ETV Bharat / international

Vacuum Bomb in Russia Ukraine War : ইউক্রেনের যুদ্ধে সাংঘাতিক ভ্যাকুয়াম বোমা ছুড়ছে রাশিয়া

ইউক্রেনের যুদ্ধে সাংঘাতিক ভ্যাকুয়াম বোমা ছুড়ছে রাশিয়া (Vacuum Bomb in Russia Ukraine War) ৷ এমনই অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের (Russia using Vacuum Bomb in its invasion) ৷

Ukraine envoy to US says Russia using vacuum bomb in its invasion
ইউক্রেনের যুদ্ধে সাংঘাতিক ভ্যাকুয়াম বোমা ছুড়ছে রাশিয়া
author img

By

Published : Mar 1, 2022, 12:09 PM IST

Updated : Mar 1, 2022, 12:18 PM IST

কিভ, 1 মার্চ: ইউক্রেনে ক্লাস্টার বোমা, ভ্যাকুয়াম বোমা ও অস্ত্র নিয়ে আক্রমণ শানাচ্ছে রাশিয়া (Vacuum Bomb in Russia Ukraine War) ৷ অভিযোগ মানবাধিকার দল ও ইউক্রেনে আমেরিকার রাষ্ট্রদূতের (Ukraine envoy to US) ৷ নানা সময়ে এই অস্ত্র ও বোমার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল ৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের দাবি, ইউক্রেনের যুদ্ধে বিশ্বব্যাপী নিষিদ্ধ ক্লাস্টার বিস্ফোরক ব্যবহার করছে রাশিয়ার সেনাবাহিনী (Russia using Vacuum Bomb in its invasion) ৷ উত্তরপূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষ ৷ তার উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ৷

আমেরিকায় ইউক্রেনের দূত ওসকানা মারকারোভা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকের পর জানান, ভ্যাকুয়াম বোমা হিসেবে পরিচিত থার্মোবারিক অস্ত্রের প্রয়োগ করেছে রাশিয়া ৷ তাঁর কথায়, "আজ তারা ভ্যাকুয়াম বোমা নিক্ষেপ করেছে ৷ ইউক্রেনে হানা দিয়ে রাশিয়া যে ভাবে ধ্বংসলীলায় নেমেছে, তা ক্রমে বাড়ছে ৷"

আরও পড়ুন: Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিয়েভ

থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমা আশপাশের বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে উচ্চতাপসম্পন্ন বিস্ফোরণ ঘটাতে পারে ৷ এই বোমা দীর্ঘ সময় ধরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম ৷ আর এটি মানবদেহকে বাস্পে পরিণত করে দিতে পারে ৷ তবে ইউক্রেনে রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করেছে বলে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি ৷ সিএনএন-এর রিপোর্ট বলছে, শনিবার বিকেলে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার একটি থার্মোবারিক মাল্টিপল রকেট লঞ্চার দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, তিনিও এই খবর দেখেছেন, তবে রাশিয়া প্রকৃতই এই ধরনের অস্ত্র ব্যবহার করছে কি না, সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য তাঁদের হাতে নেই ৷ এ বিষয়ে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷

কিভ, 1 মার্চ: ইউক্রেনে ক্লাস্টার বোমা, ভ্যাকুয়াম বোমা ও অস্ত্র নিয়ে আক্রমণ শানাচ্ছে রাশিয়া (Vacuum Bomb in Russia Ukraine War) ৷ অভিযোগ মানবাধিকার দল ও ইউক্রেনে আমেরিকার রাষ্ট্রদূতের (Ukraine envoy to US) ৷ নানা সময়ে এই অস্ত্র ও বোমার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল ৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের দাবি, ইউক্রেনের যুদ্ধে বিশ্বব্যাপী নিষিদ্ধ ক্লাস্টার বিস্ফোরক ব্যবহার করছে রাশিয়ার সেনাবাহিনী (Russia using Vacuum Bomb in its invasion) ৷ উত্তরপূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষ ৷ তার উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ৷

আমেরিকায় ইউক্রেনের দূত ওসকানা মারকারোভা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকের পর জানান, ভ্যাকুয়াম বোমা হিসেবে পরিচিত থার্মোবারিক অস্ত্রের প্রয়োগ করেছে রাশিয়া ৷ তাঁর কথায়, "আজ তারা ভ্যাকুয়াম বোমা নিক্ষেপ করেছে ৷ ইউক্রেনে হানা দিয়ে রাশিয়া যে ভাবে ধ্বংসলীলায় নেমেছে, তা ক্রমে বাড়ছে ৷"

আরও পড়ুন: Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিয়েভ

থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমা আশপাশের বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে উচ্চতাপসম্পন্ন বিস্ফোরণ ঘটাতে পারে ৷ এই বোমা দীর্ঘ সময় ধরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম ৷ আর এটি মানবদেহকে বাস্পে পরিণত করে দিতে পারে ৷ তবে ইউক্রেনে রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করেছে বলে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি ৷ সিএনএন-এর রিপোর্ট বলছে, শনিবার বিকেলে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার একটি থার্মোবারিক মাল্টিপল রকেট লঞ্চার দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, তিনিও এই খবর দেখেছেন, তবে রাশিয়া প্রকৃতই এই ধরনের অস্ত্র ব্যবহার করছে কি না, সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য তাঁদের হাতে নেই ৷ এ বিষয়ে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷

Last Updated : Mar 1, 2022, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.