তেহরান, 15 জানুয়ারি : ইউক্রেন বিমানে দু'টি মিজ়াইল আঘাত করে ৷ একটি সিকিউরিটি ক্যামেরা ফুটেজে উঠে এসেছে এই তথ্য ৷ ফুটেজে দেখা যায়, বিমানে আঘাত করার আগে আকাশে 'ডবল প্রজেক্টাইল ' দৃশ্যমান হয়েছে ৷
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, 30 সেকেন্ডের ব্যবধানে মিজ়াইল হানা হয়েছিল ৷ দ্বিতীয়বার আঘাতের আগে প্রথম আঘাতেই বিমানের ট্রান্সপন্ডার কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷
8 জানুয়ারি 180 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে ইউক্রেনের বিমান ৷ মৃত্যু হয় 176 জনের ৷ ইরানের তরফে প্রথমে অস্বীকার করা হলেও অ্যামেরিকার বিশেষজ্ঞরা প্রথম থেকেই জানিয়েছিলেন, মিজ়াইল হামলাই হয়েছিল ওই বিমানে ৷ পরে, এক বিবৃতিতে একথা স্বীকারও করে ইরান ৷ বলা হয়, মিজ়াইলের আঘাতেই বিমানটি ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে ৷ তবে অনিচ্ছাকৃত ৷
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, বিমানে আগুন ধরার পর সেটি তেহরান বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ কিছুক্ষণ পর তাতে বিস্ফোরণ হয় ৷