়ারি : ইউক্রেন বিমানে দু'টি মিজ়াইল আঘাত করে ৷ একটি সিকিউরিটি ক্যামেরা ফুটেজে উঠে এসেছে এই তথ্য ৷ ফুটেজে দেখা যায়, বিমানে আঘাত করার আগে আকাশে 'ডবল প্রজেক্টাইল ' দৃশ্যমান হয়েছে ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, 30 সেকেন্ডের ব্যবধানে মিজ়াইল হানা হয়েছিল ৷ দ্বিতীয়বার আঘাতের আগে প্রথম আঘাতেই বিমানের ট্রান্সপন্ডার কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷

8 জানুয়ারি 180 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে ইউক্রেনের বিমান ৷ মৃত্যু হয় 176 জনের ৷ ইরানের তরফে প্রথমে অস্বীকার করা হলেও অ্যামেরিকার বিশেষজ্ঞরা প্রথম থেকেই জানিয়েছিলেন, মিজ়াইল হামলাই হয়েছিল ওই বিমানে ৷ পরে, এক বিবৃতিতে একথা স্বীকারও করে ইরান ৷ বলা হয়, মিজ়াইলের আঘাতেই বিমানটি ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে ৷ তবে অনিচ্ছাকৃত ৷

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, বিমানে আগুন ধরার পর সেটি তেহরান বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ কিছুক্ষণ পর তাতে বিস্ফোরণ হয় ৷

তেহরান, 15 জানুয়ারি : ইউক্রেন বিমানে দু'টি মিজ়াইল আঘাত করে ৷ একটি সিকিউরিটি ক্যামেরা ফুটেজে উঠে এসেছে এই তথ্য ৷ ফুটেজে দেখা যায়, বিমানে আঘাত করার আগে আকাশে 'ডবল প্রজেক্টাইল ' দৃশ্যমান হয়েছে ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, 30 সেকেন্ডের ব্যবধানে মিজ়াইল হানা হয়েছিল ৷ দ্বিতীয়বার আঘাতের আগে প্রথম আঘাতেই বিমানের ট্রান্সপন্ডার কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷

8 জানুয়ারি 180 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে ইউক্রেনের বিমান ৷ মৃত্যু হয় 176 জনের ৷ ইরানের তরফে প্রথমে অস্বীকার করা হলেও অ্যামেরিকার বিশেষজ্ঞরা প্রথম থেকেই জানিয়েছিলেন, মিজ়াইল হামলাই হয়েছিল ওই বিমানে ৷ পরে, এক বিবৃতিতে একথা স্বীকারও করে ইরান ৷ বলা হয়, মিজ়াইলের আঘাতেই বিমানটি ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে ৷ তবে অনিচ্ছাকৃত ৷

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, বিমানে আগুন ধরার পর সেটি তেহরান বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ কিছুক্ষণ পর তাতে বিস্ফোরণ হয় ৷

Madurai (TN), Jan 15 (ANI): Swarm of people gathered in Tamil Nadu's Madurai to participate in the traditional bull-taming sport 'Jallikattu'. Spectators were seen cheering for bull tamers in Avaniyapuram village on January 15. 730 bulls are participating in Avaniyapuram. The Supreme Court (SC) in 2014 banned 'Jallikattu' after a plea was filed by the Animal Welfare Board of India and People for the Ethical Treatment of Animals (PETA) but the state government insisted Jallikattu was a crucial part of its culture and identity. The ban was later lifted in January 2017 with an amendment due to massive protests along the Marina beach in Chennai.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.